দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ
প্রকাশ | ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
দশম অধ্যায়
৬০. কোনটির উৎপাদন কুমিলস্নায় ভালো হয়?
ক) আউশ খ) আমন
গ) বারো ঘ) ইরি
সঠিক উত্তর : গ) বোরো
৬১. বাংলাদেশের গ্যাসক্ষেত্র হচ্ছে-
র. কামতা রর. সেমুতাং ররর. কৈলাসটিয়া
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর
৬২.একটি দেশের উন্নয়নের জন্য কৃষি ব্যবস্থা হবে-
র. লাভজনক রর. টেকসই ররর. পরিবেশ বান্ধব
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর
৬৩. মধুপুর ও ভাওয়ালের গড়ে ক্রান্তীয় গাছের বনভূমি গড়ে ওঠার কারণ-
র. হলুদ-লাল রঙের লৌহ মৃত্তিকার আধিক্য
রর. পরিমিত তাপমাত্রা ও বৃষ্টিপাত
ররর. বিরল জনবসতি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : ক) র ও রর
৬৪. দেশের উন্নয়নে কৃষিব্যবস্থাকে করতে হবে-
র. লাভজনক রর. টেকসই ররর. পরিবেশবান্ধব
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর
৬৫.আমাদের দেশের কৃষিখাতও রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে অন্যতম অবদান-
র. ধান ও গমের
রর. হিমায়িত খাদ্যের
ররর. কাঁচা পাটের
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : খ) রর ও ররর
৬৬. বাংলাদেশের কোন অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ ও পাতাঝরা বনভূমি দেখা যায়?
ক) খাগড়াছড়ি-রাঙামাটি-খুলনা
খ) সাতক্ষীরা-বাগেরহাট-বরগুনা
গ) ময়মনসিংহ-টাঙ্গাইল-গাজীপুর
ঘ) খাগড়াছড়ি-রাঙামাটি-বান্দরবান
সঠিক উত্তর : ঘ) খাগড়াছড়ি-রাঙামাটি-বান্দরবান
৬৭.ভুট্টো কীরূপ কৃষিজ ফসল?
ক) খাদ্যশস্য খ) অর্থকরী
গ) কার্যকরী ঘ) মিতব্যয়ী
সঠিক উত্তর : ক) খাদ্যশস্য
৬৮. ইক্ষু চাষের জন্য কীরূপ ভূমি প্রয়োজন?
ক) নিম্নভূমি খ) নদী উপকূলবর্তী ভূমি
গ) সমতল ভূমি ঘ) ঢালু সমতল ভূমি
সঠিক উত্তর : গ) সমতল ভূমি
৬৯. ইক্ষু বাংলাদেশের গুরুত্বপূর্ণ ফসল-
র. রস পানের জন্য
রর. চিনি উৎপাদনে
ররর. গুড় উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : গ) র ও ররর
৭০.গম চাষের জন্য প্রয়োজন-
র. ১৬০-২২০ সেলিসিয়াস তাপমাত্রা
রর. তীব্র সূর্যালোক
ররর. ৫০-৭০ সেমি বৃষ্টিপাত
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : ক) র ও রর
৭১.বাংলাদেশের বনভূমির পরিমাণ কম। অথচ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনভূমির কোনো বিকল্প নেই। এক্ষেত্রে বৃক্ষের সংখ্যা বৃদ্ধির জন্য কার্যকর হবে-
র. সরকারিভাবে সংরক্ষিত বনভূমি
রর. সামাজিক বন্যায়ন সৃষ্টি
ররর. বেসরকারি সাহায্য সংস্থার উদ্যোগ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : ক) র ও রর
৭২. পর্ণমোচী বা পাতাঝরা বৃক্ষের বৈশিষ্ট্যগুলো হচ্ছে-
র. গাছের পাতাগুলো চিকন, তৈলাক্ত এবং পরিমাণে বেশি
রর. গাছের পাতা বড়, পরিমাণে কম এবং বছরের নির্দিষ্ট সময়ে একসাথে ঝরে পড়ে
ররর. গাছের পুরু, মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : খ) রর ও ররর
৭৩. কোন ফসলটি উৎপাদন করলে গুড় শিল্পের কাঁচামাল পাওয়া যাবে?
ক) ধান খ) পাট
গ) ইক্ষু ঘ) চা
সঠিক উত্তর : গ) ইক্ষু
৭৪.স্রোতজ বনভূমি বা সুন্দরবনের বৈশিষ্ট্য কোনটি?
ক) আয়তন ৭৪৬৪ বর্গকিলোমিটার
খ) সুন্দরী ও গরান এ বনভূমির প্রধান গাছ
গ) এ বনভূমির গাছগুলো স্থানীয়ভাবে গজারি নামে পরিচিত
ঘ) খাগড়াছড়ি, বান্দরবান, বরগুনা, বাগেরহাট নিয়ে এ এলাকা গঠিত
সঠিক উত্তর : খ)সুন্দরী ও গরান এ বনভূমিরে প্রধান গাছ
৭৫. বনভূমি ভূমিকা পালন করে-
র. অর্থনৈতিক উন্নয়নে
রর. প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায়
ররর. জনসংখ্যা নিয়ন্ত্রণে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : ক) র ও রর
পরবর্তী অংশ আগামী সংখ্যায়