জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
মুত্তিয়া মুরালিধরন
প্রশ্ন :বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রান- উত্তর : বারমুডার বিপক্ষে ভারতের ৪১৩ রান। প্রশ্ন :বিশ্বকাপের ইতিহাসে ১ ইনিংসে সর্বোচ্চ ৬ ু উত্তর :ইমরান নাজির (৮টি ৬ মারেন নবম বিশ্বকাপ ফাইনালে)। প্রশ্ন :অষ্টম বিশ্বকাপ ক্রিকেটে একমাত্র খেলোয়াড় ও কোচ- উত্তর :নামিবিয়ার কোচ লেনি লুই। প্রশ্ন :অষ্টম বিশ্বকাপে কোন খেলোয়াড় দুটি ভিন্ন রেকর্ড করেন- উত্তর :নামিবিয়ার বোলার রুডি ফনফুরেন। তিনি নামিবিয়ার হয়ে বিশ্বকাপ ক্রিকেট ও নামিবিয়ার হয়ে রাগবি ওয়ার্ল্ড কাপে অংশ নিয়ে এক অসাধারণ রেকর্ড করেন। প্রশ্ন :প্রথম রঙিন পোশাকে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়- উত্তর :১৯৯২ সালে। প্রশ্ন :বিশ্বকাপে সর্বপ্রথম বলটি করেন- উত্তর :ভারতের মদন লাল (লর্ডসে) ১৯৭৫ সালে। প্রশ্ন :বিশ্বকাপে প্রথম বলটি খেলেন- উত্তর : ইংল্যান্ডের জনজেমসন (লর্ডসে) ১৯৭৫ সালে। প্রশ্ন : বিশ্বকাপে প্রথম খেলায় অংশগ্রহণ করে- উত্তর :ভারত বনাম ইংল্যান্ড ১৯৭৫ সালে। প্রশ্ন :বিশ্বকাপ ক্রিকেটে প্রথম জয়ী দল- উত্তর :ইংল্যান্ড। প্রশ্ন :প্রথম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়- উত্তর :ওয়েস্ট ইন্ডিজ। প্রশ্ন :বিশ্বকাপে প্রথম শতরান করেন- উত্তর :ইংল্যান্ডের ডেনিস অ্যামিস (লর্ডসে) ১৯৭৫ সালে ভারতের বিপক্ষে- উদ্বোধনী ম্যাচ (১৩৭ রান)। প্রশ্ন :বিশ্বকাপ ক্রিকেটে বেশি বয়সে অভিষেক হওয়া খেলোয়াড়- উত্তর :ইংল্যান্ডের জন প্রিঙ্গল। প্রশ্ন :ওয়ানডে ক্রিকেটে সর্বপ্রথম হ্যাটট্রিক করেন- উত্তর :জালালউদ্দিন (পাকিস্তান)। প্রশ্ন :টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি- উত্তর : মুত্তিয়া মুরালিধরন (৮০০ উইকেট)। প্রশ্ন :আই. সি. সি-র পূর্ণ সদস্য- উত্তর :১০টি।