একাদশ অধ্যায়
৪২. বাংলাদেশের গ্যাসক্ষেত্রে থেকে কত সালে সর্বপ্রথম খনিজ তেল পাওয়া যায়?
ক) ১৯৮৮ খ) ১৯৮৬
গ) ১৯৯০ ঘ) ১৯৮১
সঠিক উত্তর :খ) ১৯৮৬
৪৩. স্রোতজ বনভূমির প্রধান গাছ কোনটি?
ক) শাল খ) সেগুন
গ) সুন্দরী ঘ) গামারি
সঠিক উত্তর :গ) সুন্দরী
৪৪.ধান চাষে উপযোগী তাপমাত্রা কত ডিগ্রি সেলিসিয়াস?
ক) ১০০ সেলসিয়াস থেকে ৩০০
খ) ১৫০ সেলসিয়াস থেকে ৩৫০
গ) ১৬০ সেলসিয়াস থেকে ৩০০
ঘ) ১০০ সেলসিয়াস থেকে ৩৫০
সঠিক উত্তর : গ) ১৬০ সেলসিয়াস থেকে ৩০০
৪৫. বাংলাদেশের কোন গ্যাসক্ষেত্রে থেকে খনিজ তেল পাওয়া যায়?
ক) ছাতক খ) রশিদপুর
গ) হরিপুর ঘ) বাখরাবাদ
সঠিক উত্তর :গ) হরিপুর
৪৬. অপরিশোধিত তেল কোথায় পরিশোধিত করা হয়?
ক) ঢাকায় খ) চট্টগ্রামে
গ) সিলেটে ঘ) খুলনায়
সঠিক উত্তর :খ) চট্টগ্রামে
৪৭. কোনো দেশের পরিবেশেল ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট জমির কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
ক) ২৫ খ) ২২
গ) ২৮ ঘ) ২৬
সঠিক উত্তর : ক) ২৫
৪৮. কেবল উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলো চা চাষ হওয়ার কারণ কী?
ক) পাদদেশীয় ভূমি
খ) পর্যাপ্ত উষ্ণতা
গ) ঢালু জমি
ঘ) প্রচুর বৃষ্টি
সঠিক উত্তর : গ) ঢালু জমি
৪৯. বাংলাদেশি পাটের প্রকারভেদ হচ্ছে-
র. দেশি
রর. বিদেশি
ররর. তোষা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : গ) র ও ররর
৫০. বনজ সম্পদের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে-
র. কর্ণফুলি কাগজকল
রর. সুগার মিল
ররর. খুলনা নিউজপ্রিন্ট
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ)র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর
৫১. বাংলাদেশেল তাপবিদু্যৎ উৎপাদনে কোন খনিজ ব্যবহৃত হয়?
ক) প্রাকৃতিক গ্যাস
খ) চুনপাথর
গ) কঠিন শিলা
ঘ) চিনামাটি
সঠিক উত্তর : ক) প্রাকৃতিক গ্যাস
৫২. ইক্ষু চাষের জন্য কত সেমি বৃষ্টিপাতের প্রয়োজন?
ক) ১১০ খ) ১৩০
গ) ১৪০ ঘ) ১৫০
সঠিক উত্তর : ঘ) ১৫০
৫৩.পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জীববৈচিত্র্যের প্রতি হতে হবে-
র. ক্রিয়াশীল
রর. যত্নশীল
ররর. রক্ষণশীল
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : খ) রর ও ররর
৫৪.বাংলাদেশের স্রোতজ বনভূমির বৃক্ষ কোনটি?
ক) গরান খ) কড়ই
গ) বহেড়া ঘ) হিজল
সঠিক উত্তর : ক) গরান
৫৫. বাংলাদেশের কোথায় পীট জাতীয় কয়লার সন্ধান পাওয়া গেছে?
ক) মৌলভীবাজারে
খ) পাবনার চলনবিলে
গ) রাজশাহীতে
ঘ) সিলেটে
সঠিক উত্তর : ঘ) সিলেটে
৫৬. কোন ধরনের মাটি গম চাষের জন্য বিশেষ সহায়ক?
ক) বেলে খ) দোআঁশ
গ) পলি ঘ) কাদা
সঠিক উত্তর : খ) দোআঁশ
৫৭. ঘোড়াশাল তাপবিদু্যৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
ক) কয়লা
খ) প্রাকৃতিক গ্যাস
গ) খনিজ তেল
ঘ) ডিজেল
সঠিক উত্তর : খ) প্রাকৃতিক গ্যাস
৫৮.বাংলাদেশের গ্যাসক্ষেত্রের উত্তোলনযোগ্য সম্ভাব্য ও প্রাথমিক মজুদের পরিমাণ কত ট্রিলিয়ন ঘনফুট?
ক) ২৫.৭০ খ) ২৬.৭০
গ) ২৬.৭৩ ঘ) ২৬.৮৩
সঠিক উত্তর : গ) ২৬.৭৩
৫৯. বাংলাদেশের ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমিতে কোন গাছের প্রাধান্য বেশি?
ক) সেগুন খ) মেহগনি
গ) কড়ই ঘ) শাল
সঠিক উত্তর : ঘ) শাল
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়