একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র
প্রকাশ | ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
তাহারেই পড়ে মনে
প্রশ্ন : কবি সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : কবি সুফিয়া কামাল ১৯১১ সালে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন : সুফিয়া কামালের জন্মের সময় কাদেরকে গৃহবন্দি জীবন কাটাতে হতো?
উত্তর : সুফিয়া কামালের জন্মের সময় বাঙালি মুসলমান নারীদেরকে গৃহবন্দি জীবন কাটাতে হতো।
প্রশ্ন : সুফিয়া কামালের জন্মের সময় পরিবারে কোন ভাষার প্রবেশ একরকম বন্ধ ছিল?
উত্তর : সুফিয়া কামালের জন্মের সময় পরিবারে বাংলা ভাষার প্রবেশ একরকম বন্ধ ছিল।
প্রশ্ন : সুফিয়া কামালের স্বামীর নাম কী ছিল?
উত্তর : সুফিয়া কামালের স্বামীর নাম ছিল সৈয়দ নেহাল হোসেন।
প্রশ্ন : পারিবারিক নানা উত্থান-পতনের মধ্যে সুফিয়া কামাল কেমন শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন?
উত্তর : পারিবারিক নানা উত্থান-পতনের মধ্যে সুফিয়া কামাল স্বশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন।
প্রশ্ন : সাহিত্য সাধনায় সুফিয়া কামালের প্রধান উৎসাহদাতা কে ছিলেন?
উত্তর : সাহিত্য সাধনায় সুফিয়া কামালের প্রধান উৎসাহদাতা ছিলেন তাঁর স্বামী সৈয়দ নেহাল হোসেন।
প্রশ্ন : 'তাহারেই পড়ে মনে' কবিতাটি 'মাসিক মোহাম্মদী' পত্রিকার কততম সংখ্যায় প্রকাশিত হয়?
উত্তর : 'তাহারেই পড়ে মনে' কবিতাটি 'মাসিক মোহাম্মদী' পত্রিকার ষষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়।
প্রশ্ন : 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির মন কীসে আচ্ছন্ন হয়ে যায়?
উত্তর : 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির মন রিক্ততার হাহাকারে আচ্ছন্ন হয়ে যায়।
প্রশ্ন : কবিকে বসন্ত-বন্দনা রচনা করতে বলেছে কে?
উত্তর : কবি-ভক্তরা কবিকে বসন্ত-বন্দনা রচনা করতে বলেছে।
প্রশ্ন : 'অলখ' শব্দের অর্থ কী?
উত্তর : 'অলখ' শব্দের অর্থ- অলক্ষ বা দৃষ্টির অগোচর।
প্রশ্ন : 'উন্মনা' শব্দের অর্থ কী?
উত্তর : 'উন্মনা' শব্দের অর্থ- অন্যমনস্ক।
প্রশ্ন : যবদ্বীপের রাজধানীর নাম কী?
উত্তর : যবদ্বীপের রাজধানীর নাম বাটাভিয়া।
প্রশ্ন : কোন ঋতুর দিকে চেয়ে কবি রিক্ত ও বিষণ হয়ে আছেন?
উত্তর : শীত ঋতুর দিকে চেয়ে কবি রিক্ত ও বিষণ্ন হয়ে আছেন।
প্রশ্ন : 'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুলের উলেস্নখ আছে?
উত্তর : 'তাহারেই পড়ে মনে' কবিতায় মাধবী ফুলের উলেস্নখ আছে।
প্রশ্ন : 'আঁখি' শব্দের বুৎপত্তি নির্দেশ কর।
উত্তর : আঁখি < অক্ষি।
প্রশ্ন : 'সাজ' শব্দের বুৎপত্তি নির্দেশ কর।
উত্তর : সাজ < সজ্জা।
প্রশ্ন : সুফিয়া কামাল কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : সুফিয়া কামাল ১৯১১ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন : শীতের রিক্ততার সাথে কবি কিসের সাদৃশ্য খুঁজে পেয়েছেন?
উত্তর : শীতের রিক্ততার সাথে কবি নিজ জীবনের অনন্ত শূন্যতার সাদৃশ্য খুঁজে পেয়েছেন।
প্রশ্ন : 'তাহারেই পড়ে মনে' কবিতাটি কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?
উত্তর : 'তাহারেই পড়ে মনে' কবিতাটি ১৯৩৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
প্রশ্ন : সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : সুফিয়া কামাল বাংলাদেশের বরিশাল জেলার শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন : 'বরিয়া' শব্দের অর্থ কী?
উত্তর : বরিয়া শব্দের অর্থ বরণ করে।
প্রশ্ন : কবি সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন কবে মৃতু্যবরণ করেন?
উত্তর : কবির প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন মৃতু্যবরণ করেন ১৯৩১ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন : 'তাহারেই পড়ে মনে' কবিতার গঠনরীতির দিক থেকে প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : 'তাহারেই পড়ে মনে' কবিতায় গঠনরীতির প্রধান বৈশিষ্ট্য হল সংলাপ নির্ভরতা।
প্রশ্ন : 'সমীর' শব্দের অর্থ কী?
উত্তর : সমীর শব্দের অর্থ বাতাস।
প্রশ্ন: কবি সুফিয়া কামালের পিতার নাম কি?
উত্তর : কবি সুফিয়া কামালের পিতার নাম সৈয়দ আবদুল বারী।
প্রশ্ন : সুফিয়া কামালের পেশাগত জীবনের শুরু হয়েছিল কীভাবে?
উত্তর : শিক্ষকতা দিয়ে সুফিয়া কামালের পেশাগত জীবনের শুরু হয়েছিল।
প্রশ্ন : 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি কোন গান বাজার কথা জানতে চেয়েছেন?
উত্তর : 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি আগমনী গান বাজার কথা জানতে চেয়েছেন।
প্রশ্ন : 'তাহারেই পড়ে মনে' কবিতাটি 'মাসিক মোহাম্মদী' পত্রিকার কততম সংখ্যায় প্রকাশিত হয়?
উত্তর : 'তাহারেই পড়ে মনে' কবিতাটি 'মাসিক মোহাম্মদী' পত্রিকার ষষ্ঠতম সংখ্যায় প্রকাশিত হয়।
প্রশ্ন : কবি সুফিয়া কামালের কাব্য সাধনার প্রেরণা পুরুষ কে ছিলেন?
উত্তর : কবি সুফিয়া কামালের কাব্য সাধনার প্রেরণা পুরুষ ছিলেন কবির প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন।
প্রশ্ন : তাহারেই পড়ে মনে' কবিতায় কবির মন কিসে আচ্ছন্ন হয়ে যায়?
উত্তর : 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির মন রিক্ততার হাহাকারে আচ্ছন্ন হয়ে যায়।
প্রশ্ন : কবি সুফিয়া কামালের যখন জন্ম হয় তখন বাঙালি রমণীরা কীভাবে দিন কাটাত?
উত্তর : কবি সুফিয়া কামালের যখন জন্ম হয় তখন বাঙালি রমণীরা গৃহবন্দি অবস্থায় দিন কাটাত।
অনুধাবনমূলক প্রশ্নোত্তর
প্রশ্ন : 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির যে বিষাদঘন একাকিত্বের বিষয়টি ফুটে উঠেছে, তা ব্যাখ্যা কর।
উত্তর : কবি সুফিয়া কামাল রচিত 'তাহারেই পড়ে মনে' কবিতাটিতে মানবমনের বেদনামথিত শোকের চূড়ান্ত প্রকাশ ঘটেছে।
প্রিয়জন হারিয়ে একাকী জীবনযাপন করতে থাকা কবি এতটাই উদাসীন হয়ে পড়েন যে, প্রকৃতিতে শীত চলে গিয়ে বসন্তের আগমন ঘটলেও কবি টের পান না।
কবি-ভক্তরা তাঁকে বসন্ত বন্দনামূলক গান রচনা করতে অনুরোধ করলেও সাড়া দেন না কবি। কারণ কবির মনে যে বিষাদময় স্মৃতি বার বার ফিরে আসে, তা কিছুতেই ভুলতে পারেন না কবি। কবির এই বিষাদময়তা ও একাকিত্বের প্রভাব তাঁর কাব্য সৃষ্টিতেও পড়েছে।
পরবর্তী অংশ আগামী সংখ্যায়