দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ
প্রকাশ | ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
দশম অধ্যায়
৭. কঠিন শিলার ব্যবহার হতে পারে-
র. রেলপথে
রর. গৃহে
ররর. সেতু নির্মাণে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর:ঘ) র, রর ও ররর
৮. বাংলাদেশের কৃষির সম্প্রসারণ সম্ভব। কিন্তু এজন্য সর্বাগ্রে প্রয়োজন-
র. সরকারি সহযোগিতা
রর. প্রাকৃতিক পরিবেশের সমন্বয়
ররর. বেসরকারি উদ্যোগ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর:গ) র ও ররর
৯. ইক্ষু চাষের উপযোগী মাটি-
র. বেলে দোআঁশ
রর. কর্দময় দোআঁশ
ররর. দোআঁশ পলি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর: ক) র ও রর
১০. বর্তমনে বাংলাদেশে বিভিন্ন প্রকার গাড়িতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হচ্ছে। যানবাহনে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের কারণ-
র. এটি সহজ দাহ্য, কালো ধোঁয়া হয় না বলে পরিবেশবান্ধব
রর. এটি আমদানি করতে হয় না বলে সুলভ
ররর. সরকার এটি কম দামে সরবরাহ করে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর: ক) র ও রর
১১. এদেশে কৃষির সম্প্রসারণ সম্ভব-
র. সরকারি সহযোগিতায়
রর. প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে
ররর. বেসরকারি উদ্যোগে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর: ক) র ও রর
১২. খাদ্যশস্যের প্রয়োজনীতা হেতু বাংলাদেশে কোন ফসলের চাষ হয়?
ক) ধান খ) গম
গ) ডাল ঘ) আলু
সঠিক উত্তর:খ) গম
১৩. বাংলাদেশের খাদ্যশস্যের মধ্যে কোনটি প্রধান?
ক) ধান খ) গম
গ) ডাল ঘ) আলু
সঠিক উত্তর: ক) ধান
১৪. বিদু্যৎ কেন্দ্রে ব্যবহৃত হয়-
র. ফার্নেস তেল
রর. প্রাকৃতিক গ্যাস
ররর. কঠিন শিলা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর:ক) র ও রর
১৫. কোন খনিজ সিমেন্টের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়?
ক) শ্বেতমৃত্তিকা খ) সিলিকা বালি
গ) কঠিন শিলা ঘ) চুনাপাথর
সঠিক উত্তর:ঘ) চুনাপাথর
১৬. বাংলাদেশের শ্রমশক্তি মোট কত শতাংশ কৃষি খাতে নিয়োজিত?
ক) ৪৭.৩০ খ) ৪৭.২০
গ) ৪৬.৩০ ঘ) ৪৬.১০
সঠিক উত্তর:ক) ৪৭.৩০
১৭. দেশের অর্থনৈতিক উন্নতি ও বিশুদ্ধ পরিবেশ রক্ষার জন্য মোট আয়তনের প্রায় শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা দরকার। সেই তুলনায় বাংলাদেশে কী পরিমাণ বনভূমির ঘাটতি রয়েছে?
ক) ১১ ভাগ খ) ১২ ভাগ
গ) ১৩ ভাগ ঘ) ১৪ ভাগ
সঠিক উত্তর:খ) ১২ ভাগ
১৮. বাংলাদেশের কোন অংশে প্রধানত কয়লা খনি অবস্থিত?
ক) দক্ষিণ ও পূর্ব অংশে খ) উত্তর ও পশ্চিম অংশে
গ) উত্তর ও পূর্ব অংশে ঘ) দক্ষিণ ও পশ্চিম অংশে
সঠিক উত্তর:খ) উত্তর ও পশ্চিম অংশে
১৯. বনভূমি গুরুত্বপূর্ণ অবদান রাখে-
র. ভূমিকা রোধে
রর. জীববৈচিত্র্য ধ্বংসে
ররর. বন্যা নিয়ন্ত্রণে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর:গ) র ও ররর
২০. বাংলাদেশের বনভূমির অন্তর্ভুক্ত-
র. পাতাঝরা গাছ
রর. স্রোতজ বৃক্ষ
ররর. সূচগ্র বৃক্ষ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর:ক) র ও রর
২১. কোনটি ক্রান্তীয় পাতাঝরা বনভূমির বৃক্ষ?
ক) হিজল খ) সেগুন
গ) সুন্দরী ঘ) গামারি
সঠিক উত্তর:গ) সুন্দরী
২২. ঘোড়াশাল সার কারখানার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কীরূপে হয়ে থাকে?
ক) শক্তি সম্পদ রূপে
খ) কাঁচামাল রূপে
গ) জ্বালানি রূপে
ঘ) পরিশোধকর রূপে
সঠিক উত্তর:খ) কাঁচামাল রূপে
২৩. দেশের আবহাওয়াকে আর্দ্র রাখতে মুখ্য ভূমিকা কোনটির?
ক) নদ-নদীর খ) সমুদ্রের
গ) পাহাড়ের ঘ) বনভূমির
সঠিক উত্তর:ঘ) বনভূমির
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়