বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ২৪ আগস্ট ২০২৪, ০০:০০
দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

নবম অধ্যায়

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

শিল্প প্রাকৃতিক ও অর্থনৈতিক নিয়ামকের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। শিল্পনির্ভর নিয়ামক যে দেশে বেশি পরিলক্ষিত হয় সেই দেশে শিল্প কারখানা অধিক গড়ে ওঠে?

৩৪. বাংলাদেশের রাঙামাটিতে কোন ধরনের কাঁচামালের জন্য কাগজ শিল্প গড়ে উঠেছে?

ক. বাঁশ ও বেত

খ. আখ

গ. সুন্দরি কাঠ

ঘ. নল খাগড়া গাছ

উত্তর: ক. বাঁশ ও বেত

৩৫. কোনটি শক্তি সম্পদ নয়?

ক. প্রাকৃতিক গ্যাস

খ. কয়লা

গ. পারমাণবিক শক্তি

ঘ. বাঁশ ও বেত

উত্তর: ঘ. বাঁশ ও বেত

৩৬. ঘনবসতিপূর্ণ অঞ্চলে অধিক শিল্পগুলো গড়ে ওঠার কারণ-

র. প্রচুর সস্তা শ্রমিক

রর. পরিবহন সুবিধা বেশি

ররর. অধিক শক্তি সম্পদ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ঘ. র, রর ও ররর

৩৭. বস্ত্র শিল্প স্থাপনের জন্য কোন ধরনের জলবায়ু প্রয়োজন?

ক. উষ্ণ জলবায়ু খ. আর্দ্র জলবায়ু

গ. শীতল জলবায়ু ঘ. মৌসুমি জলবায়ু

উত্তর: খ. আর্দ্র জলবায়ু

৩৮. কোনটি ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত?

ক. তাঁত শিল্প খ. বেকারি কারখানা

গ. ডেইরি ফার্ম ঘ. সবকটি

উত্তর: ঘ. সবকটি

৩৯. কোন শিল্প ব্যক্তি উদ্যোগ ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় গড়ে ওঠে?

ক. বৃহৎ শিল্প খ. মাঝারি শিল্প

গ. ক্ষুদ্র শিল্প ঘ. কুটিরশিল্প

উত্তর: খ. মাঝারি শিল্প

৪০. শিল্পের আকার অনুসারে শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

উত্তর: খ. ৩ ভাগে

৪১. কোন শিল্পগুলোতে কম শ্রমিক ও অল্প মূলধনের প্রয়োজন?

ক. বৃহৎ শিল্পে

খ. মাঝারি শিল্পে

গ. ক্ষুদ্র শিল্পে

ঘ. সবকটি

উত্তর: গ. ক্ষুদ্র শিল্পে

৪২. বড় বড় কারখানা চালাতে ব্যবহৃত হচ্ছে-

র. খনিজ তৈল

রর. প্রাকৃতিক ও জলবিদু্যৎ

ররর. পারমাণবিক শক্তি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ঘ. র, রর ও ররর

৪৩. কোনটি মাঝারি শিল্পের উদাহরণ?

ক. জাহাজ শিল্প

খ. তাঁত শিল্প

গ. চামড়া শিল্প

ঘ. বস্ত্র শিল্প

উত্তর: গ. চামড়া শিল্প

৪৪. বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত-

র. লৌহ ও ইস্পাত শিল্প

রর. বস্ত্র শিল্প

ররর. মোটরগাড়ি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ঘ. র, রর ও ররর

৪৫. পোশাক শিল্প বেশি গড়ে উঠেছে-

র. বাংলাদেশ

রর. ভারত

ররর. চীন

নিচের কোনটি সঠিক?

ক. র খ. র ও রর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ঘ. র, রর ও ররর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে