প্রশ্ন: টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে দুটি করে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেছেন-
উত্তর : ওয়াসিম আকরাম (পাকিস্তান)।
প্রশ্ন : ওয়ানডে ক্রিকেটে দ্রম্নততম সেঞ্চুরি করেন-
উত্তর : পাকিস্তানের শহীদ আফ্রিদি (৩৭ বলে)।
প্রশ্ন : ওয়ান ডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক-
উত্তর : ভারতের শচীন টেন্ডুলকার- ২০০ রান।
প্রশ্ন : টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন-
উত্তর : ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ৪০০ রান (ইংল্যান্ডের বিপক্ষে)।
প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়-
উত্তর : ১৯৭৫ সাল থেকে।
প্রশ্ন : বাংলাদেশ ওয়ান ডে স্ট্যাটার্স লাভ করে-
উত্তর : ১৫ জুন, ১৯৯৭ সালে।
প্রশ্ন : বাংলাদেশ টেস্ট স্ট্যাটার্স লাভ করে-
উত্তর : ২৬ জুন ২০০০ সালে।
প্রশ্ন : বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে-
উত্তর : ভারতের বিপক্ষে (১০ নভেম্বর ২০০০)।
প্রশ্ন : বিশ্বের সবচেয়ে দ্রম্নতগতির বোলার হওয়ার গৌরবঅর্জন করেন-
উত্তর : শোয়েব আকতার (১০০.৪ মাইল নিউজিল্যান্ডের বিরুদ্ধে)।
প্রশ্ন : ওয়ান-ডে ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেন-
উত্তর : ভারতের শচীন টেন্ডুলকার।
প্রশ্ন : টেস্ট ক্রিকেট শুরু হয়-
উত্তর : ১৮৭৭ সালে।
প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেন-
উত্তর : ওয়াসিম আকরাম (৩৮টি ম্যাচ)।
প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পান-
উত্তর : ওয়াসিম আকরাম (৭১টি)।
প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেন-
উত্তর : শচীন টেন্ডুলকার ১৭৩২ রান (৩৩টি ম্যাচে)।
প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি বার খেলার রেকর্ড-
উত্তর : জাভেদ মিয়াদাদ (৬টি বিশ্বকাপ)।
প্রশ্ন : এক বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রহ-
উত্তর : শচীন টেন্ডুলকার (৬৭৩ রান অষ্টম বিশ্বকাপে)।