শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২৬ আগস্ট ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

ছবি

৩০. আবু হেনা মোস্তফা কামালের কোন বৈশিষ্ট্য তার কবিতাকে করেছে নন্দনশোভন?

ক. রোমান্টিক কবিস্বভাব খ. স্বদেশপ্রেম

গ. প্রকৃতি ঘনিষ্ঠতা ঘ. জীবন ঘনিষ্ঠতা

উত্তর :ক. রোমান্টিক কবিস্বভাব

৩১. আবু হেনা মোস্তফা কামালের কবিতার প্রধান সম্পদ কী?

ক. প্রকৃতির প্রাণবন্ত উপস্থাপনা

খ. প্রকৃতি ও মানবমনের সম্পর্ক

গ. মানবজীবন ও বাস্তবতা

ঘ. শব্দের বহুমুখী দ্যোতনা ও চিত্রধর্মিতা

উত্তর :ঘ. শব্দের বহুমুখী দ্যোতনা ও চিত্রধর্মিতা

৩২. আবু হেনা মোস্তফা কামাল কয়টি কাব্যগ্রন্থ রচনা করেছেন?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৫টি

উত্তর :গ. ৩টি

৩৩. 'আমি সাগরের নীল' ুআবু হেনা মোস্তফা কামালের কী ধরনের রচনা?

ক. কাব্য সংকলন খ. নাট্য সংকলন

গ. প্রবন্ধ সংকলন ঘ. গীতি সংকলন

উত্তর :ঘ. গীতি সংকলন

৩৪. 'আপন যৌবন বৈরী' আবু হেনা মোস্তফা কামাল রচিত কোন জাতীয় রচনা?

ক. নাট্যগ্রন্থ খ. কাব্যগ্রন্থ

গ. গীতি-সংকলন ঘ. প্রবন্ধ

উত্তর :খ. কাব্যগ্রন্থ

৩৫. 'যেহেতু জন্মান্ধ' আবু হেনা মোস্তফা কামালের কোন ধরনের রচনা?

ক. নাট্যগ্রন্থ খ. প্রবন্ধগ্রন্থ

গ. উপন্যাস ঘ. কাব্যগ্রন্থ

উত্তর :ঘ. কাব্যগ্রন্থ

৩৬. নিচের কোনটি আবু হেনা মোস্তফা কামাল রচিত কাব্যগ্রন্থ?

ক. কথা ও কবিতা খ. আমি সাগরের নীল

গ. শিল্পীর রূপান্তর ঘ. আক্রান্ত গজল

উত্তর :ঘ. আক্রান্ত গজল

৩৭. নিচের কোনটি আবু হেনা মোস্তফা কামাল রচিত গীতি সংকলন?

ক. আপন যৌবন বৈরী খ. আমি সাগরের নীল

গ. কথা ও কবিতা ঘ. আক্রান্ত গজল

উত্তর :খ. আমি সাগরের নীল

৩৮. আবু হেনা মোস্তফা কামালের প্রবন্ধগ্রন্থ কোনটি?

ক. আপন যৌবন বৈরী খ. যেহেতু জন্মান্ধ

গ. কথা ও কবিতা ঘ. চিন্তার কথকথা

উত্তর :গ. কথা ও কবিতা

৩৯. 'শিল্পীর রূপান্তর' আবু হেনা মোস্তফা কামালের কোন জাতীয় রচনা?

ক. নাট্যগ্রন্থ খ. প্রবন্ধগ্রন্থ

গ. উপন্যাস ঘ. কাব্যগ্রন্থ

উত্তর :খ. প্রবন্ধগ্রন্থ

৪০. আবু হেনা মোস্তফা কামাল রচিত 'কথা ও কবিতা' কোন জাতীয় গ্রন্থ?

ক. নাট্যগ্রন্থ খ. প্রবন্ধগ্রন্থ

গ. উপন্যাস ঘ. কাব্যগ্রন্থ

উত্তর :খ. প্রবন্ধগ্রন্থ

৪১. কবি আবু হেনা মোস্তফা কামাল কত খ্রিষ্টাব্দে মৃতু্যবরণ করেন?

ক. ১৯৮৮ খ. ১৯৮৯

গ. ১৯৯৯ ঘ. ২০০৩

উত্তর :খ. ১৯৮৯

৪২. কবি আবু হেনা মোস্তফা কামালের মৃতু্য তারিখ কোনটি?

ক. ২৩ সেপ্টেম্বর খ. ২৩ অক্টোবর

গ. ২৩ নভেম্বর ঘ. ২৩ ডিসেম্বর

উত্তর :ক. ২৩ সেপ্টেম্বর

৪৩. কবি আবু হেনা মোস্তফা কামাল কত বছর বয়সে মৃতু্যবরণ করেন?

ক. ৫১ বছর খ. ৫৩ বছর

গ. ৫২ বছর ঘ. ৫৪ বছর

উত্তর :খ. ৫৩ বছর

৪৪. কবি আবু হেনা মোস্তফা কামাল কোথায় মৃতু্যবরণ করেন?

ক. সিরাজগঞ্জে খ. রাজশাহীতে

গ. পাবনায় ঘ. ঢাকায়

উত্তর :ঘ. ঢাকায়

৪৫. রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতবিতান' একটি সমৃদ্ধ সঙ্গীত সংকলন। আবু হেনা মোস্তফা কামালের কোন গ্রন্থ 'গীতবিতান'্ত এর সাথে সম্পর্কযুক্ত?

ক. আপন যৌবন বৈরী খ. আক্রান্ত গজল

গ. শিল্পীর রূপান্তর ঘ. আমি সাগরের নীল

উত্তর :ঘ. আমি সাগরের নীল

৪৬. কাজী নজরুল ইসলামের 'অগ্নি-বীণা' কাব্যগ্রন্থের সাথে আঙ্গিকগতভাবে সাদৃশ্য রয়েছে কোন গ্রন্থের?

ক. কথা ও কবিতা খ. আমি সাগরের নীল

গ. শিল্পীর রূপান্তর ঘ. আক্রান্ত গজল

উত্তর :ঘ. আক্রান্ত গজল

৪৭. 'ছবি' কবিতায় কবি কাদের আমন্ত্রণ জানিয়েছেন?

ক. যারা শিল্পমনস্ক তাদের

খ. এদেশের সকল মানুষকে

গ. বিশ্বের সমগ্র মানুষকে

ঘ. বিশ্বের জ্ঞানী-গুণীদের

উত্তর :গ. বিশ্বের সমগ্র মানুষকে

৪৮. 'ছবি' কবিতায় 'আপনাদের' বলতে কাদের বোঝানো হয়েছে?

ক. বাঙালি মনীষীদের খ. বিদেশিদের

গ. জ্ঞানী-গুণীদের ঘ. মহামানবদের

উত্তর :খ. বিদেশিদের

৪৯. 'উদার আমন্ত্রণ' কথাটিতে বাঙালি জাতির কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?

ক. মানবিকতা খ. দানশীলতা

গ. আভিজাত্য ঘ. আন্তরিকতা

উত্তর :ঘ. আন্তরিকতা

৫০. কবি বাংলাদেশকে কীসের সাথে তুলনা করেছেন?

ক. প্রকৃতির খ. ছবির

গ. কবিতার ঘ. ফসলের

উত্তর :খ. ছবির

সোনার তরী

সোনার তরী কৃষকের উৎপাদিত ধানে ভরে গিয়েছিল বলে সেখানে কৃষকের ঠাঁই হয়নি। কর্মফলস্বরূপ রাশি রাশি সোনার ধান কেটে নিঃসঙ্গ কৃষক নদী তীরে অপেক্ষমাণ ছিলেন। এ সময় ভরা পালে তরী বেয়ে একজন অচেনা মাঝির আগমন ঘটে।

কৃষকের অনুরোধে মাঝি তার সয ধান নৌকায় তুলে নিলে নৌকা পরিপূর্ণ হয়ে যায়। ফলে সেখানে কৃষকের স্থান সংকুলান হয় না। প্রকৃতপক্ষে, মহাকাল-রূপ সোনার তরীতে কর্মফল জায়গা পেলেও সেখানে ব্যক্তিমানুষ স্থান পায় না। এই অমোঘ বাস্তবতার কারণেই ফসলে পরিপূর্ণ সোনার তরীতে কৃষক ঠাঁই পাননি।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে