জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন:কোন দেশটি ইউরোপ এবং এশিয়া উভয় দেশেই অবস্থিত? উত্তর: রাশিয়া। প্রশ্ন: নিউইয়র্ক সিটির বিখ্যাত রাস্তার নাম কি যেটি থিয়েটার এবং উজ্জ্বল আলোর জন্য পরিচিত? উত্তর: ব্রডওয়ে প্রশ্ন: সোনার রাসায়নিক প্রতীক কি? উত্তর: অঁ প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর: ব্রাজিল প্রশ্ন: টেলিফোন কে আবিষ্কার করেন? উত্তর: আলেকজান্ডার গ্রাহাম বেল। প্রশ্ন: কানাডার রাজধানী শহরের নাম কি? উত্তর:অটোয়া। প্রশ্ন: বিশ্বের বৃহত্তম সরীসৃপের নাম কী? উত্তর: লবণাক্ত পানির কুমির। প্রশ্ন: আফ্রিকার সবচেয়ে বেশি রাবার উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর: আইভরি কোস্ট। প্রশ্ন: ইথিওপিয়ার রাজধানী শহরের নাম কি? উত্তর: আদ্দিস আবাবা। প্রশ্ন: বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের নাম কী? উত্তর: বুর্জ খলিফা। প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর: চীন। প্রশ্ন: বিশ্বের বৃহত্তম ফুলের নাম কি? উত্তর:র্ যাফলেসিয়া। প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি জলপাই উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর: স্পেন। প্রশ্ন: বিশ্বের বৃহত্তম শিকারি মাছের নাম কি? উত্তর: দুর্দান্ত সাদা হাঙর। প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি আনারস উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর: কোস্টারিকা। প্রশ্ন: চিলির রাজধানী শহরের নাম কি? উত্তর: সান্তিয়াগো। প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি হীরা উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর: রাশিয়া। প্রশ্ন: বিশ্বের বৃহত্তম জলপ্রপাতের নাম কী? উত্তর: ভিক্টোরিয়া জলপ্রপাত।