বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ২২ আগস্ট ২০২৪, ০০:০০
সৈয়দ মীর নিসার আলী

প্রশ্ন : হাজী শরীয়তউলস্নাহ জন্মগ্রহণ করেন-

উত্তর :১৭৮১ সালে শরীয়তপুর জেলায়।

প্রশ্ন : ফকিরদের উলেস্নখযোগ্য নেতা ছিলেন-

উত্তর :মজনুশাহ মস্তানা

প্রশ্ন :সন্ন্যাসীদের উলেস্নখযোগ্য নেতা ছিলেন-

উত্তর :ভবানী পাঠক।

প্রশ্ন :ফকিরদের সঙ্গে যুদ্ধে নিহত হন-

উত্তর :ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড।

প্রশ্ন :ফকির মজনু শাহের তৎপরতার তথ্য নিয়ে কবিতা রচনা করেন-

উত্তর :পঞ্চানন দাস।

প্রশ্ন :ফকির-সন্ন্যাসী বিদ্রোহ-

উত্তর : ১৭৬৩ সালে ফকির মজনু শাহের নেতৃত্বে এই বিদ্রোহ হয়।

প্রশ্ন : ফরায়েজি আন্দোলন-

উত্তর :১৮১৮ সালে হাজী মোহাম্মদ শরীয়তউলস্নাহর নেতৃত্বে এই আন্দোলন হয়। তিনি বাংলাকে দারুল হারব (যুদ্ধরত দেশ) নামে অভিহিত করেন। তার মৃতু্যর পর আন্দোলনের নেতৃত্ব দেন পুত্র মুহসীন উদ্দিন (দুদু মিয়া)।

প্রশ্ন :ইয়ং বেঙ্গল আন্দোলন-

উত্তর :১৮২৩-১৮২৯ পর্যন্ত লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে এই আন্দোলন হয়।

কলকাতা হিন্দু কলেজকে কেন্দ্র করে গঠিত এই আন্দোলন একটি সামাজিক ছাত্র আন্দোলন।

প্রশ্ন :তিতুমীরের বিদ্রোহ-

উত্তর :১৮৩১ সালের ২৩ অক্টোবর মীর নিসার আলীর (তিতুমীর) নেতৃত্বে সশস্ত্র আন্দোলন হয়।

কলকাতার বারাসাত মহকুমার নারিকেলবাড়িয়ায় তার বাঁশের কেলস্না ছিল। কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে বাঁশের কেলস্নার পতন হয়। তিতুমীরের সেনাপতি ছিলেন গোলাম মাসুম।

প্রশ্ন :সাঁওতাল বিদ্রোহ-

উত্তর :১৮৫৫-৫৬ সালে সিধু ও কানু দুই ভাইয়ের নেতৃত্বে এই আন্দোলন হয়।

প্রশ্ন :নীল বিদ্রোহ-

উত্তর :১৮৫৯-৬০ সালে এই আন্দোলন হয়। বিদ্রোহের কারণ অনুসন্ধান কমিটির নাম 'ইন্ডিগো কমিশন'

(মার্চ ৩১, ১৮৬০)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে