রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কাজী নজরুল ইসলাম

প্রশ্ন : 'সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?

উত্তর : কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন : কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যটি কাকে উৎসগ করেছিলেন?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন : কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি?

উত্তর : ধূমকেতু।

প্রশ্ন : কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?

উত্তর : আনন্দময়ীর আগমন।

প্রশ্ন : কাজী নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি?

উত্তর : বাঁধন হারা (১৯২৭)।

প্রশ্ন : কাজী নজরুলের প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি?

উত্তর : যুগবাণী (অক্টোবর ১৯২২)।

প্রশ্ন : কাজী নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কী?

উত্তর : তুর্কমহিলার ঘোমটা খোলা (প্রকাশ :কার্তিক ১৩২৬)।

প্রশ্ন : নজরুলের প্রথম প্রকাশিত নাটকের নাম কী?

উত্তর : ঝিলিমিলি (১৩৩৪, নওরোজ)।

প্রশ্ন : নজরুলের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থের নাম কী?

উত্তর : বিষের বাঁশী (প্রকাশ : আগস্ট ১৯২৪/ বাজেয়াপ্ত : ২৪ অক্টোবর ১৯২৪)।

প্রশ্ন : বাংলা কাব্যে সর্বপ্রথম কে প্রচুর পরিমাণে আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন?

উত্তর : কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন : কাজী নজরুল ইসলামের 'মৃতু্যক্ষুধা' উপন্যাসের পটভূমি কি?

উত্তর : নদীয়ার চাঁদ সড়কের জনজীবন।

প্রশ্ন : বাংলা সাহিত্যের মুক্তক ছন্দের প্রবর্তক কে?

উত্তর : কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন : নজরুল মঞ্চ কোথায় অবস্থিত?

উত্তর : বাংলা একাডেমিতে।

প্রশ্ন : 'চক্রবাক' কার রচনা?

উত্তর : নজরুলের রচনা।

প্রশ্ন : কাজী নজরুল ইসলামের 'বুলবুল' কি ধরনে গ্রন্থ?

উত্তর : গানের বই।

প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ কয়টি?

উত্তর : ২৩টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে