জানার আছে অনেক কিছু

প্রকাশ | ৩০ আগস্ট ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
সার্জেন্ট জহরুল হক
প্রশ্ন:পাক-ভারত প্রথম যুদ্ধ কত সালে শুরু হয়? উত্তর:১৯৬৫ সালে। প্রশ্ন:তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়? উত্তর:১৯৬৬ সালের ১০ জানুয়ারি। প্রশ্ন:তাসখন্দ ঘোষণায় স্বাক্ষরকারী ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন কে? উত্তর:লাল বাহাদুর শাস্ত্রী। প্রশ্ন:১৯৬৫ সালে যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কোন চুক্তির মাধ্যমে? উত্তর:তাসখন্দ চুক্তি। প্রশ্ন:ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? উত্তর:লাহোরে। প্রশ্ন:ঐতিহাসিক ছয় দফা দাবি কবে ঘোষণা করা হয়? উত্তর:৫ ফেব্রম্নয়ারি। প্রশ্ন:ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? উত্তর:২৩ মার্চ ১৯৬৬ সলে। প্রশ্ন:ছয় দফা দাবি কে ঘোষণা করেন? উত্তর:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন:১৯৬৬ সালে ঘোষিত ছয় দফা দাবির মূল বক্তব্য কি ছিল? উত্তর:পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন। প্রশ্ন:ছয় দফার প্রথম দফা কি? উত্তর:প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রশ্ন:ঐতিহাসিক ছয় দফাকে কিসের সঙ্গে তুলনা করা হয়? উত্তর:ম্যাগনাকার্টা। প্রশ্ন:আগড়তলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কোথায়? উত্তর:ঢাকায়। প্রশ্ন:আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন? উত্তর:জানুয়ারি ১৯৬৮ সালে। প্রশ্ন:আগড়তলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিল? উত্তর:৩৫ জন। প্রশ্ন:ঘেরাও শব্দটি প্রথম কোন রাজনীতিবিদ ব্যবহার করেন? উত্তর:মওলানা ভাসানী। প্রশ্ন:'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণঅভু্যত্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে? উত্তর:এগারো। প্রশ্ন:এগারো দফা আন্দোলন কখন হয়েছিল? উত্তর:১৯৬৯ সাল। প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মধ্যে প্রথম কাকে গুলি করে হত্যা করা হয়? উত্তর:সার্জেন্ট জহরুল হককে।