সপ্তম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা
প্রকাশ | ২২ আগস্ট ২০২৪, ০০:০০
মোচ্ছা. রুবিনা খাতুন, সহকারী শিক্ষক, দখিনা রূপকারী উচ্চ বিদ্যালয়, বাগাইছড়ি, রাঙামাটি
অষ্টম অধ্যায়
\হএরপর 'আমার অভিজ্ঞতা : ছক ১' পূরণ কর। (স্বাস্থ্য সুরক্ষা বই : পৃষ্ঠা ১৩৬)
উত্তর : আমার নাম রাজু। আমি সপ্তম শ্রেণিতে পড়ি। আমি একটি প্রতিযোগিতামূলক 'ক্রিকেট খেলায়' অংশগ্রহণ করেছিলাম। আমাদের দলের নাম ছিল 'মেঘনা' এবং প্রতিপক্ষ ছিল 'পদ্মা'। খেলায় আমরা জয়লাভ করেছিলাম। উক্ত খেলায় সমবয়সিদের সাথে ঘটে যাওয়া আমার দুটি অভিজ্ঞতা শেয়ার করলাম। যার প্রথমটি ইতিবাচক এবং পরবর্তীটি নেতিবাচক।
তখন কী করেছিলাম?
আমি দুই ওভার বোলিং করে তিন উইকেট পেয়েছিলাম। আমার দলের অধিনায়ক জয় আমার খুব প্রশংসা করেছিল। তখন আমার খুব আনন্দ লেগেছিল।
তখন কী করেছিলাম?
ফিল্ডিং করার সময় আমি একটি ক্যাচ মিস করেছিলাম। তখন আমার দলের অন্যরা আমাকে সহানুভূতি দেখালেও দলের একজন আমাকে কটাক্ষ করেছিল। তখন আমি খুব খারাপ অনুভব করেছিলাম।
অভিজ্ঞতা-২ মূল বই : পৃষ্ঠা ১৩৮
তোমরা নিজেদের বইয়ের 'আমার অভিজ্ঞতা : ছক ১' বের কর এবং আবার ঘটনাটি মনে কর। এরকম আরও নেতিবাচক অভিজ্ঞতা হয়ে থাকলে এবার তা দলে শেয়ার কর। সবার অভিজ্ঞতার আলোকে একটি সাধারণ তালিকা তৈরি কর এবং শ্রেণিতে সবার সাথে উপস্থাপন কর। এরপর নিজের অভিজ্ঞতার আলোকে 'আমার অভিজ্ঞতা : ছক ২' পূরণ কর। (স্বাস্থ্য সুরক্ষা বই : পৃষ্ঠা ১৩৮)
উত্তর : আমার নাম আবির। আমি সপ্তম শ্রেণিতে পড়ি। আমার জীবনে সমবয়সিদের সাথে ঘটে যাওয়া কিছু নেতিবাচক অভিজ্ঞতার আলোকে 'আমার অভিজ্ঞতা' ছকটি পূরণ করেছি, যা নিচে তুলে ধরা হলো :
নেতিবাচক অভিজ্ঞতা :
১. আমার ছবি আঁকা সুন্দর হয়নি বলে কোনো এক সমবয়সি আমাকে নিয়ে বিদ্রম্নপ করেছিল।
২. ফুটবল খেলার সময় আমার এক সমবয়সি আমাকে ধাক্কা দিয়েছিল এবং আমি হাতে প্রচ- ব্যথা পেয়েছিলাম।
৩. আমার এক সমবয়েসি আমাকে প্রায়ই মোটা বলে উপহাস করত।
৪. শ্রেণিকক্ষে স্যার বোর্ডে একটি অঙ্ক সমাধান করতে বলেছিলেন। আমি অঙ্কটি ভুল করায় ক্লাসের অনেকেই হাসাহাসি করেছিল।
৫. আমার এক সমবয়সি আমাকে ধূমপান করতে বলায় আমি প্রতিবাদ করেছিলাম, তখন সে আমাকে মেরেছিল।
৬. আমার এক সহপাঠী আমাকে মোবাইলে ভিডিও গেইম খেলার কৌশল শিখিয়ে দিয়েছিল।
৭. আমার এক সহপাঠী আমাকে স্কুল পালাতে বাধ্য করেছিল।
৮. স্কুলের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার দল পরাজিত হয়েছিল। অনেক সহপাঠী বলল আমার উপস্থাপনা সুন্দর হয়নি তাই দল হেরেছে।
পরবর্তী অংশ আগামী সংখ্যায়