শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ২৬ আগস্ট ২০২৪, ০০:০০
দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

দশম অধ্যায়

১৬. বাংলাদেশের টেরিটোরিয়েল সীমা কত?

ক. ১২ নটিক্যাল মাইল খ. ১০ নটিক্যাল মাইল

গ. ২০ নটিক্যাল মাইল ঘ. ১৫ নটিক্যাল মাইল

উত্তর :ক. ১২ নটিক্যাল মাইল

১৭. বাংলাদেশের সনিড়বহিত এলাকা কত নটিক্যাল মাইল?

ক. ১২ খ. ১৮

গ. ১০ ঘ. ১৩

উত্তর : খ. ১৮

১৮. এক নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার?

ক. ১.৭২২ খ. ১.৮৫০

গ. ১.৮৫২ ঘ. ১.৮৫৪

উত্তর :গ. ১.৮৫২

১৯. বাংলাদেশের উত্তরে ভারত রাজ্যের অংশবিশেষ হলো-

র. পশ্চিমবঙ্গ রর. মেঘালয় ররর. আসাম

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

২০. বাংলাদেশের পূর্বে ভারতের কোন অঙ্গরাজ্যটি অবস্থিত?

ক. রাজস্থান খ. ত্রিপুরা

গ. পশ্চিমবঙ্গ ঘ. মেঘালয়

উত্তর :খ. ত্রিপুরা

২১. বাংলাদেশ ও মায়ানমার মধ্যবর্তী সীমার দৈর্ঘ্য কত?

ক. ৪৭১২ কিমি. খ. ৩৭১৫ কিমি.

গ. ২৮০ কিমি. ঘ. ২৪৭০ কিমি.

উত্তর :গ. ২৮০ কিমি.

২২. ভারতের সাথে বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য ৩৭১৫ কিলোমিটার এবং মিয়ানমার ও সাগর অংশের মোট দৈর্ঘ্য (২৮০ + ৭১৬) ৯৯৬ কিলোমিটার। মিয়ানমার ও সাগর অংশের তুলনায় ভারত অংশের দৈর্ঘ্য শতকরা কত ভাগ বেশি?

ক. ৭০.১৯ ভাগ খ. ৭২.২৯ ভাগ

গ. ৭৩.৯৯ ভাগ ঘ. ৭৪.৪২ ভাগ

উত্তর :গ. ৭৩.৯৯ ভাগ

২৩. বাংলাদেশের সীমারেখা ও ভারত বাংলাদেশের মোট সীমারেখার দৈর্ঘ্য হলো-

র. ৪,৭১২ কিমি. রর. ৩,৭১৫ কিমি. ররর. ৫,৪০৭ কিমি.

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. ররও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক. র ও রর

২৪. পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপের নাম কী?

ক. মালদ্বীপ খ. আন্দামান দ্বীপপুঞ্জ

গ. বাংলাদেশ ঘ. জাভা

উত্তর :গ. বাংলাদেশ

২৫. লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত?

ক. গাজীপুর খ. টাঙ্গাইল

গ. ময়মনসিংহ ঘ. কুমিলস্না

উত্তর :ঘ. কুমিলস্না

২৬. বাংলাদেশের ভূপ্রকৃতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো-

র. সাগর-মহাসাগর

রর. নাতিশীতোষ্ণ জলবায়ু

ররর. নদনদী

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. ররর ঘ. রর ও ররর

উত্তর :গ. ররর

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

রফিক তার বন্ধুদের নিয়ে দেশের দক্ষিণাঞ্চলে বেড়াতে গেল। সেখানে লক্ষ করল ওই এলাকার ঘরগুলোর চালা/ছাদগুলো এক বিশেষ ধরনের পাতার তৈরি, যা ওই এলাকায় প্রচুর পরিমাণে জন্ম।

২৭. রফিক নিচের কোন এলাকায় বেড়াতে গিয়েছিল?

ক. বরিশাল, বাগেরহাট খ. খুলনা, পটুয়াখালী

গ. সাতক্ষীরা, বরিশাল ঘ. খুলনা, সাতক্ষীরা

উত্তর :ঘ. খুলনা, সাতক্ষীরা

২৮. রফিকের বেড়াতে যাওয়া এলাকাটির সাথে মধুপুর অঞ্চলের বৈসাদৃশ্য হলো-

র. বায়ুর আর্দতা

রর. মাটির বৈশিষ্ট্য

ররর. সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক. র ও রর

২৯. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত মিটার?

ক. ৬১০ খ. ১,২৩০

গ. ১,২০০ ঘ. ১,২৩১

উত্তর :ঘ. ১,২৩১

৩০. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ দুটির উচ্চতা হলো যথাক্রমে ১,২৩০ মিটার ও ১,২৩১ মিটার। এদের মধ্যে উচ্চতার পার্থক্য কত?

ক. ২ মিটার খ. ৩ মিটার

গ. ৪ মিটার ঘ. ১ মিটার

উত্তর :ঘ. ১ মিটার

৩১. কোন এলাকার বৃষ্টিপাত ২২০০-২৬০০ মিলিমিটার?

ক. সিলেট ও বরিশাল খ. দিনাজপুর ও রাঙামাটি

গ. টেকনাফ ও কুষ্টিয়া খ. রাজশাহী ও সিলেট

উত্তর :খ. দিনাজপুর ও রাঙামাটি

৩২. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

ক. গডউইন অস্টিন খ. মোদকমুয়াল

গ. তাজিনডং ঘ. লুসাই

উত্তর :গ. তাজিনডং

৩৩. বরেন্দ্রভূমির আয়তন কত?

ক. ৪,১০৩ বর্গ কিলোমিটার

খ. ৯,৩২০ বর্গ কিলোমিটার

গ. ৯৩০ বর্গ কিলোমিটার

ঘ. ২৬৬ বর্গ কিলোমিটার

উত্তর : খ. ৯,৩২০ বর্গ কিলোমিটার

৩৪. পস্নাবন সমভূমি হতে বরেন্দ্র ভূমির উচ্চতা কত?

ক. ১০ থেকে ১৬ মিটার

খ. ১৫ থেকে ২১ মিটার

গ. ৬ থেকে ১২ মিটার

ঘ. ১২ থেকে ১৮ মিটার

উত্তর :গ. ৬ থেকে ১২ মিটার

৩৫. লালমাই পাহাড়ের আয়তন কত?

ক. প্রায় ৩৪ বর্গ কিমি. খ. ৩৬.৩৫ বর্গ কিমি.

গ. ৩৫.৩৬ বর্গ কিমি. ঘ. ৩৬.৩৯ বর্গ কিমি.

উত্তর :ক. প্রায় ৩৪ বর্গ কিমি.

৩৬. লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার?

ক. ২৫ মিটার খ. ৩০ মিটার

গ. ২১ মিটার ঘ. ৩১ মিটার

উত্তর :গ. ২১ মিটার

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে