সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
শোয়েব আখতার
প্রশ্ন : এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহ- উত্তর : গেস্নন ম্যাকগ্রা (২৬টি নবম বিশ্বকাপে)। প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ- উত্তর : শচীন টেন্ডুলকার (৬ বার)। প্রশ্ন : বিশ্বকাপ তথা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইনিংসের প্রথম তিন বলে হ্যাটট্রিক করার রেকর্ড- উত্তর : চামিন্দা ভাস (বাংলাদেশের বিপক্ষে)। প্রশ্ন : অষ্টম বিশ্বকাপে ১ ওভারে ৪ উইকেট লাভ করেন- উত্তর : চামিন্দা ভাস (বাংলাদেশের বিপক্ষে)। প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেটে এ পর্যন্ত হ্যাটট্রিক হয়- উত্তর : ৫টি। প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেটে হ্যাট্রিক - \হউত্তর : প্রথম হ্যাটট্রিক -ভারতের চেতন শর্মা ১৯৮৭ সালে,দ্বিতীয় হ্যাটট্রিক- সাকলাইন মুশতাক ১৯৯৯, তৃতীয় হ্যাটট্রিক- চামিন্দা ভাস ২০০৩, চতুর্থ হ্যাটট্রিক- ব্রেট লি ২০০৩, পঞ্চম হ্যাটট্রিক- লাথিস মালিঙ্গা ২০০৭)। প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে দ্রম্নততম বল করেন- উত্তর : শোয়েব আখতার (১০০.২৪ মাইল বা ১৬১.৩ কিলোমিটার/ঘণ্টা)। প্রশ্ন : বিশ্বকাপ তথা ওয়ানডে ক্রিকেটে সংক্ষিপ্ততম ম্যাচ- উত্তর : কানাডা-শ্রীলংকার ম্যাচ (২৩.২ ওভার) কানাডা ১৮.৪ ওভার ও শ্রীলংকা ৪.৪ ওভার। প্রশ্ন : বিশ্বকাপ তথা ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বনিম্ন স্কোর- উত্তর : শ্রীলংকার বিপক্ষে কানাডা ৩৬ রান (২০০৩)। প্রশ্ন : বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রান- উত্তর : দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন অপরাজিত ১৮৮ রান (সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে)। প্রশ্ন : ওয়ানডে ক্রিকেটে প্রথম ৫০০ উইকেট সংগ্রহকারী বোলার- উত্তর : ওয়াসিম আকরাম (পাকিস্তান)। প্রশ্ন : একদিনের ক্রিকেটের ইতিহাসে কোন দলের ১১নং ব্যাটসম্যানের রেকর্ড- উত্তর : শোয়েব আখতার (৪৩ রান ইংল্যান্ডের বিরুদ্ধে)।