প্রশ্ন : নীলচাষিদের ওপর অত্যাচারের কাহিনী নিয়ে রচিত গ্রন্থের নাম-
উত্তর : নীল দর্পণ।
প্রশ্ন : কংগ্রেস-
উত্তর : ১৮৮৫ সালে গঠিত। প্রথম সভাপতি- উমেশচন্দ্র ব্যাণার্জী। প্রথম সাধারণ সম্পাদক- এলান অক্টোভিয়ান হিউম।
প্রশ্ন : বঙ্গভঙ্গ-
উত্তর : ১৯০৫ সালের ৫ জুলাই সরকারি ঘোষণার পর ১৬ অক্টোবর এটি কার্যকর হয়।
প্রশ্ন : বঙ্গভঙ্গ রদ-
উত্তর : এটি রদ করেন লর্ড হার্ডিঞ্জ। ১২ ডিসেম্বর, ১৯১১ সালে ইংলান্ডের সম্রাট পঞ্চম জর্জ দিলিস্নতে বঙ্গভঙ্গ রদ করার সরকারি ঘোষণা দেন। রদকরণ কার্যকর হয় ১ জানুয়ারি, ১৯১২ সালে।
প্রশ্ন : মুসলিম লীগ-
\হউত্তর : ১৯০৬ সালে প্রতিষ্ঠা। প্রথম সভাপতি- আগা খান। প্রস্তাবক- স্যার সলিমুলস্নাহ।
প্রশ্ন : মর্লি-মিন্টো সংস্কার-
উত্তর : ১৯০৯ সালে ভারত সচিব মর্লি ও ভাইসরয় মিন্টোর মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা গঠন সংক্রান্ত প্রস্তাব এবং মুসলমানদের জন্য পৃথক নির্বাচন আইন।
প্রশ্ন : নাথান কমিশন-
উত্তর : ১৯১২ সালের ১৩ সদস্যবিশিষ্ট কমিশন। এর মাধ্যমে ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন : লক্ষ্নৌ চুক্তি-
উত্তর : ১৯১৬ সালের ১৬ ডিসেম্বর কংগ্রেস ও মুসলিম লীগ পরস্পরকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি প্রদান করে।
প্রশ্ন : মন্টেগু-চেমসফোর্ড সংস্কার-
উত্তর : ১৯১৮ সালে প্রণীত মন্টেগু- চেমসফোর্ড রিপোর্ট অনুযায়ী ১৯১৯ সালে ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত ভারত শাসন আইনের সংস্কারই মন্টেগু- চেমসফোর্ড সংস্কার।
প্রশ্ন : খিলাফত আন্দোলন-
উত্তর : ১৯১৯ সালের ১৭ অক্টোবর খিলাফত দিবস। ১৯১৯-১৯২২ সাল পর্যন্ত এই অন্দোলন চলে। নেতৃত্ব দেন মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ।