জানার আছে অনেক কিছু
প্রকাশ | ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন:বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর:৯ মে, ১৯৫৪ সালে।
প্রশ্ন:বাংলা ভাষা প্রচলন আইন জারি হয়-
উত্তর: ১৯৮৭ সালে।
প্রশ্ন:জাতীয় সংসদে বাংলাভাষাকে জীবনের সকল স্তরে ব্যবহারের জন্য আইন পাস হয়েছে কোন সালে?
উত্তর: ১৯৮৭ সালে।
প্রশ্ন:প্রথম স্মৃতি স্তম্ভটি তৈরি করা হয় ১৯৫২ সালের কোন তারিখ?
উত্তর: ২৩ ফেব্রম্নয়ারি।
প্রশ্ন: ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন?
উত্তর: শহীদ বরকত-এর মা।
প্রশ্ন: কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর:হামিদুর রহমান।
প্রশ্ন: কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাকারী কে?
উত্তর:হামিদুর রহমান
প্রশ্ন:বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ভস্কর্যের নাম কি?
উত্তর: মোদের গরব।
প্রশ্ন:দেশের সর্বোচ্চ (৭১ ফুট) শহীদ মিনার কোনটি?
উত্তর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার।
প্রশ্ন: দেশের বাহিরে সর্বপ্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়?
উত্তর: জাপানে।
প্রশ্ন:আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রম্নয়ারি রচনাটি-
উত্তর: সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত কবিতা পরে গান।
প্রশ্ন:আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রম্নয়ারি গানটির সুরকার-
উত্তর:আলতাফ মাহমুদ।
প্রশ্ন:'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়'- গানটির সুরকার ও রচয়িতা কে?
উত্তর: আব্দুল লতিফ।
প্রশ্ন:পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়?
উত্তর: ১৯৫৩ সালে।
প্রশ্ন:পূর্ব বাংলায় প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৪ সালে।
প্রশ্ন:যুক্তফ্রন্টের নির্বাচনী
প্রচারণা কত দফার ভিত্তিতে পরিচালিত হয়?
উত্তর:২১ দফা।