দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ
প্রকাশ | ২৭ আগস্ট ২০২৪, ০০:০০
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
দশম অধ্যায়
৩৭. বাংলাদেশের উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে কী নামে পরিচিত?
ক. উপটিলা খ. টিলা
গ. উপত্যকা ঘ. মালভূমি
উত্তর :খ. টিলা
৩৮. আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে বলে-
ক. টারশিয়ারি যুগ খ. পস্নাইস্টোসিন যুগ
গ. মধ্যযুগ ঘ. সাম্প্রতিক যুগ
উত্তর :খ. পস্নাইস্টোসিন যুগ
৩৯. লালমাই পাহাড় বাংলাদেশের কোন প্রাকৃতিক অঞ্চলের মধ্যে অবস্থিত?
ক. টারশিয়ারি যুগের পাহাড়
খ. উত্তর-পূর্ব পাহাড়
গ. দক্ষিণ-পূর্ব পাহাড়
ঘ. পস্নাইস্টোসিনকালের সোপানসমূহে
উত্তর :ঘ. পস্নাইস্টোসিনকালের সোপানসমূহে
৪০. বরেন্দ্র ভূমির মাটির রং কেমন?
ক. ধূসর খ. কালো
গ. লাল ও কালো ঘ. ধূসর ও লাল
উত্তর :ঘ. ধূসর ও লাল
৪১. সাম্প্রতিককালের পস্নাবন সমভূমি কৃষিকাজের জন্য অধিক গুরুত্বপূর্ণ কেন?
ক. অধিক সমতল ভূমি
খ. সমতল ও উর্বর সমভূমি
গ. উর্বর সমভূমি
ঘ. সেচ ব্যবস্থার সুবিধা
উত্তর :গ. উর্বর সমভূমি
৪২. সমুদ্র সমতল থেকে বগুড়ার উচ্চতা কত মিটার?
ক. ৮ মিটার খ. ১৮ মিটার
গ. ২০ মিটার ঘ. ২১ মিটার
উত্তর :গ. ২০ মিটার
৪৩. ভাওয়ালের গড় কোন জেলায়?
ক. দিনাজপুর খ. ময়মনসিংহ
গ. টাঙ্গাইল ঘ. গাজীপুর
উত্তর :ঘ. গাজীপুর
৪৪. বাংলাদেশের কোন বন প্রায় সমুদ্র সমতলে অবস্থিত?
ক. শালবন খ. সুন্দরবন
গ. সিলেটের বন ঘ. বরেন্দ্রভূমি
উত্তর :খ. সুন্দরবন
৪৫. সমুদ্র সমতল থেকে ময়মনসিংহের উচ্চতা কত মিটার?
ক. ৮ মিটার খ. ১৮ মিটার
গ. ২০ মিটার ঘ. ২১ মিটার
উত্তর :খ. ১৮ মিটার
৪৬. সমুদ্র সমতল থেকে নারায়ণগঞ্জ ও যশোরের উচ্চতা কত মিটার?
ক. ৮ মিটার খ. ১৮ মিটার
গ. ২০ মিটার ঘ. ২১ মিটার
উত্তর :ক. ৮ মিটার
৪৭. বাংলাদেশের প্রধান নদীগুলো হলো-
র. পদ্মা রর. মেঘনা ররর. ব্রহ্মপুত্র
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
৪৮. বাংলাদেশে নদীর মোট দৈর্ঘ্য কত?
ক. ২১,১৫৫ কি.মি. খ. ২২,১৫৫ কি.মি.
গ. ২৩,১৫৫ কি.মি. ঘ. ২৪,১৫৫ কি.মি.
উত্তর :খ. ২২,১৫৫ কি.মি.
৪৯. বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
ক. কর্ণফুলী খ. সাঙ্গু
গ. মেঘনা ঘ. পদ্মা
উত্তর :ঘ. পদ্মা
৫০. পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়?
ক. কৈলাসশৃঙ্গ খ. মানস সরোবর
গ. গঙ্গোত্রী হিমবাহ ঘ. হিমবাহের প্রান্ত সীমায়
উত্তর :গ. গঙ্গোত্রী হিমবাহ
৫১. বাংলাদেশের কোন জায়গায় পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে?
ক. আরিচার নিকটে খ. চাঁদপুরের নিকটে
গ. দৌলতদিয়ার নিকটে ঘ. ভৈরবের নিকটে
উত্তর :গ. দৌলতদিয়ার নিকটে
৫২. গঙ্গার শাখা নদী কোনটি?
ক. যমুনা খ. তিস্তা
গ. ভাগীরথী ঘ. ব্রহ্মপুত্র
উত্তর :গ. ভাগীরথী
৫৩. গঙ্গা নদীর মূল প্রবাহের ভারতের দৈর্ঘ্য কত?
ক. ১৩০ কিলোমিটার খ. ১৩৫ কিলোমিটার
গ. ১৪০ কিলোমিটার ঘ. ১৪৫ কিলোমিটার
উত্তর :ঘ. ১৪৫ কিলোমিটার
নিচের উদ্দীপকটি পড় এবং ৫৪ ও ৫৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বাজারে এবার ইলিশে সয়লাব। যেখানেই যাওয়া যায় শুধু ইলিশ আর ইলিশ। দামেও যথেষ্ট সস্তা। যে কারণে নিম্ন আয়ের লোকেরাও ক্রয় করতে পারছে। বাজারে গেলে মাছ ব্যবসায়ীরা বলে নিয়ে যান স্যার পদ্মার টাটকা ইলিশ।
৫৪. ইলিশের জন্য বিখ্যাত নদীটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে?
ক. মানস সরোবর খ. গঙ্গোত্রী হিমবাহ
গ. কোচবিহার ঘ. বরাক নদী
উত্তর :খ. গঙ্গোত্রী হিমবাহ
৫৫. বাংলাদেশের বৃহত্তম নদী ও এর শাখা নদী-
র. পদ্মা
রর. যমুনা
ররর. কুমার, মাথাভাঙা, গড়াই
নিচের কোনটি সঠিক?
\হক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :খ. র ও ররর
৫৬. বাংলাদেশে পদ্মা, যমুনা ও মেঘনা নদী একত্রে কোথায় মিলিত হয়েছে?
ক. দৌলতদিয়া খ. চাঁদপুর
গ. যশোর ঘ. কুষ্টিয়া
উত্তর :খ. চাঁদপুর
৫৭. মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত নদী হলো-
র. পদ্মা রর. মেঘনা ররর. যমুনা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
৫৮. কোন স্থানটি মেঘনা ও পদ্মার সংযোগস্থলে অবস্থিত?
ক. চাঁদপুর খ. গোয়ালন্দ
গ. সিরাজগঞ্জ ঘ. দৌলদিয়া
উত্তর :ক. চাঁদপুর
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়