বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২৪ আগস্ট ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

নূরলদীনের কথা মনে পড়ে যায়

২৩. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় নূরলদীন কোন সময় আসবে বলে প্রত্যাশা করা হয়েছে?

ক. স্বর্ণালি সন্ধ্যায় খ. কাল পূর্ণিমায়

গ. চৈতি রাতে ঘ. সোনালি সকালে

উত্তর :খ. কাল পূর্ণিমায়

২৪. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় নুরলদীন কী বলে সবাইকে ডাক দিবে?

ক. জাগো বাহে, কোনঠে সবায়

খ. জাগো বাহে, ওঠো সবাই

গ. জাগো বাহে, চলো সবাই

ঘ. জাগো বাহে, জাগো সবাই

উত্তর : ক. জাগো বাহে, কোনঠে সবায়

২৫. 'জ্যোৎস্না' বলতে বোঝায়-

ক. পূর্ণিমার রাত খ. অমাবস্যা

গ. চন্দ্রালোক ঘ. নক্ষত্রলোক

উত্তর :গ. চন্দ্রালোক

২৬. 'নুরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় নীরব নিস্তব্ধ পরিবেশের প্রতিরূপক হিসেবে ব্যবহৃত হয়েছে-

ক. নিলক্ষ্য খ. কালঘুম

গ. স্তব্ধতার দেহ ঘ. তীব্র শীত

উত্তর :গ. স্তব্ধতার দেহ

২৭. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় জ্যোস্নার রং কে দুঃখের সঙ্গে তুলনা করা হয়েছে কেন?

ক. উভয়ের রঙে মিল আছে বলে

খ. উভয়ের রং সাদা বলে

গ. জ্যোৎন্সা রাতে নুরলদীন দুধ খেত বলে

ঘ. জ্যোৎস্নার স্নিগ্ধতা দুঃখের স্বাদযুক্ত বলে

উত্তর :ক. উভয়ের রঙে মিল আছে বলে

২৮. 'নুরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতাটি কোন রচনা থেকে সংকলিত হয়েছে?

ক. কালের তীর্থ খ. নূরলদীনের সারাজীবন

গ. জাগো বাহে ঘ.পায়ের আওয়াজ পাওয়া যায়

উত্তর: ঘ.পায়ের আওয়াজ পাওয়া যায়

২৯. ঐতিহাসিক চরিত্র বলতে বোঝায়-

ক. রাজারাজড়াদের চরিত্র

খ. অতীত যুগের চরিত্র

গ. ইতিহাসবেত্তার চরিত্র

ঘ. সোনালি দিনের চরিত্র

উত্তর : খ. অতীত যুগের চরিত্র

৩০. কবি নূরলদীনের সাহস আর ক্ষোভকে অসামান্য নৈপূণ্যে কিসের সাথে মিশিয়েছেন?

ক. ভাষা আন্দোলনের সাথে

খ. গণঅভু্যত্থানের সাথে

গ. মুক্তিযুদ্ধের সাথে

ঘ. স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাথে

উত্তর : গ. মুক্তিযুদ্ধের সাথে

৩১. ইতিহাসের প্রতিবাদী নূরলদীনকে মনে পড়ার কারণ-

ক. পাকিস্তানিদের শোষণ

খ. পাকিস্তানিদের হত্যা আর ধ্বংসলীলা

গ. সোনালি স্মৃতিচারণ

ঘ. ব্রিটিশদের শোষণ

উত্তর : খ. পাকিস্তানিদের হত্যা আর ধ্বংসলীলা

৩২. ইতিহাসের পাতা থেকে বেরিয়ে নূরলদীন কাদের ভিড়ে মিশে যান?

ক. আন্দোলনকারীদের

খ. শ্রমজীবী সাধারণ মানুষদের

গ. কৃষিজীবীদের

ঘ. মেহনতি মানুষদের

উত্তর : খ. শ্রমজীবী সাধারণ মানুষদের

ছবি

আর্য হলো এক বিশেষ মানবসম্প্রদায়, যারা নিজেদের বিশুদ্ধ ও শ্রে'বলে মনে করত। আলোচ্য অংশে কবি খাঁটি বাঙালি চেতনার ধারক অর্থে আর্যবংশের কথা বলেছেন। বাঙালি চেতনার ধারক সেই মহামানব অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় এবং ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের মধ্যদিয়ে সৃষ্টি হয় সেই ছবি তথা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

১. কোনটি আবু হেনা মোস্তফা কামালের গীতি সংকলন?

ক. আক্রান্ত গজল

খ. যেহেতু জন্মান্ধ

গ. আমি সাগরের নীল

ঘ. শিল্পীর রূপান্তর

উত্তর : গ. আমি সাগরের নীল

২. 'মেম্ফিস অথবা কালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ' -বলতে বোঝানো হয়েছ্তে

র. এ দেশের অতুলনীয় সৌন্দর্য

রর. দেশের প্রতি কবির মমত্ববোধ

ররর. মেম্ফিস, কালিফোর্নিয়ার সৌন্দর্য শিশুদের উপযোগী

নিচের কোনটি ঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

এসেছি আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে

এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে

৩. উদ্দীপকে 'ছবি' কবিতার যে ভাবগুলো প্রকাশিত হয়েছে তা হলো-

র. সুদীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম

রর. যুদ্ধকালীন মানুষের বিপর্যস্ত জীবন

ররর. বাঙালির স্বাধীনতা অর্জন

নিচের কোনটি ঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : খ. র ও ররর

৪. উক্ত ভাবকে কবি আবু হেনা মোস্তফা কামাল 'নতুন একটি ছবি' হিসেবে কল্পনা করেছেন কেন?

ক. ছবির মতো সুন্দর দেশ বলে

খ. খাঁটি বাঙালি শিল্পীর আঁকা বলে

গ. অকৃত্রিম রঙ ব্যবহৃত হয়েছে বলে

ঘ. ত্রিশ লক্ষ কারিগরের রক্তে রঞ্জিত বলে

উত্তর : ঘ. ত্রিশ লক্ষ কারিগরের রক্তে রঞ্জিত বলে

৫. আবু হেনা মোস্তফা কামাল কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

ক. ১৯৩২

খ. ১৯৩৬

গ. ১৯৩৪

ঘ. ১৯৩৮

উত্তর : খ. ১৯৩৬

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে