সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২৬ আগস্ট ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
নওয়াব আব্দুল লতিফ
প্রশ্ন :ভারত ছাড়-আন্দোলন- উত্তর :১৯৪২ সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে আন্দোলন। প্রশ্ন :কেবিনেট মিশন পরিকল্পনা- উত্তর : ১৯৪৬ সালে ভারত সচিব পেথিক লরেন্সের নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট কমিশন ভারতে প্রেরিত হয়। প্রশ্ন :ভারত বিভক্তি - উত্তর র্:যাডক্লিফ কমিশনের প্রধান সাইরিলর্ যাডক্লিফের রোয়েদাদ অনুযায়ী ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান ও ১৫ আগস্ট ভারত স্বাধীন হয়। প্রশ্ন :বাংলাদেশে ইংরেজি শিক্ষা চালু হওয়ায় সবচেয়ে বেশি উপকৃত হয়- উত্তর :হিন্দু সম্প্রদায়। প্রশ্ন :প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করা হয়- উত্তর :হিন্দু কলেজকে। প্রশ্ন :মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন- উত্তর :নওয়াব আব্দুল লতিফ। প্রশ্ন :আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন- উত্তর :সৈয়দ আহমেদ খান। প্রশ্ন :ভারত উপমহাদেশে প্রথম প্রিভি কাউন্সিলের সদস্য হন- উত্তর :সৈয়দ আমীর আলী। প্রশ্ন :কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন- উত্তর :সৈয়দ মাহমুদ। প্রশ্ন :মুসলমানদের পৃথক নির্বাচনের দাবি স্বীকৃতি হয়- উত্তর :মর্লি মিন্টো সংস্কার আইনের মাধ্যমে। প্রশ্ন :১৯৩৭ সালে প্রকাশিত মুসলমানদের বাংলা মুখপাত্রটির নাম- উত্তর :দৈনিক আজাদ। প্রশ্ন :বাংলায় ঋণ সালিশি আইন প্রবর্তন করেন- উত্তর :এ.কে. ফজলুল হক। প্রশ্ন :ব্রিটিশ ভারত বিভক্তির সময় বাংলার প্রধানমন্ত্রী ছিলেন- উত্তর :হোসেন শহীদ সোহরাওয়ার্দী। প্রশ্ন :ভারতে সাধারণ নির্বাচনের নির্দেশ প্রদান করেন- উত্তর :ব্রিটিশ প্রধানমন্ত্রী মিস্টার অ্যাটলি। প্রশ্ন :বাংলায় নীল চাষ বিলুপ্ত হয়- উত্তর :১৮৬০ সালে। প্রশ্ন :বাংলার নীল বিদ্রোহে অংশগ্রহণ করে- উত্তর :নীলচাষিরা। প্রশ্ন :নওয়াব আব্দুল লতিফের উলেস্নখযোগ্য কীর্তি- উত্তর :মোহামেডান লিটারেরি সোসাইটি, প্রতিষ্ঠা ১৮৬৩ সালে।