জানার আছে অনেক কিছু

প্রকাশ | ৩১ আগস্ট ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : ক্রিকেট খেলার জন্ম- উত্তর : ইংল্যান্ডে। প্রশ্ন : পিচ হচ্ছে- উত্তর : ক্রিকেট খেলার মাঠের মাঝখানে ২২ গজ লম্বা ও ৮ ফুট ৮ ইঞ্চি চওড়া স্থান। প্রশ্ন : ক্রিকেট খেলার মাঠ- উত্তর : ডিম্বাকৃতির। প্রশ্ন : ক্রিকেট খেলায় প্রত্যেক দলে খেলোয়াড় থাকে- উত্তর : ১১ জন। প্রশ্ন : ক্রিকেট স্ট্যাম্পের দৈর্ঘ্য মাটি থেকে- উত্তর : ২৭ ইঞ্চি। প্রশ্ন : ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য ও প্রস্থ হবে সর্বাধিক- উত্তর : ব্যাটের দৈর্ঘ্য হবে সর্বাধিক ৩৮ ইঞ্চি এবং প্রস্থ হবে ৪.৫ ইঞ্চি। প্রশ্ন : অ্যাসেস, সিলিপয়েন্ট, এল.বি.ডবিস্নউ, গুগলি কথাগুলো ব্যবহৃত হয়- উত্তর : ক্রিকেট খেলায়। প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়- \হউত্তর : ৪ বছর পর পর। প্রশ্ন : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ওঈঈ) প্রতিষ্ঠাতা সদস্য দেশ- উত্তর : ২টি (ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া)। প্রশ্ন : মহিলা বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়- উত্তর : ১৯৯৩ সালে। প্রশ্ন : প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়- উত্তর : অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১৫-১৭ মার্চ ১৮৭৭। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। প্রশ্ন : টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচে জয়ী হয়- উত্তর : অস্ট্রেলিয়া। প্রশ্ন : ওয়ানডে ক্রিকেটে সর্বপ্রথম হ্যাটট্রিক করেন- উত্তর : জালালউদ্দিন (পাকিস্তান)। প্রশ্ন : আই. সি. সির পূর্ণ রূপ- উত্তর : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। প্রশ্ন : আই. সি. সি-র পূর্ণ সদস্য- উত্তর : ১০টি। প্রশ্ন : ১৯৯৭ সালে আই. সি. সি-র চ্যাম্পিয়ন- \হউত্তর : বাংলাদেশ। প্রশ্ন : টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি- উত্তর : মুত্তিয়া মুরালিধরন (৮০০ উইকেট)। প্রশ্ন : ওয়ান ডে-তে সর্বোচ্চ উইকেট শিকারি- উত্তর : মুত্তিয়া মুরালিধরন। প্রশ্ন : টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি করেছে- উত্তর : শচীন টেন্ডুলকার। প্রশ্ন : ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি করেছে- উত্তর : শচীন টেন্ডুলকার। প্রশ্ন : টেস্টে সর্বোচ্চ রানের মালিক- উত্তর : ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। প্রশ্ন : ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক- উত্তর : শচীন টেন্ডুলকার।