রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

ত্রয়োদশ অধ্যায়

২৩. উন্নয়ন কিসের ওপর নির্ভর করে?

ক. অর্থনৈতিক কার্যাবলি খ. রাজনৈতিক কার্যাবলি

গ. উন্নয়নমূলক কার্যাবলি ঘ. পরিবেশবান্ধব কার্যাবলি

উত্তর : খ. রাজনৈতিক কার্যাবলি

২৪. আমাদের উন্নয়ন কর্মকান্ডে পরিবেশের ভারাসাম্য রক্ষা এবং গুরুত্বপূর্ণ কেন?

ক. উন্নয়ন ব্যক্তিগত উদ্যোগের ওপর নির্ভরশীল বলে

খ. উন্নয়ন প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল বলে

গ. উন্নয়ন সামাজিক সম্পদের ওপর নির্ভরশীল বলে

ঘ. উন্নয়ন জাতীয় উদ্যেগের ওপর নির্ভরলশীল বলে

উত্তর : খ. উন্নয়ন প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল বলে

২৫. পরিবেশ একটি সহনশীল অবস্থায় বাস করে -

র. উদ্ভিদ ও প্রাণী রর. ক্ষুদ্রজীব ররর. মানুষ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

২৬. প্রতিটি মানুষ ও দেশ জীবনযাত্রার মান উন্নত করতে কী চায়?

ক. উন্নয়ন খ. অগ্রগতি

গ. চাহিদা পূরণ ঘ. শিক্ষা অর্জন

উত্তর : ক. উন্নয়ন

২৭. একটি দেশের উন্নয়ন কর্মকান্ড কীসের সাথে সমন্বয় করে পরিচালনা করা উচিত?

ক. চাহিদা খ. পরিবেশ

গ. প্রয়োজন ঘ. জনপ্রত্যাশা

উত্তর : খ. পরিবেশ

২৮. তোমার প্রতিবেশী টিনের বাড়ি পরিবর্তন করে ইটের দালান নির্মাণ করছে, এটি কী?

ক. সুষম উন্নয়ন খ. দরকারে সমন্বয় সাধন

গ. সার্বিক উন্নয়ন ঘ. উপযোগিতা বৃদ্ধিকরণ

উত্তর : ঘ. উপযোগিতা বৃদ্ধিকরণ

২৯. বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে ভূমি কী প্রকৃতির?

ক. ক্রমশ উঁচু খ. ক্রমশ ঢালু

গ. সমতল ঘ. উঁচু-নিচু

উত্তর : খ. ক্রমশ ঢালু

৩০. আমাদের পূর্ব-পশ্চিমগামী স্থল যোগাযোগে অধিক সেতু নির্মাণ জরুরি কেন?

ক. উত্তর থেকে দক্ষিণ ক্রমশ ঢালু বলে

খ. পূর্ব-পশ্চিমগামী নদীর সংখ্যা বেশি বলে

গ. বিস্তীর্ণ সমভূমি বলে

ঘ. দক্ষিণে বঙ্গোপসাগরের অবস্থান বলে

উত্তর : ক. উত্তর থেকে দক্ষিণ ক্রমশ ঢালু বলে

৩১. শিল্প বর্জ্য কোন নদীকে দূষিত করে ফেলেছে?

ক. শীতলক্ষ্যা খ. ধলেশ্বরী

গ. বুড়িগঙ্গা ঘ. গড়াই

উত্তর : গ. বুড়িগঙ্গা

৩২. মানুষের প্রয়োজন মেটাতে চাহিদা অনুযায়ী কোনো কিছুর উপযোগিতা বৃদ্ধিকরণকে কী বলে?

ক. উন্নয়ন খ. ভারসাম্য

গ. সংরক্ষণ ঘ. কর্মকান্ড

উত্তর : ক. উন্নয়ন

৩৩. রাতের অন্ধকার দূর করতে এখন হ্যারিকেনের বদলে বৈদু্যতিক বাতি ব্যবহার হয়। সময়ের সাথে এই পরিবর্তনকে কী বলা হয়?

ক. উপযোগিতা খ. উন্নয়ন

গ. প্রযুক্তি ঘ. বিজ্ঞান

উত্তর : খ. উন্নয়ন

৩৪. কৃষির অগ্রগতি প্রয়োজন কেন?

ক. সুষম খাদ্য পাওয়ার জন্য

খ.খাদ্য নিরাপত্তার জন্য

গ. অপুষ্টি থেকে রেহাই পাওয়ার জন্য

ঘ. ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার জন্য

উত্তর : খ.খাদ্য নিরাপত্তার জন্য

৩৫. কৃষিক্ষেত্রে বাড়তি ফসল উৎপাদনের জন্য কোনটির ব্যবহার বাড়ছে?

ক. চাষযোগ্য জমি খ. খনিজ সম্পদ আহরণ

গ. রাসায়নিক সার ঘ. শিল্প সম্প্রসারণ

উত্তর : গ. রাসায়নিক সার

৩৬. আমাদের দেশে দ্রম্নত শিল্প উন্নয়ন অপরিহার্য হয়ে পড়ছে কেন?

ক. কর্মসংস্থান সৃষ্টির জন্য

খ. ভোগ্যপণ্য ব্যবহারের জন্য

গ. আয় রোজগার বাড়ানোর জন্য

ঘ.সামাজিক অগ্রগতির জন্য

উত্তর : ঘ.সামাজিক অগ্রগতির জন্য

৩৭. কৃষি এবং শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করতে কোনটি ভূমিকা রাখে?

ক . যোগাযোগ খ. সেবা

গ. খনিজ সম্পদ ঘ. জ্বালানি

উত্তর : ক . যোগাযোগ

৩৮. খাওয়ার পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, বর্জ্যরে জন্য উন্নত ড্রেনেজ ইত্যাদি উন্নয়নের সমন্বিত রূপ কোনটি?

ক. শিল্পক্ষেত্রে উন্নয়ন খ. যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন

গ. বাসস্থানের ক্ষেত্রে উন্নয়ন ঘ. কৃষিক্ষেত্রে উন্নয়ন

উত্তর : গ. বাসস্থানের ক্ষেত্রে উন্নয়ন

৩৯. উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করা উচিত--

র. পরিবেশের ভারসাম্য নষ্ট না করে

রর. চাহিদার সঙ্গে উপযোগিতার সমন্বয় করে

ররর. সর্বোচ্চ সুবিধা পাওয়ার লক্ষ্যকে সামনে রেখে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

৪০. কৃষির উন্নয়নে আমরা করছি-

র. একই জমি বার বার ব্যবহার

রর. ভূনিম্নস্থ পানিসেচের ব্যবহার

ররর. সার ও কীটনাশকের ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

৪১. আমাদের দেশে শিল্পখাতে উন্নয়ন করা হয়--

র. উৎপাদন ও নির্মাণ খাতে

রর. কৃষিজ ও বনজ সম্পদ আহরণ খাতে

ররর. তথ্য ও প্রযুক্তিভিত্তিক খাতে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

৪২. যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন সাধিত হচ্ছে--

র. মহাসড়ক নির্মাণের মাধ্যমে

রর. ফেরিঘাট নির্মাণের মাধ্যমে

ররর. ফ্লাইওভার ব্রিজ নির্মাণের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে