একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র
প্রকাশ | ২১ আগস্ট ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
২৪. সাহিত্যকৃতির স্বীকৃতিস্বরূপ ফররুখ আহমদ কোন পুরস্কারটি পান?
ক. ইউনেস্কো পুরস্কার খ. পুলিৎজার পুরস্কার
গ. নোবেল পুরস্কার ঘ. বুকার পুরস্কার
উত্তর :ক. ইউনেস্কো পুরস্কার
২৫. ফররুখ আহমদ মরণোত্তর কোন পুরস্কার লাভ করেন?
ক. বাংলা একাডেমি পুরস্কার খ. স্বাধীনতা পুরস্কার
গ. একুশে পদক ঘ. ইউনেস্কো পুরস্কার
উত্তর : গ. একুশে পদক
২৬. ফররুখ আহমদ কত সালে মৃতু্যবরণ করেন?
ক. ১৯৭১ খ. ১৯৭৩
গ. ১৯৭২ ঘ. ১৯৭৪
উত্তর :ঘ. ১৯৭৪
২৭. ফররুখ আহমদ কত তারিখে মৃতু্যবরণ করেন?
ক. ২০ শে অক্টোবর খ. ১৯ শে অক্টোবর
গ. ২১ শে অক্টোবর ঘ. ২২ শে অক্টোবর
উত্তর :খ. ১৯শে অক্টোবর
২৮. ফররুখ আহমদ কোথায় মৃতু্যবরণ করেন?
ক. মাগুরা খ. চট্টগ্রাম
গ. কলকাতা ঘ. ঢাকা
উত্তর :ঘ. ঢাকা
২৯. 'পদ্মা' কবিতায় পদ্মা মূলত কীসের নাম?
ক. পাখি খ. নদী
গ. গ্রাম ঘ. মানুষ
উত্তর :খ. নদী
৩০. 'পদ্মা' কবিতায় জীবনের পথে পথে কী কড়ানোর কথা বলা হয়েছে?
ক. তিক্ততা খ. নুড়ি
গ. অভিজ্ঞতা ঘ. ধুলো
উত্তর :গ. অভিজ্ঞতা
৩১. দুরন্ত হার্মাদ কীভাবে প্রচুর অভিজ্ঞতা কুড়িয়েছে?
ক. সমুদ্রপথে চলাচল করে খ. বাড়ি বাড়ি ডাকাতি করে
গ. পদ্মায় নৌকা ভাসিয়ে ঘ. বিদেশ ভ্রমণ করে
উত্তর : ক. সমুদ্রপথে চলাচল করে
৩২. পদ্মা দেখে কারা কেঁপেছে?
ক. চোর-ডাকাত খ. খুনি-দখলদার
গ. জলদসু্য-দুরন্ত হার্মাদ ঘ. নাবিক-ক্যাপ্টেন
উত্তর :গ. জলদসু্য-দুরন্ত হার্মাদ
৩৩. 'কেঁপেছে তোমাকে দেখে জলদসু্য দুরন্ত হার্মাদ' -এখানে পদ্মার কোন দিকটি মুখ্য হয়ে উঠেছে?
ক. কল্যাণময়ী খ. ধ্বংসাত্মক রূপ
গ. প্রমত্ত রূপ ঘ. শান্ত রূপ
উত্তর :গ. প্রমত্ত রূপ
৩৪. জলদসু্য পদ্মাকে দেখে কেন কেঁপেছে?
ক. আনন্দে খ. ভয়ে
গ. শিহরণে ঘ. ঘৃণায়
উত্তর :খ. ভয়ে
৩৫. 'পদ্মা' কবিতায় 'ঢের সমুদ্রের স্বাদ' বলতে কী বোঝানো হয়েছে?
ক. প্রচন্ড লবণাক্ততা
খ. প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়
গ. সামুদ্রিক মাছের প্রাচুর্য
ঘ. সমুদ্রপথে দুর্ঘটনা
উত্তর :খ. প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়
৩৬. ঢের সমুদ্রের স্বাদ কে পেয়েছে?
ক. কবি খ. জলদসু্য
গ. পদ্মা ঘ. নাবিক
উত্তর :খ. জলদসু্য
৩৭. পদ্মার তরঙ্গভঙ্গে কার বর্ণ পান্ডুর হয়েছে?
ক. জলদসু্যর খ. সংগ্রামী মানুষের
গ. কবির ঘ. জওয়ানের
উত্তর : ক. জলদসু্যর
৩৮. জলদসু্যর বর্ণ পান্ডুর হয়েছে কী দেখে?
ক. পদ্মার রঙ খ. পদ্মার তরঙ্গভঙ্গ
গ. পদ্মার ঘূর্ণি ঘ. পদ্মার ভাঙন
উত্তর :খ. পদ্মার তরঙ্গভঙ্গ
৩৯. সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া দেখে ভয়ে রোমানের মুখ শুকিয়ে গেল। 'পদ্মা' কবিতার কোন চরণটি এই দৃশ্যকল্পের সাথে তুলনীয়?
ক. কেঁপেছে তোমাকে দেখে দলদসু্য-দুরন্ত হার্মাদ
খ. জীবন-মৃতু্যর দ্বন্দ্বে নিঃসংশয়, নির্ভীক জওয়ান
গ. তোমার তরঙ্গভঙ্গে বর্ণ তার হয়েছে পান্ডুর!
ঘ. বর্ষায় তোমার স্রোতে ভেসে গেছে সাজানো বাগান
উত্তর : গ. তোমার তরঙ্গভঙ্গে বর্ণ তার হয়েছে পান্ডুর!
৪০. পাহাড়ি পথে গাড়ি চালনার বহু অভিজ্ঞতা থাকলেও বান্দরবানের নিলগিরি পাহাড়ে ওঠার সময় পথের বাঁকগুলো কাজলের বুকে কাঁপন ধরিয়ে দিল। কাজল 'পদ্মা' কবিতায় বর্ণিত কোন চরিত্রের সাথে তুলনীয়?
ক. নির্ভীক জওয়ান খ. সংগ্রামী মানুষ
গ. দুরন্ত হার্মাদ ঘ. নদী ভাঙনের শিকার মানুষ
উত্তর : গ. দুরন্ত হার্মাদ
৪১. পদ্মার দুই তীরে কারা লাঙল চালিয়েছে?
ক. জলদসু্যর খ. সংগ্রামী মানুষ
গ. কবির ঘ. জওয়ানের
উত্তর : খ. সংগ্রামী মানুষ
৪২. পদ্মার দুই তীরে সংগ্রামী মানুষ কী চালিয়েছে?
ক. লাঙল খ. হাতুড়ি
গ. কুড়াল ঘ. শাবল
উত্তর :ক. লাঙল
৪৩. কঠিন শ্রমের ফল হিসেবে সংগ্রামী মানুষ কী পেয়েছে?
ক. হতাশা খ. দারিদ্র্য
গ. শস্য ঘ. সমৃদ্ধি
উত্তর : গ. শস্য
৪৪. শস্যদানাকে 'কঠিন শ্রমের ফল' বলা হয়েছে কেন?
ক. পদ্মার প্রবল স্রোতের কারণে
খ. পদ্মার তীর অনুর্বর বলে
গ. শস্যদানা অত্যন্ত দুর্মূল্য হওয়ায়
ঘ. চাষাবাদ অত্যন্ত পরিশ্রমের বলে
উত্তর : ঘ. চাষাবাদ অত্যন্ত পরিশ্রমের বলে
৪৫. সংগ্রামী মানুষ কেমন শস্যদানা পেয়েছে?
ক. স্বল্প খ. প্রচুর
গ. যথেষ্ট ঘ. অপর্যাপ্ত
উত্তর : খ. প্রচুর
৪৬. পদ্মার চরে কারা ফসল ফলিয়েছে?
ক. সংগ্রামী নারী খ. নির্ভীক জওয়ান
গ. দুরন্ত হার্মাদ ঘ. বৃদ্ধ কৃষক
উত্তর :খ. নির্ভীক জওয়ান
৪৭. পদ্মার চরে নির্ভীক জওয়ান কেমন ফসল ফলিয়েছে?
ক. পর্যাপ্ত খ. অপর্যাপ্ত
গ. সামান্য ঘ. প্রচুর
উত্তর : ক. পর্যাপ্ত
৪৮. জীবন-মৃতু্যর দ্বন্দ্বে পদ্মাতীরের জওয়ানের মনোভাব কেমন?
ক. ভাবনাহীন খ. হতাশাচ্ছন্ন
গ. নিঃসংশয় ঘ. সংশয়গ্রস্ত
উত্তর : গ. নিঃসংশয়
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়