শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
মওলানা ভাসানী

প্রশ্ন:১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?

উত্তর:যুক্তফ্রন্ট।

প্রশ্ন:পূর্ববাংলায় যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মন্ত্রীর নাম কি?

উত্তর:এ কে ফজলুল হক।

প্রশ্ন:১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী কে ছেলেন?

উত্তর:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন:ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কি ছিল?

উত্তর:বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা।

প্রশ্ন:১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-

উত্তর:নৌকা।

প্রশ্ন:১৯৫৪ সালে পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না-

উত্তর:নবাব স্যার সলিমুলস্নাহ।

প্রশ্ন:পূর্ব বঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়?

উত্তর:১৯৫৬ সালে।

প্রশ্ন:পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?

উত্তর: ইস্কান্দার মির্জা।

প্রশ্ন:কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?

উত্তর:সন্তোষে।

প্রশ্ন:কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?

উত্তর:১৯৫৭ সলে।

প্রশ্ন:ঐতিহাসিক কাগমারি সম্মেলনে নেতৃত্বদানকারী নেতার নাম কি?

উত্তর:মওলানা ভাসানী।

প্রশ্ন:প্রাক্তন পাকিস্তানকে বিদায় জানাতে আসসালামু আলাইকুম জানিয়েছিলেন কে?

উত্তর:মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

প্রশ্ন:পূর্ব পাকিস্তান এসেমবিস্নতে সন্ত্রাসী ঘটনায় মৃতু্যবরণ করেছিলেন কে?

উত্তর:শাহেদ আলী।

প্রশ্ন:কোন সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয়?

উত্তর:১৯৫৮ সালে।

প্রশ্ন:পাকিস্তানে ১৯৫৮ সালে মার্শাল ল জারি হলে ক্ষমতায় বসেন-

উত্তর:আইয়ুব খান।

প্রশ্ন:পাকিস্তানে শিক্ষা আন্দোলন হয় কত সালে?

উত্তর:১৯৬২ সালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে