বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
জেলার নামকরণ

সিলেট বিভাগ

  ২০ আগস্ট ২০২৪, ০০:০০
সিলেট বিভাগ

১৯৯৫ খ্রিষ্টাব্দের ১ আগস্ট সিলেট বিভাগ হিসেবে মর্যাদা পায়।

১. হবিগঞ্জ জেলা : সুফি-সাধক হজরত শাহজালালের (র.) অনুসারী হজরত সৈয়দ নাসির উদ্দীনের (র.) পূর্ণস্মৃতি বিজড়িত খোয়াই, কারাঙ্গী, বিজনা, রত্না প্রভৃতি নদী বিধৌত হবিগঞ্জ একটি ঐতিহাসিক প্রাচীন জনপদ। ঐতিহাসিক সুলতানসী হাবেলীর প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধস্তন পুরুষ সৈয়দ হেদায়েত উলস্নাহর পুত্র সৈয়দ হাবীব উলস্নাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। তার নামানুসারে হবিগঞ্জ নামকরণ করা হয়। ১৯৮৪ খ্রিষ্টাব্দের ১ মার্চ হবিগঞ্জ জেলায় উন্নীত হয়।

২. মৌলভীবাজার জেলা : হজরত শাহ মোস্তফার (র.) বংশধর মৌলভী সৈয়দ কুদরতউলস্নাহ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মনু নদীর উত্তর তীরে কয়েকটি দোকানঘর স্থাপন করে ভোজ্যসামগ্রী ক্রয়-বিক্রয়ের সুযোগ সৃষ্টি করেন। মৌলভী সৈয়দ কুদরতউলস্নাহ প্রতিষ্ঠিত এ বাজারে নৌ ও স্থলপথে প্রতিদিন লোকসমাগম বৃদ্ধি পেতে থাকে। ক্রেতা-বিক্রেতার সমাগমের মাধ্যমে মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভীবাজারের খ্যাতি। মৌলভী সাহেবের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ এ অঞ্চলের নাম হয় মৌলভীবাজার। ১৯৮৪ খ্রিষ্টাব্দের ২২ ফেব্রম্নয়ারি মৌলভীবাজার মহকুমাটি জেলায় উন্নীত হয়।

৩. সুনামগঞ্জ জেলা : 'সুনামদি' নামক জনৈক মোগল সিপাহির নামানুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয়েছিল বলে জানা যায়। 'সুনামদি' (সুনাম উদ্দিনের আঞ্চলিক রূপ) নামক ওই মোগল সৈন্যের কোনো এক যুদ্ধে বীরোচিত কৃতিত্বের জন্য সম্রাট কর্তৃক সুনামদিকে এখানে কিছু ভূমি পুরস্কার হিসেবে দান করা হয়। তার দানস্বরূপ প্রাপ্ত ভূমিতে তারই নামে সুনামগঞ্জ বাজারটি স্থাপিত হয়েছিল। এভাবে সুনামগঞ্জ নামের ও স্থানের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়ে থাকে।

৪. সিলেট জেলা : প্রাচীন গ্রন্থাদিতে এ অঞ্চলকে বিভিন্ন নামের উলেস্নখ আছে। হিন্দুশাস্ত্র অনুসারে শিবের স্ত্রী সতী দেবীর কাটা হস্ত (হাত) এ অঞ্চলে পড়েছিল, যার ফলে 'শ্রী হস্ত' থেকে শ্রীহট্ট নামের উৎপত্তি বলে হিন্দু সম্প্রদায় বিশ্বাস করেন। খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকের ঐতিহাসিক এরিয়ান লিখিত বিবরণীতে এ অঞ্চলের নাম 'সিরিওট' বলে উলেস্নখ আছে। এ ছাড়া, খ্রিষ্টীয় দ্বিতীয় শতকে এলিয়েনের বিবরণে 'সিরটে' এবং পেরিপস্নাস অব দ্যা এরিথ্রিয়ান সি নামক গ্রন্থে এ অঞ্চলের নাম 'সিরটে' এবং 'সিসটে' এই দুইভাবে লিখিত হয়েছে। অতঃপর ৬৪০ খ্রিষ্টাব্দে যখন চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ এ অঞ্চল ভ্রমণ করেন। তিনি তার ভ্রমণ কাহিনীতে এ অঞ্চলের নাম 'শিলিচতল' উলেস্নখ করেছেন তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বিন বখতিয়ার খিলজী দ্বারা বঙ্গবিজয়ের মধ্য দিয়ে এ দেশে মুসলিম সমাজব্যবস্থার সূত্রপাত ঘটলে মুসলিম শাসকরা তাদের দলিলপত্রে 'শ্রীহ' নামের পরিবর্তে 'সিলাহে', 'সিলহেট্ট' ইত্যাদি নাম লিখেছেন বলে ইতিহাসে প্রমাণ মেলে। আর এভাবেই শ্রীহট্ট থেকে রূপান্তর হতে হতে একসময় সিলেট নামটি প্রসিদ্ধ হয়ে উঠেছে বলে ঐতিহাসিকরা ধারণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে