দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
দ্বাদশ অধ্যায় ৪৭. কোন ধরনের ভূমি রেলপথ গড়ে তোলার জন্য সুবিধাজনক? ক. বন্ধুর খ. পাহাড়ি গ. সমতল ঘ. জলা উত্তর :গ. সমতল ৪৮. নদীমাতৃক বাংলাদেশে রেলপথ গড়ে তোলার অসুবিধা কী? ক. নৌপথের প্রতি অধিক নির্ভরতা খ. রেলপথ নির্মাণ বেশ ব্যয়বহুল গ. বন্যার প্রবণতা বেশি ঘ. অধিক সেতু নির্মাণ উত্তর :ঘ. অধিক সেতু নির্মাণ ৪৯. বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রেলপথ কম কেন? ক. মৃত্তিকার বুনন যথেষ্ট মজবুত নয় বলে খ. নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চল বলে গ. সমুদ্রের অনেক নিকটে অবস্থিত বলে ঘ. বসতির বিন্যাস কম বলে উত্তর :খ. নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চল বলে ৫০. ব্রডগেজ রেলপথের বিস্তৃতি কত মিটার? ক. ১ খ. ১.৪১ গ. ১.৫৮ ঘ. ১.৬৮ উত্তর :ঘ. ১.৬৮ ৫১. কোনটি রেলওয়ে ফেরি সার্ভিস? ক. যশোর-বেনাপোল খ. শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ গ. পাটুরিয়া-দৌলতদিয়া ঘ. সিরাজগঞ্জ-জগন্নাথগঞ্জ উত্তর :ঘ. সিরাজগঞ্জ-জগন্নাথগঞ্জ ৫২. বর্তমানে বাংলাদেশে কয়টি রেলওয়ে ফেরি চালু রয়েছে? ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ উত্তর :খ. ২ ৫৩. দেশের বৃহত্তম রেলস্টেশন কোনটি? ক. চট্টগ্রাম খ. কমলাপুর গ.কাপ্তাই ঘ. আখাউড়া উত্তর :খ. কমলাপুর ৫৪. জলপথকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ উত্তর :খ. ২ ৫৫. বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নদীপথ বেশি ব্যবহৃত হয় কেন? ক. সমতল ভূমি বলে খ. রেলপথ নেই বলে গ. নদীবহুল বলে ঘ. সড়কপথ অপ্রতুল বলে উত্তর :গ. নদীবহুল বলে ৫৬. বাংলাদেশে কত কিলোমিটার দীর্ঘ অভ্যন্তরীণ নাব্য জলপথ আছে? ক. ৮,০০০ খ. ৮,২০০ গ. ৮,৪০০ ঘ. ৮,৬০০ উত্তর :গ. ৮,৪০০ ৫৭. বাংলাদেশে কত কিলোমিটার নৌপথ বর্ষাকালে নৌচলাচলের উপযোগী থাকে? ক. ২,৯০০ খ. ৩,৫০০ গ. ৫,৪০০ ঘ. ৮,৪০০ উত্তর :ঘ. ৮,৪০০ ৫৮. বাংলাদেশে কত কিলোমিটার নৌপথ সারাবছর নৌ-চলাচলের উপযুক্ত থাকে? ক. ৩,০০০ খ. ৫,৪০০ গ. ৮,৪০০ ঘ. ৯,২০০ উত্তর :খ. ৫,৪০০ ৫৯. দেশের কোন অঞ্চলের নদীগুলো নৌচলাচলের জন্য উপযোগী? ক. উত্তর ও পশ্চিমাঞ্চল খ. পূর্বাঞ্চল গ. দক্ষিণ ও পূর্বাঞ্চল ঘ. উত্তরাঞ্চল উত্তর :গ. দক্ষিণ ও পূর্বাঞ্চল ৬০. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০১৩ অনুযায়ী দেশে লঞ্চঘাটের সংখ্যা কত? ক. ১২১ খ. ২৫১ গ. ৩৭৬ ঘ. ৪০১ উত্তর :গ. ৩৭৬ ৬১. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০১৩ অনুযায়ী দেশে ফেরিঘাটের সংখ্যা কত? ক. ১৭ খ. ২৯ গ. ৩৪ ঘ. ৫১ উত্তর :গ. ৩৪ ৬২. ২০১২-২০১৩ অর্থবছরে অভ্যন্তরীণ নৌপরিবহণের আয় কত ছিল? ক ১৩১.৭৫ কোটি টাকা খ. ২০০.১৩ কোটি টাকা গ. ২১১.৯৮ কোটি টাকা ঘ ২২৫.৯৯ কোটি টাকা উত্তর : খ. ২০০.১৩ কোটি টাকা ৬২. বাংলাদেশের নদীবন্দরের সঙ্গে সম্পর্কযুক্ত স্থান- ক. শরীয়তপুর, আশুগঞ্জ, আখাউড়া, কুলাউড়া খ. নারায়ণগঞ্জ, আজমিরীগঞ্জ, আরিচা, চাঁদপুর গ. যশোর, ঝিনাইদহ, বাবুগঞ্জ, কাহালু ঘ. ঝিকরগাছা, রায়গঞ্জ, হাজিগঞ্জ, বোয়ালমারি উত্তর :ঘ. ঝিকরগাছা, রায়গঞ্জ, হাজিগঞ্জ, বোয়ালমারি ৬৩. নিচের কোন জেলাগুলো বিখ্যাত নদীবন্দর? ক মেহেরপুর, নড়াইল খ. টাঙ্গাইল, গাজীপুর গ কুমিলস্না, নেত্রকোনা ঘ. খুলনা, ঝালকাঠি উত্তর :ঘ. খুলনা, ঝালকাঠি ৬৪. কোনটি বিখ্যাত নদীবন্দর? ক. কুলাউড়া খ. গোদাগাড়ি গ.? মোহনগঞ্জ ঘ. হরিণাকুন্ড উত্তর :গ. মোহনগঞ্জ ৬৫. বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদী বন্দর কোনটি? ক. চাঁদপুর খ. ঈশ্বরদী গ মীরকাদিম ঘ. সিরাজগঞ্জ উত্তর :ক. চাঁদপুর ৬৬. অ ও ই স্থানের মধ্যে ব্যবসায়িক পণ্য পরিবহণের জন্য কোন ধরনের পথ ব্যবহার কম ব্যয়বহুল? ক. রেল খ. নৌ গ, সড়ক ঘ. বিমান উত্তর :খ. নৌ ৬৭. সমুদ্রবন্দরে পোতাশ্রয় থাকা প্রয়োজন কেন? ক. আধুনিক জেটি থাকার জন্য খ. জাহাজ মেরামতের জন্য গ. ঢেউ ও ঝড় থেকে জাহাজ রক্ষা পাওয়ার জন্য ঘ. কার্গো রাখার সুবিধার জন্য উত্তর : গ. ঢেউ ও ঝড় থেকে জাহাজ রক্ষা পাওয়ার জন্য ৬৮. কোনটি সমুদ্রবন্দর গড়ে ওঠার ক্ষেত্রে বাধাস্বরূপ? ক .সুবিস্তৃত সমভূমি খ. গভীর উপকূল গ. পোতাশ্রয় ঘ. বরফ ও কুয়াশা উত্তর :ঘ. বরফ ও কুয়াশা হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়