বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

ছবি

৬. আবু হেনা মোস্তফা কামাল কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক. সুনামগঞ্জ খ. মানিকগঞ্জ

গ. সিরাজগঞ্জ ঘ. হবিগঞ্জ

উত্তর : গ. সিরাজগঞ্জ

৭. সিরাজগঞ্জ জেলা আগে কোন জেলার অন্তর্গত ছিল?

ক. সুনামগঞ্জ খ. মানিকগঞ্জ

গ. পাবনা ঘ. হবিগঞ্জ

উত্তর : গ. পাবনা

৮. আবু হেনা মোস্তফা কামাল সিরাজগঞ্জ জেলার কোন থানায়। জন্মগ্রহণ করেন?

ক. কাজীপুর খ. উলস্নাপাড়া

গ. বেলকুচি ঘ. কামারখন্দ

উত্তর : খ. উলস্নাপাড়া

৯. আবু হেনা মোস্তফা কামাল কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন?

ক. সোনাতলা খ. শিবপুর

গ. নয়ানগাতী ঘ. গোবিন্দা

উত্তর : ঘ. গোবিন্দা

১০. কবি আবু হেনা মোস্তফা কামালের পিতার নাম কী?

ক. এম. শাহজাহান আলী

খ. এম. আকবর আলী

গ. এম. জাহাঙ্গীর আলী

ঘ. এম. আইয়ুব আলী

উত্তর : ক. এম. শাহজাহান আলী

১১. আবু হেনা মোস্তফা কামালের মাতার নাম কী?

ক. জেবুননেসা খ. হায়াতুননেসা

গ. মেহেরুননেসা ঘ. খালেকুননেসা

উত্তর : ঘ. খালেকুননেসা

১২. আবু হেনা মোস্তফা কামাল কোন ধরনের কবি হিসেবে পরিচিত?

ক. তিমির হননের কবি খ. বিশিষ্ট রোমান্টিক কবি

গ. নির্জনতার কবি ঘ. প্রকৃতির কবি

উত্তর : খ. বিশিষ্ট রোমান্টিক কবি

১৩. আবু হেনা মোস্তফা কামাল নিচের কোন পেশায় জড়িত ছিলেন?

ক. অধ্যাপনা খ. সাংবাদিকতা

গ. ব্যবসায় ঘ. ব্যাংক কর্মকর্তা

উত্তর : ক. অধ্যাপনা

১৪. আবু হেনা মোস্তফা কামাল কেমন সাহিত্য সমালোচক ছিলেন?

ক. সৃজনশীল খ. প্রগতিশীল

গ. মননশীল ঘ. প্রতিশ্রম্নতিশীল

উত্তর : গ. মননশীল

১৫. আবু হেনা মোস্তফা কামাল শিক্ষাজীবনে কী হিসেবে সুপরিচিত ছিলেন?

ক. সফল উদ্যোক্তা খ. তরুণ কবি

গ. ভালো ফুটবলার ঘ. কৃতী ছাত্র

উত্তর : ঘ. কৃতী ছাত্র

১৬. আবু হেনা মোস্তফা কামাল কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়

গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

উত্তর : ক. ঢাকা বিশ্ববিদ্যালয়

১৭. আবু হেনা মোস্তফা কামাল স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কোন বিষয়ে অধ্যয়ন করেছে-

ক. গণযোগাযোগ ও সাংবাদিকতা

খ. ইংরেজি ভাষা ও সাহিত্য

গ. বাংলা ভাষা ও সাহিত্য

ঘ. রাষ্ট্রবিজ্ঞান

উত্তর :গ. বাংলা ভাষা ও সাহিত্য

১৮. আবু হেনা মোস্তফা কামাল কত খ্রিষ্টাব্দে এমএ ডিগ্রি অর্জন করেন?

ক. ১৯৩২ খ. ১৯৩৬

গ. ১৯৫৯ ঘ. ১৯৫৪

উত্তর : গ. ১৯৫৯

১৯. আবু হেনা মোস্তফা কামালের এমএ ডিগ্রির ফলাফল কী?

ক. প্রথম শ্রেণিতে প্রথম খ. প্রথম শ্রেণিতে দ্বিতীয়

গ. দ্বিতীয় শ্রেণিতে প্রথম ঘ. দ্বিতীয় শ্রেণিত দ্বিতীয়

উত্তর : ক. প্রথম শ্রেণিতে প্রথম

২০. আবু হেনা মোস্তফা কামাল কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন?

ক. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

খ. নটিংহাম বিশ্ববিদ্যালয়

গ. লন্ডন বিশ্ববিদ্যালয়

ঘ. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

উত্তর : গ. লন্ডন বিশ্ববিদ্যালয়

২১. আবু হেনা মোস্তফা কামাল কত খ্রিষ্টাব্দে পিএইচডি ডিগ্রি অর্জন করেন?

ক. ১৯৩২ খ. ১৯৩৬

গ. ১৯৫৯ ঘ. ১৯৬৯

উত্তর : ঘ. ১৯৬৯

২২. আবু হেনা মোস্তফা কামাল কোন কলেজের অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন-

ক. ঢাকা কলেজ খ. ব্রজমোহন কলেজ

গ. কারমাইকেল কলেজ ঘ. পাবনার এডওয়ার্ড কলেজ

উত্তর : ঘ. পাবনার এডওয়ার্ড কলেজ

২৩. 'যেহেতু জন্মান্ধ'্ত কাব্যগ্রন্থটির কবি কে?

ক. শহীদ কাদরী খ. শামসুর রাহমান

গ. আবু হেনা মোস্তফা কামাল ঘ. নির্মলেন্দু গুণ

উত্তর : গ. আবু হেনা মোস্তফা কামাল

২৪. আবু হেনা মোস্তফা কামাল কোন পেশার মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন?

ক. সাংবাদিকতা খ. ওকালতি

গ. অধ্যাপনা ঘ. ব্যবসায়

উত্তর : গ. অধ্যাপনা

২৫. আবু হেনা মোস্তফা কামাল কোন কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন?

ক. জগন্নাথ কলেজ

খ. বগুড়া আজিজুল হক কলেজ

গ. ঢাকা কলেজ

ঘ. পাবনা এডওয়ার্ড কলেজ

উত্তর : ঘ. পাবনা এডওয়ার্ড কলেজ

২৬. আবু হেনা মোস্তফা কামাল কয়টি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৫টি

উত্তর : গ. ৩টি

২৭. কোথায় কর্মরত থাকাকালে আবু হেনা মোস্তফা কামাল বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন?

ক. রাজশাহী বিশ্ববিদ্যালয় খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

গ. ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

উত্তর : গ. ঢাকা বিশ্ববিদ্যালয়

২৮. বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আবু হেনা মোস্তফা কামাল কোন পদে দায়িত্ব পালন করেছেন?

ক. মহাপরিচালক খ. ব্যবস্থাপক

গ. চেয়ারম্যান ঘ. পরিচালক

উত্তর : ক. মহাপরিচালক

২৯. বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালকের দায়িত্ব পালনকালে আবু হেনা মোস্তফা কামাল কোথায় কর্মরত ছিলেন?

ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

উত্তর : গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে