জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২১ আগস্ট ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
হাজী মুহম্মদ মুহসীন
প্রশ্ন : বাংলাদেশ পূর্ব তিমুরকে স্বীকৃতি দেয়- উত্তর : ২০০২ সালে প্রশ্ন : নিজস্ব সেনাবাহিনী নেই- উত্তর : মালদ্বীপ ও ভুটান প্রশ্ন : পূর্ব তিমুরের স্বাধীনতা আন্দোলনের নেতার নাম- \হউত্তর : জানানা গুসমাও প্রশ্ন : দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশ- উত্তর : নেপাল, ভুটান, আফগানিস্তান প্রশ্ন :আরব উপদ্বীপের জনবহুল রাষ্ট্র- উত্তর :ইয়েমেন প্রশ্ন : মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য সব সম্পত্তি দান করে যান- উত্তর :হাজী মুহম্মদ মুহসীন। প্রশ্ন : নওয়াব আব্দুল লতিফ জন্মগ্রহণ করেন- উত্তর : ১৮২৮ সালে, ফরিদপুরে। প্রশ্ন : সতীদাহ প্রথা রহিতকরণে প্রধান ভূমিকা পালন করেন- উত্তর : রাজা রামমোহন রায়। প্রশ্ন : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেড পন্ডিত ছিলেন- উত্তর :ফোর্ট উইলিয়াম কলেজের। প্রশ্ন : হিন্দু বিধবা বিবাহের প্রচলন হয়- উত্তর :ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায়। প্রশ্ন : প্রথম দিকে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন- উত্তর : তিতুমীর। প্রশ্ন : তিতুমীরের প্রকৃত নাম- উত্তর : মীর নিসার আলী। প্রশ্ন : তিতুমীর জন্মগ্রহণ করেন- উত্তর : চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে। প্রশ্ন : বাঁশের কেলস্না তৈরির পরিকল্পনা করেন- উত্তর : গোলাম মাসুম। প্রশ্ন : নারিকেলবাড়িয়ার বাঁশের কেলস্না ধ্বংস হয়- উত্তর : ১৮৩১ সালে। প্রশ্ন : নারিকেলবাড়িয়ার প্রথম যুদ্ধে পরাজিত হয়- উত্তর : আলেকজান্ডার (বারাসাতের ম্যাজিস্ট্রেট)। প্রশ্ন : বাংলাদেশে ফরায়েজি আন্দোলনের প্রবক্তা- উত্তর : হাজী শরীয়তউলস্নাহ। প্রশ্ন : বাঁশের কেলস্না ধ্বংস হয়- উত্তর : লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়