দ্বাদশ অধ্যায়
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রাইয়ান একজন কম্পিউটার ব্যবসায়ী। মুম্বাই থেকে প্রতি বছর তিনি কম্পিউটার আমদানি করেন।
৩. জনাব রাইয়ান কোন পথে কম্পিউটার আমদানি করেন?
ক. সড়কপথ খ. রেলপথ
গ. আকাশপথ ঘ. সমুদ্রপথ
উত্তর : ঘ. সমুদ্রপথ
৪. উক্ত পথে পণ্যটি আনার সুবিধা-
র. সময়ের সাশ্রয়
রর. পরিবহন খরচ কম
ররর. যন্ত্রাংশের ক্ষতির সম্ভাবনা কম
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: গ. রর ও ররর
৫. বাংলাদেশের কোন জেলায় রেলপথ নেই?
ক. টাঙ্গাইল খ. হবিগঞ্জ
গ. কুমিলস্না ঘ. বরিশাল
উত্তর : ঘ. বরিশাল
৬. কোন ধরনের দ্রব্য পরিবহণের জন্য আকাশপথ ভালো?
ক. শিল্পজাত খ. খাদ্যশস্য
গ. পচনশীল ঘ. কাঁচামাল
উত্তর : গ. পচনশীল
৭. মংলা এবং চট্টগ্রামে সড়কপথ গড়ে উঠেছে কেন?
ক. সমতলভূমি খ. জোয়ার-ভাটা
গ. অনুকূল জলবায়ু ঘ. সমুদ্র বন্দর
উত্তর : ঘ. সমুদ্র বন্দর
৮. চট্টগ্রাম অঞ্চলের রেলপথ স্বল্পতার কারণ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়?
ক. উঁচুনিচু ভূমি খ. অধিক বৃষ্টিপাত
গ. অধিক তাপমাত্রা ঘ. মৌসুমি বায়ুর প্রভাব
উত্তর : ক. উঁচুনিচু ভূমি
৯. বাংলাদেশে মোট কতটি রেলস্টেশন আছে?
ক. ৪০৫ খ. ৪৪৩
গ. ৪৫৬ ঘ. ৪৮৯
উত্তর : খ. ৪৪৩
১০. নিচের কোন জেলায় রেলপথ নেই?
ক. রাজশাহী খ. যশোর
গ . বরিশাল ঘ. মৌলভীবাজার
উত্তর : গ. বরিশাল
১১. বাংলাদেশের সমুদ্রবন্দর কয়টি?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
উত্তর : ক. দুই
১২. মুম্বাই থেকে রাইয়ান কোন পথে কম্পিউটার আমদানি করেন?
ক. সমুদ্রপথ খ. সড়কপথ
গ. আকাশপথ ঘ. রেলপথ
উত্তর : ক. সমুদ্রপথ
১৩. বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে কোন দেশে?
ক. যুক্তরাজ্য খ. জার্মানি
গ. ইতালি ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর : ঘ যুক্তরাষ্ট্র
১৪. বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যসমূহ--
র. হিমায়িত খাদ্য ও কৃষিজাত পণ্য
রর. তৈরি পোশাক, নিটওয়্যার ও রাসায়নিক দ্রব্যাদি
ররর. হোম টেক্সটাইল, হস্তশিল্প ও সিরামিক সামগ্রী
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ঘ. র, রর ও ররর
১৫. যোগাযোগ ব্যবস্থা কীসের মাধ্যমে অর্থনীতিতে কার্যকরী অবদান রাখে?
ক. যাত্রী-পণ্য পরিবহন করে
খ. লেনদেন সুসম্পন্ন করে
গ. মালামাল পরিবহণ করে
ঘ. চলাচল আরামপ্রদ করে
উত্তর : ক. যাত্রী-পণ্য পরিবহন করে
১৬. যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
র. উৎপাদনের উপকরণসমূহের গতিশীলতা বৃদ্ধিতে
রর. দ্রব্যমূল্যের স্থিতিশীলতা আনয়ণে
ররর. লোকজনের নিয়মিত চলাচলে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
উত্তর : ঘ. র, রর ও ররর
১৭. বাণিজ্য অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ যা-
র. কৃষির ভারসাম্য আনে
রর. জীবনমানে ভারসাম্য আনে
ররর. শিল্পের ভারসাম্য আনে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : খ. র ও ররর
১৮. বাংলাদেশে কত প্রকার পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
উত্তর : খ. তিন
১৯. সড়ক পথ নির্মাণের ক্ষেত্রে কোন ধরনের স্থানকে প্রাধান্য দেওয়া হয়?
ক. সমতলভূমি খ. পাহাড়ি ভূমি
গ. বন্ধুরভূমি ঘ. ঢালভূমি
উত্তর : ক. সমতলভূমি
২০. ঢাকা ও খুলনা অঞ্চলে সড়কপথ গড়ে ওঠার পেছনে কোন অনুকূল অবস্থার প্রভাব বেশি?
ক. সমতলভূমি খ. নদীবন্দর
গ. জনসংখ্যাধিক্য ঘ. শিল্পাঞ্চল
উত্তর : ক. সমতলভূমি
২১. কোথায় সড়কপথ গড়ে তোলা সহজ?
ক. নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চলে
খ. ঢালযুক্ত স্থানে
গ. স্থায়ী ও শক্ত মৃত্তিকা অঞ্চলে
ঘ. উঁচুনিচু ও বন্ধুর অঞ্চলে
উত্তর : গ. স্থায়ী ও শক্ত মৃত্তিকা অঞ্চলে
২২. বাংলাদেশের কোন অঞ্চলে সড়কপথের ঘনত্ব কম?
ক. উত্তর-পশ্চিমাঞ্চল খ. মধ্যাঞ্চল
গ. দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘ. পশ্চিমাঞ্চলে
উত্তর : গ. দক্ষিণ-পূর্বাঞ্চলে
২৩. সিলেটের হাওর অঞ্চল ও দক্ষিণাঞ্চলে সড়কপথ কম কেন?
ক.নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চল বলে
খ. মৃত্তিকার বুনন অনেক নরম বলে
গ. বৃষ্টিবহুল অঞ্চল বলে
ঘ. ভূমির ঢাল বেশি বলে
উত্তর : ক. নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চল বলে
২৪. কী কারণে আমাদের সড়ক পথগুলো বহু জায়গায় বিচ্ছিন্ন?
ক. রেলপথের খ. নদনদীর
গ. বনভূমির ঘ. সমতল ভূমির
উত্তর :খ. নদনদীর
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়