একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

প্রকাশ | ২৭ আগস্ট ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
সোনার তরী সোনার তরী কৃষকের উৎপাদিত ধানে ভরে গিয়েছিল বলে সেখানে কৃষকের ঠাঁই হয়নি। কর্মফলস্বরূপ রাশি রাশি সোনার ধান কেটে নিঃসঙ্গ কৃষক নদী তীরে অপেক্ষমাণ ছিলেন। এ সময় ভরা পালে তরী বেয়ে একজন অচেনা মাঝির আগমন ঘটে। কৃষকের অনুরোধে মাঝি তার সয ধান নৌকায় তুলে নিলে নৌকা পরিপূর্ণ হয়ে যায়। ফলে সেখানে কৃষকের স্থান সংকুলান হয় না। প্রকৃতপক্ষে, মহাকাল-রূপ সোনার তরীতে কর্মফল জায়গা পেলেও সেখানে ব্যক্তিমানুষ স্থান পায় না। এই অমোঘ বাস্তবতার কারণেই ফসলে পরিপূর্ণ সোনার তরীতে কৃষক ঠাঁই পাননি। জ্ঞানমূলক প্রশ্নোত্তর ১. 'খরপরশা' শব্দের অর্থ কী? উত্তর:'খরপরশা' শব্দের অর্থ-শাণিত বা ধারাল বর্শা। ২. 'ক্ষুরধারা' শব্দের অর্থ কী? উত্তর:'ক্ষুরধারা' শব্দের অর্থ-ক্ষুরের মতো ধারাল যে প্রবাহ বা স্রোত। ৩. রবীন্দ্রনাথের প্রথম কাব্য 'বনফুল' কত বছর বয়সে প্রকাশিত হয়? উত্তর: রবীন্দ্রনাথের প্রথম কাব্য 'বনফুল' পনের বছর বয়সে প্রকাশিত হয়। ৪. 'সোনার তরী' কবিতায় কয়টি চরিত্র পাওয়া যায়? উত্তর:'সোনার তরী' কবিতায় দুটি চরিত্র পাওয়া যায়। ৫. 'সোনার তরী' কবিতার পূর্ণ পর্ব ও অপূর্ণ পর্ব কত মাত্রার? উত্তর:'সোনার তরী' কবিতার পূর্ণ পর্ব ৮ মাত্রার ও অপূর্ণ পর্ব ৫ মাত্রার। ৬. কৃষক মাঝিকে কী অনুরোধ করেছিল? উত্তর :কৃষক মাঝিকে সোনার ধান নৌকায় তুলে নিতে অনুরোধ করেছিল। ৭. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর:রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন। ৮. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর :রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন। ৯. 'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তর:'সোনার তরী' কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ১০. 'সোনার তরী' কবিতায় 'সোনার ধান' বলতে কী বোঝানো হয়েছে? উত্তর:'সোনার তরী' কবিতায় 'সোনার ধান' বলতে মানুষের/কবির সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে। ১১. 'সোনার তরী' কবিতায় 'বাঁকা জল' কীসের প্রতীক? উত্তর:'সোনার তরী' কবিতায় 'বাঁকা জল' কালস্রোতের প্রতীক। ১২. 'থরে বিথরে' শব্দের অর্থ কী? উত্তর:'থরে বিথরে' শব্দের অর্থ-স্তরে স্তরে। ১৩. 'সোনার তরী' কবিতায় গ্রামের অবস্থা কেমন ছিল? উত্তর: 'সোনার তরী' কবিতায় গ্রামের অবস্থা মেঘে ঢাকা ছিল। ১৪. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃতু্যবরণ করেন? উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালে মৃতু্যবরণ করেন। ১৫. 'সোনার তরী' কবিতাটি কী জাতীয় কবিতা? উত্তর: 'সোনার তরী' কবিতাটি রূপক কবিতা। ১৬. 'সোনার তরী' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর : 'সোনার তরী' কবিতাটি 'সোনার তরী' কাব্যগ্রন্থের অন্তর্গত। ১৭. 'সোনার তরী' কবিতায় 'নৌকা' এবং 'মাঝি' কীসের প্রতীক? উত্তর: 'সোনার তরী' কবিতায় 'নৌকা' এবং 'মাঝি' মহাকালের প্রতীক। ১৮. কবি কখন কিভাবে কোথায় কবিতাটি লেখেন? উত্তর : এই কবিতাটি তিনি ১২৯৮ বঙ্গাব্দে (১৮৯২ সালে) শিলাইদহে রচনা করেন। ১৯. সোনার তরী কবিতাটিতে কোন শব্দ কতবার আছে? উত্তর: সোনার তরী কবিতায়, বর্ষা শব্দটি আছে ু ২ বার, 'ঠাঁই নাই, ঠাঁই নাই' ু ১ বার, ঠাঁই নাই ু ২ বার, 'দেখে যেন মনে হয় চিনি উহারে'- ২ বার, \হ'সোনার তরী' আছে ু ১ বার, তরণী ু ১ বার \হতরী ু ৪ বার, ধান ু ৪ বার, নদী ু ৩ বার \হবর্ষা ু ২ বার। ২০. 'সোনার তরী' কবিতায় 'আমি' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর : আমি- সাধারণ অর্থে কৃষক। প্রতীকী অর্থে শিল্পস্রষ্টা কবি নিজে। ২১. 'সোনার তরী' কবিতায় মাঝিকে কৃষকের পরিচিত মনে হলেও তার আচরণে কী ছিল? উত্তর : 'সোনার তরী' কবিতায় মাঝিকে কৃষকের পরিচিত মনে হলেও তার আচরণে ছিল অপরিচয়ের নির্বিকারত্ব ও নিরাসক্তি। ২২. মানুষের সৃষ্ট সোনার ফসল টিকে থাকে কেন? উত্তর : সৃষ্টি অবিনশ্বর বলে। ২৩. 'সোনার তরী' কবিতায় নিবিড়ভাবে কী মিশে আছে? উত্তর : 'সোনার তরী' কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন। ২৪. 'সোনার তরী' কবিতায় 'বিদেশ' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর : চিরায়ত শিল্পলোক। ২৫. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন অনুভূতি সোনার তরী কবিতায় ব্যক্ত হয়েছে? উত্তর : নিঃসঙ্গ বেদনা নিয়ে মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার ইঙ্গিত। ২৬. 'সোনার তরী' কবিতায় কৃষক কীসের বেদনা নিয়ে অনিবার্য মৃতু্যর প্রতীক্ষায় থাকে? উত্তর : নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে। অনুধাবনমূলক প্রশ্নোত্তর ১. 'বাঁকা জল' বলতে কী বোঝানো হয়েছে? উত্তর : 'বাঁকা জল' বলতে ভরা বর্ষায় নদীর জলের ভয়ংকর রূপ ধারণের বিষয়টিকে বোঝানো হয়েছে। কবিতায় এক নিঃসঙ্গ কৃষক সোনার ধান কেটে নদী তীরবর্তী ক্ষেতে অপেক্ষমাণ। আকাশে ঘন মেঘের গর্জন, বর্ষার ভরা নদীর ক্ষুরধারা স্রোতের সঙ্গে এর জলও বাঁকা হয়ে খেলা করছে। ছোট ক্ষেতটুকুকে ধীরে ধীরে গ্রাস করে চলেছে তা। এভাবে 'বাঁকা জল' শব্দবন্ধের ভেতর দিয়ে কবিতাটিতে বৈরী প্রকৃতির রুদ্ররূপের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এ ছাড়া 'বাঁকা জল' কবিতাটিতে অনন্ত কালস্রোতের প্রতীক। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়