দশম অধ্যায়
৭৬. বনজ সম্পদ কৃষি উন্নয়নে ভূমিকা রাখে-
র. বন্যা ও পস্নাবনের হাত থেকে ভূমিকে রক্ষা করে
রর. কৃষিকাজের প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে
ররর. জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : গ) র ও ররর
৭৭. পাট চাষ ভালো হয় কোন অঞ্চলে?
ক) উষ্ণ খ) শীতল
গ) কম বৃষ্টিপ্রবণ অঞ্চল ঘ) নাতিশীতোষ্ণ
সঠিক উত্তর : ক) উষ্ণ
৭৮. মৌলভীবাজার জেলার বরমচাল তেলক্ষেত্র থেকে দৈনিক কত ব্যারেল তেল উত্তোলিত হয়?
ক) ৬০০ খ) ১,২০০
গ) ৮০০ ঘ) ১,৬০০
সঠিক উত্তর : খ) ১,২০০
৭৯.ক্রান্তীয় পাতাঝরা বনভূমির কত ভাগে ভাগ করা যায়?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
সঠিক উত্তর : ক) দুই
৮০. দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির বিষয়ে তুমি চিন্তাশীল ও যত্নবান। তোমার চিন্তা কীভাবে দূরীভূত হতে পারে?
ক) কৃষির মাধ্যমে
খ) ব্যবসায়ের মাধ্যমে
গ) শিল্পায়নের মাধ্যমে
ঘ) রপ্তানির মাধ্যমে
সঠিক উত্তর : গ) শিল্পায়নের মাধ্যমে
৮১.স্রোতজ বা লবণাক্ত পানির বনভূমির বৃক্ষের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে-
র. গাছগুলোর শ্বাসমূল জোয়ারে সময় পানির ওপর জেগে থাকে
রর. বীজের অঙ্কুরোদগম ফল? গাছে থাকতেই হয়
ররর. গাছগুলো খুবই দীর্ঘ ও মোটা হয়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : ক) র ও রর
৮২. প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়-
র. গৃহস্থালির জ্বালানি কাজে
রর. বিদু্যৎ উৎপাদনে
ররর. বৈদুতিক পাখা চালাতে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : ক) র ও রর
৮৩. কৃষিখাত আমাদের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে-
র. হিমায়িত খাদ্য রর. কাঁচাপাট ররর. চা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর
৮৪. চা চাষে কত সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন?
ক) ১০০ খ) ১৫০
গ) ২০০ ঘ) ২৫০
সঠিক উত্তর : ঘ) ২৫০
৮৫. বরেন্দ্র অঞ্চলের বনভূমিতে কোন বৃক্ষের প্রাধান্য দেখা যায়?
ক) গেওয়া খ) গরান
গ) জারুল ঘ) শাল
সঠিক উত্তর : ঘ) শাল
৮৬. দেশের কোথায় গম চাষ ভালো হয়?
ক) উত্তরাঞ্চলে খ) পশ্চিমাঞ্চলে
গ) পূর্বাঞ্চলে ঘ) দক্ষিণাঞ্চলে
সঠিক উত্তর : ক) উত্তরাঞ্চলে
৮৭. সুন্দরবন অবস্থিত-
র. খুলনা রর. বাগেরহাট ররর. সাতক্ষীরা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর
৮৮. বৈশাখ মাসে প্রতিবছর প্রায়ই কালবৈশাখী ঝড় হয়ে থাকে। কৃষিক্ষেত্রে কোন ফসলটির জন্য কালবৈশাখীর বৃষ্টিপাত খুবই গুরুত্বপূর্ণ?
ক) ধান ও পাট খ) গম ও যব
গ) গম ও ইক্ষু ঘ) ভুট্টো ও পাট
সঠিক উত্তর : ক) ধান ও পাট
নিচের অনুচ্ছেদটি পড় এবং দুইটি প্রশ্নের উত্তর দাও:
আবুল মিয়া তার জমিতে ইক্ষু চাষ করেন। তার জমিতে ইক্ষু খুব ভালো হয়।
৮৯. আবুল মিয়া কীভাবে দেশের শিল্পক্ষেত্রে অবদান রাখেন?
ক) কাঁচামাল সরবরাহ করে
খ) যন্ত্রপাতি সরবরাহ করে
গ) শ্রমশক্তি সরবরাহ করে
ঘ) মূলধন সরবরাহ করে
সঠিক উত্তর : ক) কাঁচামাল সরবরাহ করে
৯০.আবুল মিয়ার জমির ধরন হতে পারে-
র. বেলে দোআঁশ
রর. কর্দমময় দোআঁশ
ররর. পলি দোআঁশ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : ক) র ও রর
দ্বাদশ অধ্যায়
১. কোন জেলায় রেলপথ নেই?
ক. টাঙ্গাইল খ. মাদারিপুর
গ. হবিগঞ্জ ঘ. ভৈরববাজার
উত্তর : খ. মাদারিপুর
২. বৈদেশিক বাণিজ্যে রপ্তানি বৃদ্ধি করতে হলে-
র. উৎপন্ন দ্রব্যের খরচ কমাতে হবে
রর. উৎপন্ন দ্রব্যের শুল্ক বৃদ্ধি করতে হবে
ররর. দ্রব্যসামগ্রীর মানের উন্নয়ন ঘটাতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : খ. র ও ররর
\হপরবর্তী অংশ আগামী সংখ্যায়