দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ
প্রকাশ | ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
নবম অধ্যায়
নিচের উদ্দীপকটি পড় এবং ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
তুহিন যে শিল্পপ্রতিষ্ঠানে চাকরি করে তার বিপুল শ্রমিকের সংখ্যা, বিশাল মূলধন ও ব্যাপক অবকাঠামো রয়েছে।
৪৬. তুহিন কোন শিল্পকারখানায় কাজ করে?
ক. সাইকেল ঘ. রেডিও কারখানা
গ. টেলিভিশন কারখানা ঘ. মোটরগাড়ি
উত্তর: ঘ. মোটরগাড়ি
৪৭. এ ধরনের শিল্পের অবস্থান হয়ে থাকে-
র. শহরের পাশে
রর. শহরের কাছাকাছি
ররর. শহরের ভিতর
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ক. র ও রর
নিচের উদ্দীপকটি পড় এবং ৪৮ ও ৪৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
গালিব একটি শিল্পে কাজ করে যা শহরের কাছাকাছি অবস্থিত এবং সেখানে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়।
৪৮. গালিব কোন ধরনের শিল্পে কাজ করে?
ক. ছোটখাটো খ. ক্ষুদ্র
গ. মাঝারি ঘ. বৃহৎ
উত্তর: ঘ. বৃহৎ
৪৯. উক্ত শিল্পটির অন্তর্ভুক্ত হলো-
র. বস্ত্র শিল্প রর. তাঁত শিল্প ররর. পোশাক শিল্প
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: খ. রর ও রর
৫০. বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে কোন শিল্প থেকে?
ক. বস্ত্র শিল্প খ. জাহাজ শিল্প
গ. চিনি শিল্প ঘ. পোশাক শিল্প
উত্তর: ঘ. পোশাক শিল্প
৫১. জাপানের রপ্তানিকৃত পণ্যের মধ্যে রয়েছে-
র. লৌহ ও ইস্পাতের তৈরি যন্ত্রপাতি
রর. ইলেকট্রনিক্স সামগ্রী
ররর. মোটরগাড়ি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ঘ. র, রর ও ররর
দশম অধ্যায়
১. ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের ভূখন্ডে কত একর জমি যোগ হয়েছে?
ক. ৯,০৪১.২৫ একর খ. ১০,০৪১.২৫ একর
গ. ১১,০৪১.২৫ একর ঘ. ১২,০৪১.২৫ একর
উত্তর : খ. ১০, ০৪১.২৫ একর
২. রায়ের ফলে কত বর্গকিলোমিটারেরও বেশি জলসীমা পেয়েছে?
ক. প্রায় এক লক্ষ খ. প্রায় দুই লক্ষ
গ. প্রায় তিন লক্ষ ঘ. প্রায় চার লক্ষ
উত্তর : ক. প্রায় এক লক্ষ
৩. বর্তমানে উপকূল থেকে কত নটিক্যাল মাইলের বাংলাদেশ দাবিদার?
ক. ৩০০ খ. ৩২৫
গ. ৩৫০ ঘ. ৩৭৫
উত্তর :গ. ৩৫০
৪. বাংলাদেশের কোন অঞ্চলের ওপর দিয়ে কর্কটক্রন্তি রেখা অতিক্রম করেছে?
ক. উত্তরাঞ্চল খ. দক্ষিণাঞ্চল
গ. মাঝামাঝি ঘ. পূর্বাঞ্চল
উত্তর : গ. মাঝামাঝি
৫. ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় হয় কত সালে?
ক. ২০১২ সালে খ. ২০১৩ সালে
গ. ২০১৪ সালে ঘ. ২০১৫ সালে
উত্তর : ঘ. ২০১৫ সালে
৬. সালিশ ট্রাইবু্যনাল কোথায় অবস্থিত?
ক. মেলবর্নে খ. হেগে
গ. ওয়াশিংটনে ঘ. লন্ডনে
উত্তর : খ. হেগে
৭. হেগ কোথায় অবস্থিত?
ক. নেদারল্যান্ডস খ. নিউজিল্যান্ড
গ. বেলজিয়াম ঘ. আয়ারল্যান্ড
উত্তর : ক. নেদারল্যান্ডস
৮. বাংলাদেশে বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য কত?
ক. ৮১৮ কিমি. খ. ৭৭৫ কিমি.
গ. ৭১৬ কিমি. ঘ. ৮১৫ কিমি.
উত্তর : গ. ৭১৬ কিমি.
৯. কোন শহরটি বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত?
ক. ময়মনসিংহ খ. চট্টগ্রাম
গ. খাগড়াছড়ি ঘ. সিলেট
উত্তর : ঘ. সিলেট
১০. কোন শহরটির গড় তাপমাত্রা জুলাই মাসে ২৮ ডিগ্রি সেলসিয়াস হয়?
ক. নোয়াখালী খ. বরিশাল
গ. পটুয়াখালী ঘ. খুলনা
উত্তর : গ. পটুয়াখালী
১১. ঢাকা থেকে দিনাজপুরের দূরত্ব কত?
ক. ২৪০ কিলোমিটার খ. ২৮০ কিলোমিটার
গ. ৩২০ কিলোমিটার ঘ. ৩৬০ কিলোমিটার
উত্তর : ক. ২৪০ কিলোমিটার
১২. বাংলাদেশের আয়তন কত?
ক. ১,৭৫,৩৩৫ বর্গ কিলোমিটার
খ. ২,৩২,০৫৬ বর্গ কিলোমিটার
গ. ৩,৮৪,৩৩৮ বর্গ কিলোমিটার
ঘ. ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার
উত্তর : ঘ. ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার
১৩. বাংলাদেশে বনাঞ্চলের আয়তন কত?
ক. ২০,৬৫৭ বর্গ কিমি.
খ. ২১,৬৫৭ বর্গ কিমি.
গ. ২২,৬৫৭ বর্গ কিমি.
ঘ. ২৩,৬৫৭ বর্গ কিমি.
উত্তর : খ. ২১,৬৫৭ বর্গ কিমি.
১৪. নদী ও বনাঞ্চল বাদে বাংলাদেশের আয়তন কত?
ক. ১,১৬,৫০৮ বর্গ কিমি.
খ. ১,১৫,৬০ বর্গ কিমি.
গ. ১০০৭৭৫ বর্গ কিমি.
ঘ. ১,১৫,৬০.৭৯ বর্গ কিমি.
উত্তর : ক. ১,১৬,৫০৮ বর্গ কিমি
১৫. ভবিষ্যতে বাংলাদেশের কোন অংশের প্রসার ঘটলে আয়তন আরও বৃদ্ধি পাবে?
ক. উত্তর খ. দক্ষিণ
গ. পূর্ব ঘ. পশ্চিম
উত্তর : খ. দক্ষিণ
পরবর্তী অংশ আগামী সংখ্যায়