দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ
প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
দ্বাদশ অধ্যায়
২৫. বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক?
ক. নদীর কারণে সড়ক পথ নির্মাণ ব্যয়বহুল
খ. বাংলাদেশের প্রতিটি জেলায় রেলপথ আছে
গ. নদীপথে যাতায়াতকারী যাত্রীদের অর্ধেকই স্টিমারে চলাচল করে
ঘ. চট্টগ্রাম বাংলাদেশের একমাত্র বন্দর
উত্তর : ক. নদীর কারণে সড়ক পথ নির্মাণ ব্যয়বহুল
২৬. বাংলাদেশে সড়কপথগুলো গড়ে উঠেছে--
ক. পরিকল্পিতভাবে
খ. অপরিকল্পিতভাবে
গ. উত্তর থেকে দক্ষিণে
ঘ. দক্ষিণ থেকে উত্তরে
উত্তর :খ. অপরিকল্পিতভাবে
২৭. ২০১২ সালে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য কত কিলোমিটার ছিল?
ক. ৩,৪৭৮ খ. ৩,৪৯২
গ. ৩,৫৭০ ঘ. ৩,৬১২
উত্তর :গ. ৩,৫৭০
২৮. ২০১২ সালে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন বাংলাদেশের মোট সড়কপথের দৈর্ঘ্য কত কিলোমিটার ছিল?
ক. ২০,৯৪৮ খ. ২১,৪৬২
গ. ২১,৮২২ ঘ. ২২,৩০৪
উত্তর :খ. ২১,৪৬২
২৯. তুমি ঢাকা থেকে দিনাজপুর গেলে বাস ড্রাইভার কোন রুট অনুসরণ করে?
ক. ঢাকা ্র আরিচা নগরবাড়ি
খ. ঢাকা ্র দৌলতদিয়া
গ. ঢাকা ্র টাঙ্গাইল
ঘ. ঢাকা ্র কুমিলস্না
উত্তর : ক. ঢাকা ্র আরিচা নগরবাড়ি
৩০. তুমি যশোরের ছেলে ঢাকার একটি
স্কুলে পড়াশোনা কর। ঈদে বাড়ি যাওয়ার সময় ড্রাইভার কোন রুট অনুসরণ করবে?
ক. ঢাকা ্র আরিচা নগরবাড়ি
খ. ঢাকা ্র দৌলতদিয়া
গ. ঢাকা ্র টাঙ্গাইল ঘ. ঢাকা ্র কুমিলস্না
উত্তর : খ. ঢাকা ্র দৌলতদিয়া
৩১. সড়কপথে ঢাকা ্র টাঙ্গাইল রুটে গেলে নিচের কোন জেলায় যাওয়া যাবে?
ক. বগুড়া খ. কুষ্টিয়া
গ. নেত্রকোনা ঘ. টেকনাফ
উত্তর :গ. নেত্রকোনা
৩২. ঢাকা থেকে উত্তরবঙ্গে যেতে তুমি কোন সেতু ব্যবহার করবে?
ক. আরিচা খ. হার্ডিঞ্জ
গ. বঙ্গবন্ধু ঘ. মাওয়া
উত্তর :গ. বঙ্গবন্ধু
৩৩. যমুনা নদীর উপর নির্মিত কোন সেতু বর্তমানে সড়কপথ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে?
ক. বঙ্গবন্ধু খ. যমুনা
গ. উত্তরবঙ্গ ঘ. চীন মৈত্রী
উত্তর :ক. বঙ্গবন্ধু
৩৪. ভারী দ্রব্য পরিবহণে কোন পরিবহণ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে?
ক. সড়কপথ খ. রেলপথ
গ. নদীপথ ঘ. আকাশপথ
উত্তর :খ. রেলপথ
৩৫. বাংলাদেশে কত ধরনের রেলপথ আছে?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
উত্তর :গ. ৩
৩৬. কোন নদীর পূর্বাংশে মিটারগেজ এবং পশ্চিমাংশে ব্রডগেজ রেলপথ চালু আছে?
ক. পদ্মা খ. মেঘনা
গ. যমুনা ঘ. ব্রহ্মপুত্র
উত্তর :গ. যমুনা
৩৭. বাংলাদেশে ব্রডগেজ রেলপথের দৈর্ঘ্য কত?
ক. ৬৪৫ কিলোমিটার খ. ৬৫৯ কিলোমিটার
গ. ৬৭৫ কিলোমিটার ঘ. ৭২১ কিলোমিটার
উত্তর :খ. ৬৫৯ কিলোমিটার
৩৮. কোন বিভাগে ব্রডগেজ রেলপথ নেই?
ক. রংপুর খ. রাজশাহী
গ. চট্টগ্রাম ঘ. খুলনা
উত্তর :গ. চট্টগ্রাম
৩৯. খুলনা-রাজশাহী বিভাগের রেলপথের ধরন কেমন?
ক. ব্রডগেজ খ. মিটারগেজ
গ. ডুয়েলগেজ ঘ. ন্যারোগেজ
উত্তর :ক. ব্রডগেজ
৪০. কোনটি ব্রডগেজ রেলপথ?
ক. ঈশ্বরদী-সিরাজগঞ্জ খ. শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ
গ. গৌরীপুর-মোহনগঞ্জ ঘ. কুমিলস্না-চাঁদপুর
উত্তর : ক. ঈশ্বরদী-সিরাজগঞ্জ
৪১. ডুয়েলগেজ রেলপথের বিস্তৃতি-
ক. ঢাকা থেকে গাজীপুর
খ. সিরাজগঞ্জ থেকে নাটোর
গ. পাহাড়তলি থেকে চট্টগ্রাম
ঘ. জামতৈল থেকে জয়দেবপুর
উত্তর :ঘ. জামতৈল থেকে জয়দেবপুর
৪২. বাংলাদেশে ডুয়েলগেজ রেলপথের দৈর্ঘ্য কত?
ক. ৩১০ কিলোমিটার খ. ৩৪০ কিলোমিটার
গ. ৩৫০ কিলোমিটার ঘ. ৩৭৫ কিলোমিটার
উত্তর : ঘ. ৩৭৫ কিলোমিটার
৪৩. বাংলাদেশে মিটারগেজ রেলপথের দৈর্ঘ্য কত?
ক. ১,৬৫৪ কিলোমিটার
খ. ১,৭৮৯ কিলোমিটার
গ. ১,৮৪৩ কিলোমিটার
ঘ. ১৯০০ কিলোমিটার
উত্তর :গ. ১,৮৪৩ কিলোমিটার
৪৪. বাংলাদেশে মিটারগেজ রেলপথ কোন কোন বিভাগে অবস্থিত?
ক. ঢাকা, চট্টগ্রাম ও সিলেট
খ. ঢাকা, রাজশাহী ও খুলনা
গ. বরিশাল, খুলনা ও চট্টগ্রাম
ঘ. ঢাকা, সিলেট ও বরিশাল
উত্তর :ক. ঢাকা, চট্টগ্রাম ও সিলেট
৪৫. নিচের কোন বিভাগে মিটারগেজ রেলপথ নেই?
ক. ঢাকা খ. চট্টগ্রাম
গ. খুলনা ঘ. সিলেট
উত্তর :গ. খুলনা
৪৬. কোন নদী দ্বারা বাংলাদেশের রেলপথ দুইভাগে বিভক্ত?
ক. পদ্মা খ. মেঘনা
গ. যমুনা ঘ. ব্রহ্মপুত্র
উত্তর :গ. যমুনা
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়