দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
ত্রয়োদশ অধ্যায় নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৩ ও ৪৪নং প্রশ্নের উত্তর দাও : মানুষের অব্যাহত গতিতে উন্নয়ন কর্মকান্ডের কারণে প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। প্রাকৃতিক পরিবেশ ধীরে ধীরে কলুষিত হয়ে উঠছে। ৪৩. উক্ত প্রসঙ্গটির স্বাভাবিক নিয়মকে কী বলা হয়? ক. ভারসাম্য অবস্থা খ. প্রাকৃতিক সম্পর্ক গ. প্রাকৃতিক জগৎ ঘ. নির্ভরশীলতা উত্তর : ক. ভারসাম্য অবস্থা ৪৪. উলিস্নখিত পরিবেশ ধীরে ধীরে কলুষিত হয়ে উঠছে- র. মানুষের অযাচিত হস্তক্ষেপের কারণে রর. গ্রিনহাউস প্রতিক্রিয়ার কারণে ররর. সমন্বয়হীনভাবে উন্নয়ন কর্মকান্ড পরিচালনার কারণে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : খ. র ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৫ ও ৪৬নং প্রশ্নের উত্তর দাও : জুন্নুন মিয়া একজন কৃষক। তিনি তার জমিতে উৎপাদন বাড়াতে চান। তিনি এজন্য পরিবেশের ক্ষতিকে মোটেও গ্রাহ্য করেন না। ৪৫. জুন্নুন মিয়া উন্নয়নের জন্য কী ব্যবহার করছে? ক. কীটনাশক খ. লাঙল গ. আলোর ফাঁদ ঘ. জোয়াল উত্তর : ক. কীটনাশক ৪৬. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে জুন্নুন মিয়ার কর্মকান্ড-- র. অপরিণামদর্শী রর. ব্যক্তি পর্যায়ে ক্ষতিকর ররর. দীর্ঘমেয়াদে প্রভাব বিস্তার করে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : খ. র ও ররর ৪৭. একটি দেশের জন্য কী ধরনের উন্নয়ন কর্মকান্ড মঙ্গলজনক? ক. টেকসই খ.পরিবেশবান্ধব গ. টেকসই ও পরিবেশবান্ধব ঘ. স্বাস্থ্যসম্মত উত্তর : গ. টেকসই ও পরিবেশবান্ধব ৪৮. পরিবেশ দূষণের জন্য দায়ী কে? ক. পশুপাখি খ. মানুষ গ. জীবজন্তু ঘ. অণুজীব উত্তর : খ. মানুষ ৪৯. একই জমিতে অধিক ফসল উৎপাদন করায় ভূমির উর্বরতা হ্রাস পায়। এর ফলাফল কী? ক. মাটির জৈব উপাদান কমে যায় খ. মাটির ক্ষয় বৃদ্ধি পায় গ.মাটির ক্ষুদ্রজীব চলাচলে বাধাগ্রস্ত হয় ঘ. মাটির বায়ুধারণ ক্ষমতা কমে যায় উত্তর : ক. মাটির জৈব উপাদান কমে যায় ৫০. কৃষিজমিতে অধিক সার ও কীটনাশক ব্যবহার কী দূষণ ঘটায়? ক. পানি খ. বায়ু গ. শব্দ ঘ. মাটি উত্তর : ঘ. মাটি ৫১. পরিবেশে অণুজীব ও ক্ষুদ্রজীব চলাচলে বাধাগ্রস্ত হলে এর ফলাফল হিসেবে কী দেখা দেয়? ক. পানিদূষণ খ. বায়ুদূষণ গ. ভূমিদূষণ ঘ. শব্দদূষণ উত্তর : গ. ভূমিদূষণ ৫২. মানুষের অযাচিত কর্মকান্ডে মাটি দূষিত হলে উদ্ভিদ জন্মাতে পারে না। এর ফলাফল কী? ক. ভূমি জৈব উপাদান হ্রাস পায় ? খ. ভূমি মরুকরণ হয় গ. ভূমির উর্বরতা হ্রাস পায় ঘ. ভূমিতে অক্সিজেন কমে যায় উত্তর : খ. ভূমি মরুকরণ হয় ৫৩. পরিবহনের ধোঁয়ায় কী দূষণ হয়? ক. পানি খ. ভূমি গ. বায়ু ঘ. শব্দ উত্তর: গ. বায়ু ৫৪. নিচের কোনটি বায়ু দূষণ ঘটায়? ক. ইটভাটার ধোঁয়া খ. আবাসস্থলের বর্জ্য গ. রাসায়নিক দ্রব্য ব্যবহার ঘ. পাহাড় কাটা উত্তর : ক. ইটভাটার ধোঁয়া ৫৫. গ্রিনহাউস প্রতিক্রিয়ার জন্য দায়ী কোনটি? ক. নাইট্রোজেন খ. ঈঋঈ গ্যাস গ .আর্গন ঘ. অক্সিজেন উত্তর : খ. ঈঋঈ গ্যাস ৫৬. বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেলে গ্রিনহাউস প্রতিক্রিয়া ঘটে? ক. ঙ২ খ. ঐ২ গ. ঈঋঈ ঘ. ঝঙ২ উত্তর : গ. ঈঋঈ ৫৭. শিল্প গৃহস্থালি পরিবহন ও ইটভাটার কালো ধোঁয়া থেকে কী গ্যাস নির্গত হয়? ক. ঈঙ২ ও ঈঋঈ খ. ঈঙ ও ঝঙ২ গ. ঘঐ৩ ও ঝঙ২ ঘ. ঐ২ ও ঘ২ উত্তর : ক. ঈঙ২ ও ঈঋঈ ৫৮. গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে কী হয়? ক. বায়ুমন্ডলের তাপমাত্রা কমে যায় খ. বায়ুমন্ডল ভারসাম্যহীন হয় গ. বায়ুর আর্দ্রতা হ্রাস পায় ? ঘ. বায়ুমন্ডলের তাপমাত্রা বেড়ে যায় উত্তর : ঘ. বায়ুমন্ডলের তাপমাত্রা বেড়ে যায় ৫৯. গ্রিনহাউস প্রতিক্রিয়ার পরোক্ষ ফলাফলে কী হতে পারে? ক. কৃষি উৎপাদন কমবে ? খ. বৃষ্টিপাত কমে যাবে গ. জনসংখ্যা বাড়বে ঘ. ঋতু পরিবর্তন হবে না উত্তর : খ. বৃষ্টিপাত কমে যাবে ৬০. বাংলাদেশে বনভূমির পরিমাণ কত? ক. ৯% খ. ১৩% গ. ১৭% ঘ. ১৯% উত্তর : গ. ১৭% ৬১. পরিবেশের ভারসাম্যহীনতার পরিণতি হিসেবে কোন অঞ্চলের উত্তপ্ততা এবং শৈত্যপ্রবাহ বাড়ছে? ক. দক্ষিণাঞ্চল খ. পশ্চিমাঞ্চল গ. উত্তরাঞ্চল ঘ. পূর্বাঞ্চল উত্তর : গ. উত্তরাঞ্চল ৬২. পরিবেশের ভারসাম্য নষ্টের ফলে কোন প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বাড়ছে? ক. কালবৈশাখী খ. টর্নেডো গ. ঘূর্ণিঝড় ঘ. ভূমিকম্প উত্তর : গ. ঘূর্ণিঝড় হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়