বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ২১ আগস্ট ২০২৪, ০০:০০
দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

অষ্টম অধ্যায়

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

ইরাবতি 'ভূগোল ও পরিবেশ' বই পাঠ করে জানতে পারে, পূর্বে মানুষ ছিল যাযাবরের মতো। কিন্তু যখন খাদ্য সরবরাহের নিয়ন্ত্রণ খানিকটা তার আয়ত্তে এল, তখন গড়ে উঠতে শুরু করল স্থায়ী বসতি বা গ্রাম।

১১৪. প্রাচীনকালে কোনটি ছিল সর্বাপেক্ষা শক্তিশালী নগরী?

ক) রোম খ) প্যারিস

গ) মিশর ঘ) রাশিয়া

সঠিক উত্তর : ক) রোম

১১৫. নগরায়ন কয়টি সম্পর্কযুক্ত প্রক্রিয়ার সাথে জড়িত?

ক) ২টি খ) ৩টি

গ) ৪টি ঘ) ৫টি

সঠিক উত্তর : ক) ২টি

১১৬. সামরিক ঘাটির নগর হলো-

র. ভারতের আগ্রা

রর. স্পেনের জিব্রাল্টার

ররর. স্কটল্যান্ডের এডিনবরা

নিচের কোনটি সঠিক?

ক) রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর :ঘ) র, রর ও ররর

১১৭. নিউক্যাসল কোথায় অবস্থিত?

ক) যুক্তরাষ্ট্র খ) স্পেন

গ) রাশিয়া ঘ) যুক্তরাজ্য

সঠিক উত্তর :ঘ) যুক্তরাজ্য

১১৮. কোনটি বাণিজ্য ভিত্তিক নগর?

ক) অষ্ট্রেলিয়ার ক্যানবেরা খ) রাশিয়ার ডোনেৎস

গ) মরক্কোর ফেজ ঘ) পাকিস্তানের ইসলামাবাদ

সঠিক উত্তর :গ) মরক্কোর ফেজ

নবম অধ্যায়

১. যেসব দ্রব্যের অর্থমূল্য আছে এবং বাজারে যাদের ক্রয়বিক্রয় করা যায় সেগুলোকে কী বলে?

ক. শক্তি খ. বাণিজ্য

গ. সম্পদ ঘ. কোনোটিই নয়

উত্তর:গ. সম্পদ

২. কোনটি সম্পদ নয়?

ক. কয়লা খ. প্রাকৃতিক গ্যাস

গ. বাতাস ঘ. তেল

উত্তর:গ. বাতাস

৩. সম্পদের আওতাভুক্ত-

র. যার জোগান অসীম

রর. যার বিনিময় মূল্য আছে

ররর. যার উপযোগিতা থাকবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: গ. রর ও ররর

৪. সম্পদ বহির্ভূত উপাদান হলো-

র. সূর্যকিরণ

রর. বাতাস

ররর. মাটির অনেক গভীর খনিজ পদার্থ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ঘ. র, রর ও ররর

৫. কোনটি প্রাকৃতিক সম্পদ?

ক. তেল খ. গ্যাস

গ. কয়লা ঘ. সবকটি

উত্তর:ঘ. সবকটি

৬. প্রাকৃতিক সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

উত্তর:ক. ২ ভাগে

৭. কোনটি অনবায়নযোগ্য অন্তর্ভুক্ত?

ক. তেল খ. প্রাকৃতিক গ্যাস

গ. জ্বালানি কাঠ ঘ. সবকটি

উত্তর:ঘ. সবকটি

৮. প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত-

র. সৌরশক্তি

রর. তেল

ররর. প্রাকৃতিক গ্যাস

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ঘ. র, রর ও ররর

৯. সংরক্ষণ ধারণার অপর নাম কী?

ক. জীবনাচরণ খ. জীবনধারণ

গ. জীবনরক্ষা ঘ. জীবন রক্ষণ

উত্তর:ক. জীবনাচরণ

১০. অপচয় রোধ করলে যেসব সম্পদের অপচয় কম হবে-

র. ভূমি রর. পানি ররর. বিভিন্ন খনিজ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ঘ. র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নঈম একটি নবায়নযোগ্য সম্পদের রক্ষণাবেক্ষণের কাজে কর্মরত আছে। সচেতনতার সাথে ব্যবহারের জন্য তিনি সর্বসাধারণকে পরামর্শ দিয়ে থাকেন।

১১. কোনটি নবায়নযোগ্য সম্পদের উদাহরণ?

ক. জলবিদু্যৎ খ. কয়লা

গ. প্রাকৃতিক গ্যাস ঘ. জ্বালানি কাঠ

উত্তর: ক. জলবিদু্যৎ

১২. নবায়নযোগ্য সম্পদ অধিক ব্যবহার করলে অনবায়নযোগ্য সম্পদের ওপর-

ক. চাপ বাড়ে খ. চাপ কমে

গ. চাপ অপরিবর্তিত থাকে ঘ. কোনোটিই নয়

উত্তর: খ. চাপ কমে

১৩. কোন পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলির সাথে মানুষ প্রকৃতির সঙ্গে সরাসরি জড়িত?

ক. ১ম পর্যায়ের

খ. ২য় পর্যায়ের

গ. ৩য় পর্যায়ের

ঘ. ৪র্থ পর্যায়ের

উত্তর:ক. ১ম পর্যায়ের

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে