দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
ত্রয়োদশ অধ্যায় ১. গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের কোন জেলা জলমগ্ন হবে? ক. নোয়াখালী খ. দিনাজপুর গ. রংপুর ঘ. বগুড়া উত্তর : ক. নোয়াখালী ২. পরিবেশের অবক্ষয় রোধের জন্য প্রয়োজন - র. সমন্বিত নীতি রর. সাংগঠনিক কাঠামোর উন্নয়ন ররর. পরিবেশসম্মত টেকসই পদ্ধতি প্রণয়ন ও বাস্তবায়ন নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও : সুমি শীতের ছুটিতে খুলনায় মামার বাসায় বেড়াতে যায়। একদিন মামার সঙ্গে সুন্দরবন দেখতে গেলে সে বিভিন্ন ধরনের জীবজন্তু ও বৃক্ষাদি দেখতে পায়। সে মামার কাছে জানতে পারে অতীতে এ বনে আরও বেশি জীবজন্তু ও গাছপালা ছিল। ৩. সুমির দেখা বনভূমিতে পাওয়া যায়- ক.কড়ই, গজারি খ. গরান, গোলপাতা গ. চাপালিশ, তেলসুর ঘ. শাল, সেগুন উত্তর : খ. গরান, গোলপাতা ৪. উক্ত বনভূমি ধ্বংস হলে- র. ভূগর্ভস্থ পানির লবণাক্ততা বাড়বে রর. উদ্ভিদ জন্মানোর পরিবেশ নষ্ট হবে ররর. জলোচ্ছ্বাসে ক্ষতির পরিমাণ হ্রাস পাবে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর ৫. কোনটি ক্লোরোফ্লোরোকার্বনের সংকেত? ক. ঋবঙ খ. ঈঙ২ গ. ঐ২ঈঙ৩ ঘ. ঈঋঈ উত্তর : ঘ. ঈঋঈ ৬. গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের কোন জেলাটি জলমগ্ন হবে? ক.সাতক্ষীরা খ. দিনাজপুর গ. রংপুর ঘ. চাঁদপুর উত্তর : ক. সাতক্ষীরা ৭. যে কোনো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? ক. সমাজ খ. সংস্কৃতি গ. ইতিহাস ঘ. উন্নয়ন উত্তর : ঘ. উন্নয়ন ৮. ঈঋঈ গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার পরোক্ষ ফল কোনটি? ক. বন্যা বেশি খ. বৃষ্টিপাত কম গ. খরা বেশি ঘ. জলোচ্ছ্বাস কম উত্তর : খ. বৃষ্টিপাত কম ৯. উন্নয়ন কিসের ওপর নির্ভর করে? ক. রাজনৈতিক স্থিতিশীলতা খ. সামাজিক মূল্যবোধ গ. প্রাকৃতিক ভারসা ঘ. অর্থনৈতিক কার্যাবলি উত্তর : ঘ. অর্থনৈতিক কার্যাবলি ১০. জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজন কোনটি? ক. সম্পদের ব্যবহার খ. চাহিদা পূরণ গ. পরিবেশের ভারসাম্য ঘ. অভ্যন্তরীণ উন্নয়ন উত্তর : ঘ. অভ্যন্তরীণ উন্নয়ন ১১. উন্নয়ন কী? ক. নতুন কিছু সৃষ্টি খ. অভাব পূরণ গ. জীবনযাত্রার মান বৃদ্ধি ঘ. উপযোগিতা বৃদ্ধি উত্তর : ঘ. উপযোগিতা বৃদ্ধি ১২. যোগাযোগের উন্নয়ন কোনটির উন্নয়নকে ত্বরান্বিত করে? ক. কৃষির খ. শিল্পের গ. বাসস্থানের ঘ. কৃষি ও শিল্পের উত্তর : ঘ. কৃষি ও শিল্পের ১৩. বাসস্থানের উন্নয়ন কী ধরনের উন্নয়ন? ক. সংগঠিত খ. অবকাঠামোগত গ. বিচ্ছিন্ন ঘ. ব্যক্তিগত উত্তর : খ. অবকাঠামোগত ১৪. কোনো এলাকার উন্নয়ন কার্যক্রম হাতে নেয়ার সময় লক্ষ রাখতে হয়- র. ভৌগোলিক অবস্থান রর. জলবায়ু ররর. পরিবেশ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : খ. র ও ররর ১৫. মাটি অধিক তাপমাত্রা গ্রহণের ফলে কী সমস্যা হচ্ছে? ক. মাটি উত্তপ্ত খ. বৃষ্টিপাত কম গ. গ্রিন হাউস প্রতিক্রিয়া ঘ. অনেক স্থান উদ্ভিদহীন উত্তর : ঘ. অনেক স্থান উদ্ভিদহীন ১৬. বাংলাদেশে কত জাতের স্তন্যপায়ী প্রাণী আছে? ক ১১৭ খ. ১১৮ গ. ১১৯ ঘ. ১২০ উত্তর : গ. ১১৯ ১৭. বাংলাদেশে কত জাতের পাখি আছে? ক. ৫০৫ খ. ৫৫০ গ. ৫৭৮ ঘ. ৫৯৬ উত্তর : গ. ৫৭৮ ১৮. বাংলাদেশে কত জাতের উভচর আছে? ক. ১৯ খ. ১১৯ গ. ১২৪ ঘ. ৪৭৮ উত্তর : ক. ১৯ ১৯. উনিশ শতকে কতটি প্রজাতির বন্যপ্রাণী বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে? ক. ১৮ খ. ১৯ গ. ২০ ঘ. ২১ উত্তর : খ. ১৯ ২০. পরিবেশ সংরক্ষণ করা যায়- র. পরিবেশের উপাদানের প্রতি যত্নশীল হয়ে রর. সতর্কতার সাথে ব্যবহার করে ররর. ক্ষয়ক্ষতি পূরণের মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক. র খ. র ও রর গ. র ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড় এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও : বাংলাদেশ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ। স্বাধীনতার পর থেকে দেশটি উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২১. দেশটির উন্নয়ন কীভাবে করা উচিত? ক . পরিবেশ সমন্বয় করে খ. কৃষিকাজ ব্যবহার করে গ. পরিবেশ পরিবর্তন করে ঘ. ঘরবাড়ি বৃদ্ধি করে উত্তর : ক . পরিবেশ সমন্বয় করে ২২. দেশটিকে উন্নত করতে হলে প্রয়োজন - র. কৃষিক্ষেত্রে উন্নয়ন রর. শিল্পক্ষেত্রে উন্নয়ন ররর. যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর পরবর্তী অংশ আগামী সংখ্যায়