দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ
প্রকাশ | ৩১ আগস্ট ২০২৪, ০০:০০
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
একাদশ অধ্যায়
৪২. বাংলাদেশের গ্যাসক্ষেত্রে থেকে কত সালে সর্বপ্রথম খনিজ তেল পাওয়া যায়?
ক) ১৯৮৮ খ) ১৯৮৬
গ) ১৯৯০ ঘ) ১৯৮১
সঠিক উত্তর :খ) ১৯৮৬
৪৩. স্রোতজ বনভূমির প্রধান গাছ কোনটি?
ক) শাল খ) সেগুন
গ) সুন্দরী ঘ) গামারি
সঠিক উত্তর :গ) সুন্দরী
৪৪.ধান চাষে উপযোগী তাপমাত্রা কত ডিগ্রি সেলিসিয়াস?
ক) ১০০ সেলসিয়াস থেকে ৩০০
খ) ১৫০ সেলসিয়াস থেকে ৩৫০
গ) ১৬০ সেলসিয়াস থেকে ৩০০
ঘ) ১০০ সেলসিয়াস থেকে ৩৫০
সঠিক উত্তর : গ) ১৬০ সেলসিয়াস থেকে ৩০০
৪৫. বাংলাদেশের কোন গ্যাসক্ষেত্রে থেকে খনিজ তেল পাওয়া যায়?
ক) ছাতক খ) রশিদপুর
গ) হরিপুর ঘ) বাখরাবাদ
সঠিক উত্তর :গ) হরিপুর
৪৬. অপরিশোধিত তেল কোথায় পরিশোধিত করা হয়?
ক) ঢাকায় খ) চট্টগ্রামে
গ) সিলেটে ঘ) খুলনায়
সঠিক উত্তর :খ) চট্টগ্রামে
৪৭. কোনো দেশের পরিবেশেল ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট জমির কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
ক) ২৫ খ) ২২
গ) ২৮ ঘ) ২৬
সঠিক উত্তর : ক) ২৫
৪৮. কেবল উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলো চা চাষ হওয়ার কারণ কী?
ক) পাদদেশীয় ভূমি
খ) পর্যাপ্ত উষ্ণতা
গ) ঢালু জমি
ঘ) প্রচুর বৃষ্টি
সঠিক উত্তর : গ) ঢালু জমি
৪৯. বাংলাদেশি পাটের প্রকারভেদ হচ্ছে-
র. দেশি
রর. বিদেশি
ররর. তোষা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : গ) র ও ররর
৫০. বনজ সম্পদের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে-
র. কর্ণফুলি কাগজকল
রর. সুগার মিল
ররর. খুলনা নিউজপ্রিন্ট
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ)র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর
৫১. বাংলাদেশেল তাপবিদু্যৎ উৎপাদনে কোন খনিজ ব্যবহৃত হয়?
ক) প্রাকৃতিক গ্যাস
খ) চুনপাথর
গ) কঠিন শিলা
ঘ) চিনামাটি
সঠিক উত্তর : ক) প্রাকৃতিক গ্যাস
৫২. ইক্ষু চাষের জন্য কত সেমি বৃষ্টিপাতের প্রয়োজন?
ক) ১১০ খ) ১৩০
গ) ১৪০ ঘ) ১৫০
সঠিক উত্তর : ঘ) ১৫০
৫৩.পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জীববৈচিত্র্যের প্রতি হতে হবে-
র. ক্রিয়াশীল
রর. যত্নশীল
ররর. রক্ষণশীল
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : খ) রর ও ররর
৫৪.বাংলাদেশের স্রোতজ বনভূমির বৃক্ষ কোনটি?
ক) গরান খ) কড়ই
গ) বহেড়া ঘ) হিজল
সঠিক উত্তর : ক) গরান
৫৫. বাংলাদেশের কোথায় পীট জাতীয় কয়লার সন্ধান পাওয়া গেছে?
ক) মৌলভীবাজারে
খ) পাবনার চলনবিলে
গ) রাজশাহীতে
ঘ) সিলেটে
সঠিক উত্তর : ঘ) সিলেটে
৫৬. কোন ধরনের মাটি গম চাষের জন্য বিশেষ সহায়ক?
ক) বেলে খ) দোআঁশ
গ) পলি ঘ) কাদা
সঠিক উত্তর : খ) দোআঁশ
৫৭. ঘোড়াশাল তাপবিদু্যৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
ক) কয়লা
খ) প্রাকৃতিক গ্যাস
গ) খনিজ তেল
ঘ) ডিজেল
সঠিক উত্তর : খ) প্রাকৃতিক গ্যাস
৫৮.বাংলাদেশের গ্যাসক্ষেত্রের উত্তোলনযোগ্য সম্ভাব্য ও প্রাথমিক মজুদের পরিমাণ কত ট্রিলিয়ন ঘনফুট?
ক) ২৫.৭০ খ) ২৬.৭০
গ) ২৬.৭৩ ঘ) ২৬.৮৩
সঠিক উত্তর : গ) ২৬.৭৩
৫৯. বাংলাদেশের ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমিতে কোন গাছের প্রাধান্য বেশি?
ক) সেগুন খ) মেহগনি
গ) কড়ই ঘ) শাল
সঠিক উত্তর : ঘ) শাল
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়