দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ২৩ আগস্ট ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
নবম অধ্যায় ১৪. কোনটি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের অন্তর্ভুক্ত নয়? ক. পশুপালন খ. মৎস্য শিকার গ. কাঠ চেরাই ঘ. সবকটি উত্তর: ঘ. সবকটি ১৫. কোনটি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের অন্তর্ভুক্ত নয়? ক. কৃষিকার্য খ. চিকিৎসা গ. খনিজ উত্তোলন ঘ. পশুপালন উত্তর:খ. চিকিৎসা ১৬. কোনটি দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ড? ক. কৃষিকাজ খ. যন্ত্রপাতি প্রস্তুতকরণ গ. শিক্ষা ঘ. চিকিৎসা উত্তর:খ. যন্ত্রপাতি প্রস্তুতকরণ ১৭. তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের আওতাভুক্ত- র. ব্যবসায় বাণিজ্য রর. পরিবহন ররর. লৌহ আকরিক থেকে ইস্পাত তৈরি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ক. র ও রর নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও : আধুনিক সভ্যতা শীর্ষক সেমিনারে প্রধান বক্তা তার বক্তৃতায় বলেন, পণ্যসামগ্রী ও সেবাকার্যের উৎপাদন, বিনিময় এবং ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত যেকোনো মানবীয় আচরণের প্রকাশই অর্থনৈতিক কার্যাবলি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলির সমন্বয়ে আজকের আধুনিক সভ্যতার সৃষ্টি হয়েছে। ১৮. অর্থনৈতিক কার্যাবলিকে কয় ভাগে ভাগ করা হয়? ক. ২ ভাগে খ. ৩ ভাগে গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে উত্তর:খ. ৩ ভাগে ১৯. প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের অন্তর্ভুক্ত- র. খনিজ উত্তোলন রর. কাঠ চেরাই ররর. পশুপালন নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ঘ. র, রর ও ররর ২০. কোন অঞ্চলের লোকেরা অক্সগু পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে? ক. শীতপ্রধান অঞ্চলের লোকেরা খ. উষ্ণমন্ডলীয় অঞ্চলের লোকেরা গ. নাতিশীতোষ্ণ অঞ্চলের লোকেরা ঘ. মরু অঞ্চলের লোকেরা উত্তর: খ. উষ্ণমন্ডলীয় অঞ্চলের লোকেরা ২১. কোন দেশগুলোতে কলকারখানার শ্রমিকেরা দীর্ঘক্ষণ পরিশ্রম করতে পারে? ক. নাতিশীতোষ্ণ মন্ডলীয় দেশে খ. শীতপ্রধান দেশে গ. গ্রীষ্মপ্রধান দেশে ঘ. নাতিশীতোষ্ণ ও শীতপ্রধান দেশে উত্তর: ঘ. নাতিশীতোষ্ণ ও শীতপ্রধান দেশে ২২. কোন শিল্পের জন্য আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয়? ক. বস্ত্র শিল্প খ. লৌহ ও ইস্পাত শিল্প গ. মৃৎশিল্প ঘ. সবকটি উত্তর: ক. বস্ত্র শিল্প ২৩. নিচের কোনটি অন্নুনত দেশ? ক. বাংলাদেশ খ. নিউজিল্যান্ড গ. মিয়ানমার ঘ. কেনিয়া উত্তর: ঘ. কেনিয়া ২৪. উন্নয়নশীল দেশের উদাহরণ কোনটি? ক. বাংলাদেশ খ. মিয়ানমার গ. ভুটান ঘ. সবগুলোই উত্তর: ঘ. সবগুলোই ২৫. উন্নত বিশ্বের দেশ কোনটি? ক. যুক্তরাজ্য খ. যুক্তরাষ্ট্র গ. ইতালি ঘ. সবগুলোই উত্তর: ঘ. সবগুলোই ২৬. কোনটি শিল্প গড়ে ওঠার নিয়ামক নয়? ক. মূলধন খ. শক্তি সম্পদের সান্নিধ্য গ. শ্রমিক স্বল্পতা ঘ. বাজারের সান্নিধ্য উত্তর: গ. শ্রমিক স্বল্পতা ২৭. কোনটি জলবায়ুর উপাদান? ক. তাপ খ. বৃষ্টি গ. জলীয়বাষ্প ঘ. সবকটি উত্তর: ঘ. সবকটি ২৮. কোন দেশের জলবায়ুতে পাট ভালো জন্মে? ক. যুক্তরাজ্য খ. যুক্তরাষ্ট্র গ. বাংলাদেশ ঘ. তুরস্ক উত্তর: গ. বাংলাদেশ ২৯. শিল্পায়ন বাধাগ্রস্ত হয় কেন? ক. মূলধনের অভাবে খ. অনুন্নত যোগাযোগ গ. শ্রমিক ধর্মঘট ঘ. উপযুক্ত মজুরির অভাব উত্তর: ক. মূলধনের অভাবে ৩০. কারখানায় কাজ করার জন্য কিসের প্রয়োজন হয়? ক. বিদু্যৎ সরবরাহ খ. শ্রমিক গ. কাঁচামাল ঘ. মূলধন উত্তর: খ. শ্রমিক ৩১. কোনো দেশের অর্থনীতির ভিত মজবুত হয় কীভাবে? ক. নগরায়ণে খ. যোগাযোগে গ. বিদু্যতায়নে ঘ. শিল্পায়নে উত্তর: ঘ. শিল্পায়নে ৩২. বাংলাদেশে পোশাক শিল্প গড়ে ওঠার প্রধান কারণ কোনটি? ক. বাজারের সান্নিধ্য খ. সস্তা শ্রমিক গ. শক্তি সম্পদের সান্নিধ্য ঘ. প্রযুক্তিগত কারণে উত্তর: খ. সস্তা শ্রমিক ৩৩. বাংলাদেশের কোন জেলায় বাঁশ ও বেত প্রচুর পরিমাণ পাওয়া যায়? ক. রাজশাহী খ. দিনাজপুর গ. কুষ্টিয়া ঘ. রাঙামাটি উত্তর: ঘ. রাঙামাটি হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়