দশম অধ্যায়
৫৯. বাংলাদেশে গঙ্গা-পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন কত?
ক. ৩১,১৮৮ বর্গ কি.মি.
খ. ৩২,১৮৮ কি.মি.
গ. ৩৩,১৮৮ বর্গ কি.মি.
ঘ. ৩৪,১৮৮ কি.মি.
উত্তর : ঘ. ৩৪,১৮৮ কি.মি.
৬০. পদ্মা নদীর শাখানদী কোনটি?
ক. মাথাভাঙা খ. ধলেশ্বরী
গ. গোমতী ঘ. সুরমা
উত্তর :ক. মাথাভাঙা
৬১. পদ্মা নদীর একটি শাখা হচ্ছে-
ক. মেঘনা খ. গড়াই
গ. তিতাস ঘ. বুড়িগঙ্গা
উত্তর :খ. গড়াই
৬২. পদ্মা নদীর একটি শাখা হচ্ছে-
ক. মেঘনা খ. মধুমতি
গ. তিস্তা ঘ. বুড়িগঙ্গা
উত্তর :খ. মধুমতি
৬৩. বাংলাদেশে পদ্মার একমাত্র উপনদী-
ক. কুমার খ. গড়াই
গ. মহানন্দা ঘ. মেঘনা
উত্তর :গ. মহানন্দা
৬৪. পুনর্ভবা, নাগর, পাগলা, কুলিক ও ট্যাংগন কোন নদীর উপনদী?
ক. কুমার খ. মাথাভাঙা
গ. আড়িয়াল খাঁ ঘ. মহানন্দা
উত্তর :ঘ. মহানন্দা
৬৫. কোন নদ হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে?
ক. পদ্মা খ. ব্রহ্মপুত্র
গ. যমুনা ঘ. মেঘনা
উত্তর : খ. ব্রহ্মপুত্র
৬৬. ধরলা ও তিস্তা কোন নদীর প্রধান উপনদী?
ক. ব্রহ্মপুত্রের খ. পদ্মার
গ. যমুনার ঘ. মেঘনার
উত্তর :ক. ব্রহ্মপুত্রের
৬৭. ব্রহ্মপুত্রের শাখা নদী কোনটি?
ক. কুমার, মাথাভাঙা খ. ভৈরব, গড়াই
গ. নাগর, পাগলা ঘ. বংশী ও শীতলক্ষ্যা
উত্তর : ঘ. বংশী ও শীতলক্ষ্যা
৬৮. কোনগুলো যমুনার উপনদী?
ক. করতোয়া ও আত্রাই খ. ভৈরব ও গড়াই
গ. গোমতী ও মধুমতি ঘ. কুমার ও তিতাস
উত্তর :ক. করতোয়া ও আত্রাই
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রূপম বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বিখ্যাত নদীর তীরে বেড়াতে গিয়ে জানতে পারল নদীটি আসামের একটি পাহাড় থেকে সৃষ্টি হয়েছে।
৬৯. রূপমের দেখা নদীটির নাম কী?
ক. সাঙ্গুল খ. মেঘনা
গ. কর্ণফুলী ঘ. ফেনী
উত্তর :গ. কর্ণফুলী
৭০. কোনটি মেঘনার উপনদী?
ক. ধরলা খ. কুলিক
গ. কালনী ঘ. তিতাস
উত্তর :ঘ. তিতাস
৭১. বাংলাদেশের কোন জেলা ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত?
ক. রাজশাহী খ. চট্টগ্রাম
গ. ময়মনসিংহ ঘ. বরিশাল
উত্তর :গ. ময়মনসিংহ
৭২. কর্ণফুলী নদীর উপনদী কোনটি?
ক. কুলিক খ. টাঙ্গন
গ. কাসালং ঘ. ফেনী
উত্তর :গ. কাসালং
৭৩. কোনটি চট্টগ্রাম ও রাঙামাটির প্রধান নদী?
ক. কাসালং খ. হালদা
গ. কর্ণফুলী ঘ. বোয়ালখালী
উত্তর :গ. কর্ণফুলী
৭৪. ধলেশ্বরীর শাখানদী কোনটি?
ক. বুড়িগঙ্গা খ. আত্রাই
গ. তিস্তা ঘ. হালদা
উত্তর :ক. বুড়িগঙ্গা
৭৫. মেঘনা নদী কোথায় পুরাতন ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে?
ক. আজমিরিগঞ্জে খ. ভৈরববাজারে
গ. সুনামগঞ্জে ঘ. চাঁদপুরে
উত্তর :খ. ভৈরববাজারে
একাদশ অধ্যায়
১. বাংলাদেশের দ্বিতীয় তেলক্ষেত্রটি কোথায় অবস্থিত?
ক) সিলেটের হরিপুরে
খ) সুনামগঞ্জের শাহজীবাজারে
গ) মৌলভীবাজারের বরমচালে
ঘ) ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে
সঠিক উত্তর:গ) মৌলভীবাজারের বরমচালে
২. বনভূমির ফলে আবহাওয়া কীরূপ থাকে-
ক) উষ্ণ খ) শীতল
গ) আর্দ্র ঘ) নাতিশীতোষ্ণ
সঠিক উত্তর:গ) আর্দ্র
৩. বাংলাদেশের বনভূমিকে প্রধান তিনটি শ্রেণিতে সাধারণত বিভক্ত করা হয়। এক্ষেত্রে ভিত্তি কী?
ক) জলবায়ু খ) ভূপ্রকৃতি
গ) নদীবিন্যাস ঘ) জনহীনতা
সঠিক উত্তর:ক) জলবায়ু
৪. কোনটি স্রোতজ বনভূমির বৃক্ষ?
ক) গামার খ) হিজল
গ) গরান ঘ) জারুল
সঠিক উত্তর:গ) গরান
৫. চা গাছের গোড়ায় যাতে পানি না জমে সেজন্য গৃহীত ব্যবস্থা কী হবে?
ক) উঁচু জমি নির্বাচন করা
খ) বন্ধুর জমি নির্বাচন করা
গ) ঢালু জমি নির্বাচন করা
ঘ) নালার ব্যবস্থা করা
সঠিক উত্তর:গ) ঢালু জমি নির্বাচন করা
৬. সুন্দরবন অর্থনৈতিক গুরুত্ব-
র. এখানে জন্মানো বৃক্ষ জ্বালানি ও নির্মাণের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়
রর. মধু ও মোম প্রভৃতি পণ্যাসামগ্রী সংগৃহীত হয়
ররর. বিভিন্ন প্রাণীর চামড়া, দাঁত, শিং, পশম পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর:ঘ) র, রর ও ররর
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়