দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
৮৭. রেলওয়ে ফেরি চালু রয়েছে-- র. তিস্তামুখঘাট ও বাহাদুরাবাদ ঘাটের মধ্যে রর. জামতৈল ও জয়দেবপুরের মধ্যে ররর. সিরাজগঞ্জ ও জগন্নাথগঞ্জের মধ্যে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :খ. র ও ররর ৮৮. বাংলাদেশে নদীপথ গড়ে ওঠার অনুকূল অবস্থা হলো- র. নিম্নভূমি রর. নদীবহুল অঞ্চল ররর. সমতল ভূমি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ক. র ও রর ৮৯. নৌযান চলাচলের ক্ষেত্রে সমস্যা - র. নদীর নাব্য হ্রাস রর. মৌসুমভিত্তিক চলাচল ররর. দক্ষ চালক ও নাবিকের অভাব নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও রর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ক. র ও রর ৯০. একটি স্থানে সমুদ্রবন্দর গড়ে ওঠার ভৌগোলিক কারণ- র. বেশ গভীর উপকূল রর. সুবিস্তৃত সমভূমি ররর. পোতাশ্রয় সুবিধা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ঘ. র, রর ও ররর ৯১. অভ্যন্তরীণ রুটে বিমান সার্ভিস চালু রয়েছে-- র. ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রর. যশোর ও রাজশাহী থেকে ঢাকা ররর. ঢাকা থেকে সৈয়দপুর ও বরিশাল নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর ৯২. আকাশপথের গুরুত্ব অপরিসীম-- র. শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে রর. আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ররর. পচনশীল দ্রব্য প্রেরণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর ৯৩. আকাশপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- - র. যুদ্ধবিগ্রহে রর. দুর্ভিক্ষে ররর. আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর নিচের সারণিটি পড়ে ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও : নিচের সারণিতে ২০১১ এবং ২০১২ সালের বাংলাদেশের তিন ধরনের যাতায়াত ব্যবস্থার তথ্য উলেস্নখ আছে। ৯৪. সারণির আলোকে কোন উক্তিটি সঠিক? ক. নদীপথ থেকে সড়কপথে তিন গুণ বেশি মানুষ চলাচল করে খ. ২০১১ এবং ২০১২ সালে কিছুসংখ্যক মিটারগেজ রেলপথ ব্রডগেজ রেলপথে রূপান্তরিত হয়েছে গ. ২০১১ এবং ২০১২ সালের মধ্যে নতুন সড়কপথ তৈরি করা হয়েছে ঘ. ২০১২ সালে বাংলাদেশে চলাচলযোগ্য নদীপথের দৈর্ঘ্য ছিল প্রায় ৯,৫০০ কিলোমিটার উত্তর : গ. ২০১১ এবং ২০১২ সালের মধ্যে নতুন সড়কপথ তৈরি করা হয়েছে ৯৫. উলিস্নখিত সারণির আলোকে বলা যায়- র. ২০১১ এবং ২০১২ সালে বাংলাদেশের প্রধান সড়কপথের দৈর্ঘ্য বেড়েছে রর. ২০১২ সালে মিটার গেজ রেলপথ থেকে ব্রডগেজ রেলপথের দৈর্ঘ্য বেশি ছিল ররর. প্রায় এক-তৃতীয়াংশ চলাচলযোগ্য নদীপথ বছরের শুষ্ক মৌসুমে চলাচলের অনুপযোগী থাকে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : খ. র ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৬ ও ৯৭নং প্রশ্নের উত্তর দাও : জামাল একজন কৃষক। উৎপাদিত পণ্য বরিশাল থেকে ঢাকায় পাইকারি বাজারে বিক্রি করেন। এতে তার পরিবহন খরচ কম হয়। ৯৬. জামাল কোন পথ ব্যবহার করে? ক. সড়ক খ. নৌ গ. রেল ঘ. আকাশ উত্তর : খ. নৌ ৯৭. উক্ত পরিবহন বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখে-- র. ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে রর. কৃষিপণ্য বণ্টন ব্যবস্থাপনায় ররর. কর্মসংস্থান সৃষ্টিতে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৮ ও ৯৯নং প্রশ্নের উত্তর দাও : রেবেকা প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনের সময় ইন্টারনেটে সুন্দরবনকে ভোট দেয়। তার দেশের এ বনটি বেশ পছন্দ। ৯৮. রেবেকার পছন্দের স্থানে কোন বন্দর গড়ে উঠেছে? ক. চট্টগ্রাম খ. মংলা গ. বরিশাল ঘ. ঝালকাঠি উত্তর : খ. মংলা ৯৯. উক্ত বন্দরটির ক্ষেত্রে প্রযোজ্য-- র. অধিকাংশ বাণিজ্য এর মাধ্যমে সম্পন্ন হয় রর. নদীপথ ও সড়কপথের সঙ্গে এটি সংযুক্ত ররর. পশুর নদীর তীরে এর অবস্থান নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : গ. রর ও ররর