দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ৩০ আগস্ট ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
দশম অধ্যায় ২৪. উদ্ভিদ গোষ্ঠীর ওপর ভিত্তি করে বাংলাদেশের বনভূমি- র. ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি রর. ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি ররর.স্রোতজ বনভূমি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর:ঘ) র, রর ও ররর ২৫. বাংলাদেশের পস্নাইস্টোসিন কোন ধরনের বনভূমি? ক) ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি খ) ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি গ) ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা বনভূমি ঘ) স্রোতজ বনভূমি সঠিক উত্তর:খ) ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি ২৬. কোনটি বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল? ক) পাট খ) চা গ) তামাক ঘ) চিংড়ি সঠিক উত্তর:ক) পাট ২৭. বাংলাদেশের কোথায় কঠিন শিলা পাওয়া গেছে? ক) দিনাজপুরের নীল সাগর ও পার্বতীপুরে খ) রাজশাহীর বাঘা ও চলনবিলে গ) রংপুরের রানীপুকুর এবং শ্যামপুরে ঘ) খুলনায় হরিণঘাটা এবং কোলাবিলে সঠিক উত্তর:গ) রংপুরের রানীপুকুর এবং শ্যামপুরে ২৮. বাংলাদেশের বর্তমানে শতকরা কত ভাগ বনভূমি রয়েছে? ক) ১৬% খ) ১২.৩% গ) ৯.৩% ঘ) ১৩% সঠিক উত্তর:ঘ) ১৩% ২৯. চা চাষের উপযোগী মাটি- র. উর্বর লৌহ মৃত্তিকায় রর. পলিমাটিতে ররর. জৈব পদার্থ দোআঁশ মাটিতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর:গ) র ও ররর ৩০. রংপুরে রানীপুকুর থেকে বছরে প্রায় কত লাখ টন কঠিন শিলা উত্তোলন করা যাবে? ক) ১৩ খ) ১৫ গ) ১৭ ঘ) ১৯ সঠিক উত্তর:গ) ১৭ ৩১.প্রচুর পরিমাণে পীট জাতীয় কয়লার সন্ধান পাওয়া গেছে- র. খুলনার কোলাবিলে রর. ফরিদপুরের চান্দাবিলে ররর. সিলেটের কিছু অঞ্চলে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর :ঘ) র, রর ও ররর ৩২. চা চাষের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? ক) ১২০ -১৫০ খ) ১৫০ -১৬০ গ) ১৬০ -১৭০ ঘ) ১৭০ -১৯০ সঠিক উত্তর :গ) ১৬০ -১৭০ ৩৩. আমাদের এ দেশে বনাঞ্চলের গুরুত্ব- র. পর্যটন শিল্পে রর. কৃষিতে ররর. পরিবহণে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর :ঘ) র, রর ও ররর ৩৪. বাংলাদেশের সর্বত্র ধান জন্মে কেন? ক) বেলে মাটির কারণে খ) দোআঁশ মাটির কারণে গ) পলিমাটির কারণে ঘ) কাদা মাটির কারণে সঠিক উত্তর :গ) পলিমাটির কারণে ৩৫. সুন্দরবন ও পাবর্ত্য চট্টগ্রাম পর্যটন শিল্পে অপার সম্ভাবনাময়। স্থান দুটি কীসের মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করে? ক) ভূমিবৈচিত্র্য খ) জীববৈচিত্র্য গ) উদ্ভিদবৈচিত্র্য ঘ) প্রাণিবৈচিত্র্য সঠিক উত্তর :খ) জীববৈচিত্র্য ৩৬. বাংলাদেশের শীত মৌসুমে কীভাবে গম চাষ করা হয়? ক) সেচের মাধ্যমে খ) চাষের মাধ্যমে গ) ট্রাক্টরের মাধ্যমে ঘ) হাইব্রিডের মাধ্যমে সঠিক উত্তর :ক) সেচের মাধ্যমে ৩৭.হরিপুর তেলক্ষেত্র থেকে দৈনিক কত ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলিত হয়? ক) ১,২০০ খ) ১,০০০ গ) ৬০০ ঘ) ৮০০ সঠিক উত্তর :গ) ৬০০ ৩৮. বাংলাদেশের কোন অঞ্চলটি খনিজ তেলে সমৃদ্ধ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন? ক) পশ্চিম খ) পাহাড়ি গ) বনাঞ্চল ঘ) উপকূলীয় সঠিক উত্তর :ঘ) উপকূলীয় ৩৯. উদ্ভিদের বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশের বনভূমিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দুই সঠিক উত্তর : গ) তিন ৪০. প্রাকৃতিক গ্যাস বিভিন্ন পেট্টোরাসায়নিক শিল্পের মূল্যবান কাঁচামাল হওয়া সত্ত্বেও তা পুড়িয়ে তাপবিদু্যৎ উৎপাদনে করছি। কারণ- র. প্রাকৃতিক গ্যাসের সঞ্চয় অফুরন্ত রর. অন্য বিকল্প জ্বালানি না থাকায় তাৎক্ষনিক প্রয়োজন হওয়ায় ররর. দেশে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ রয়েছে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর :খ) রর ও ররর ৪১. বাংলাদেশে সাধারণত কয় প্রকার পাট চাষ হয়? ক) এক খ) দুই গ) তিন ঘ) চার সঠিক উত্তর :খ) দুই হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়