সিলেট বিভাগ
লঙ্গাই নদী
লঙ্গাই নদী ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যের একটি নদী। এটি মুলত বরাক নদীর উপনদী। এর উৎপত্তি ত্রিপুরার জাম্পুই পাহাড়ে। সেখান থেকে প্রবাহিত হয়ে করিমগঞ্জ জেলায় এসেছে। পরে এটি বাংলাদেশে প্রবেশ করেছে, এবং সবশেষে হাকালুকি হাওরে মিশেছে।
কালনী নদী
কালনী নদী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৩২ কিলোমিটার, গড় প্রস্থ ৫৭ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।
কালনী নদীটি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন এলাকার পুরনো সুরমা নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা শালস্না উপজেলার হাবিবপুর ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে চামতি নদীতে নিপতিত হয়েছে।
এই নদীর পাশেই বরাম হাওর ও ধরমপাশা উপজেলার সোনাডুবি হাওর অবস্থিত।
কাপনা নদী
কাপনা নামের নদীটি সিলেট জেলাধীন গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে প্রবহমান পাবিজুড়ি-কুশি গাং-কুশিয়া নদী হতে উৎপত্তি লাভ করে। গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুর ইউনিয়ন অবধি প্রবাহিত হয়ে সারি গোয়াইন নদীতে পতিত হয়েছে। এ নদীর পানির প্রবাহ এবং প্রশস্ততা অতীতের তুলনায় দিন দিন হ্রাস পাচ্ছে। তবে সারাবছর নদীতে পানির প্রবাহ পরিদৃষ্ট হয়। এই নদীর পানি পার্শ্ববর্তী কৃষিজমিতে সেচকাজে ব্যবহার করা হয়। নদীতীরে কোথাও তেমন ভাঙন নেই। ভাটিতে পানি খুব কম থাকায় স্থানীয়ভাবে ওই অঞ্চলে নদীটিকে মরা কাপনাও বলা হয়ে থাকে। শুধু বর্ষাকালে এ নদীতে সীমিত পরিসরে নৌযান চলাচল করে।
শিক্ষা জগৎ ডেস্ক য়