বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ২০ আগস্ট ২০২৪, ০০:০০
দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

অষ্টম অধ্যায়

৯৮. কোন ধরনের নগরায়নের ফলে পরিবেশ দূষণ ব্যাপকভাবে হচ্ছে?

ক) পরিকল্পিত খ) অপরিকল্পিত

গ) স্বইচ্ছা ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তর :খ) অপরিকল্পিত

৯৯. বসতিগুলোর মাঝখানের কিছুটা ফাঁকা জায়গা কি কাজে ব্যবহৃত হয়?

ক) রাস্তা হিসেবে

খ) চারণভূমি হিসেবে

গ) খামার হিসেবে

ঘ) খেলার মাঠ হিসেবে

সঠিক উত্তর :গ) খামার হিসেবে

১০০. জলদী ও সীতাকুন্ডের পাহাড়ে কোন ধরনের বসতি দেখা যায়?

ক) গোষ্ঠীবদ্ধ খ) ইতস্তত বিক্ষিপ্ত

গ) রৈখিক ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তর :গ) রৈখিক

১০১. হরপ্পা, মহেঞ্জোদারো কোন নদীর অববাহিকায় অবস্থিত ছিল?

ক) সিন্ধু খ) গঙ্গা

গ) নীল ঘ) সব কয়টিই

সঠিক উত্তর :ক) সিন্ধু

১০২. নীল নদের অববাহিকায় কোন নগরের উৎপত্তি ঘটে?

ক) মেমফিস খ) হরপ্পা

গ) মহেঞ্জোদারো ঘ) সব কয়টিই

সঠিক উত্তর :ক) মেমফিস

১০৩. তুন্দ্রা জলবায়ু অঞ্চলের এক্সিমোরা কোন ধরনের ঘরে বসবাস করে?

ক) দোচালা ঘর খ) চৌচালা ঘর

গ) মাটির ঘর

ঘ) বরফের ঘর

সঠিক উত্তর :ঘ) বরফের ঘর

১০৪. বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ বসতি-

র. দো-চালা

রর. চৌ-চালা

ররর. উচ্চ অট্টালিকা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর :ক) র ও রর

১০৫. অনেক রাস্তাঘাট এবং বিশাল আকাশচুম্বী অট্টালিকা রয়েছে কোথায়?

ক) শহরে খ) গ্রামে

গ) পৌর এলাকায় ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তর : ক) শহরে

১০৬. বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ বসতি-

র. দোচালা ধরনের বসতি

রর. পাকা ইটের বসতি

ররর. চৌচালা ধরনের বসতি

নিচের কোনটি সঠিক ?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর :গ) রর ও ররর

১০৭. মধুপুর বনে কোন ধরনের বসতি গড়ে উঠেছে?

ক) পুঞ্জিভূত খ) বিচ্ছিন

গ) সংঘবদ্ধ ঘ) রৈখিক

সঠিক উত্তর : ক) পুঞ্জিভূত

১০৮. রৈখিক বসতি দেখা যায়-

র. পাহাড়ের পাদদেশে

রর. নদী অববাহিকায়

ররর. যেখানে পানীয় জলের পর্যাপ্ততা আছে

নিচের কোনটি সঠিক ?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর :ঘ) র, রর ও ররর

১০৯. নিচের কোনটি বসতি স্থাপনের নিয়ামক?

র. ভূপ্রকৃতি রর. পানীয় জলের সহজলভ্যতা

ররর. বনাঞ্চল

নিচের কোনটি সঠিক ?

ক) র খ) র ও রর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর

১১০. গোষ্ঠীবদ্ধ বসতির বৈশিষ্ট্য-

র. এক স্থানে বেশ কয়েকটি পরিবারের বসবাস

রর. বাড়িগুলোর কম দূরত্ব

ররর. বাসগৃহের একত্রে সমাবেশ

নিচের কোনটি সঠিক ?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর :ঘ) র, রর ও ররর

১১১. গ্রামীণ বসতিতে গ্রামবাসীদের মধ্যে একটা সহজ ও সরল আন্তারিকতা দেখা যায় কেন?

ক) বাড়িগুলোর মধ্যে দূরত্ব কম থাকায়

খ) পেশাগত মিল থাকায়

গ) কৃষি কাজের বিভিন্ন অবস্থায় পরস্পরের সহযোগিতার প্রয়োজন হওয়ায়

ঘ) খোলামেলা জায়গায় বাড়ি করা হয়

সঠিক উত্তর :গ) কৃষি কাজের বিভিন্ন অবস্থায় পরস্পরের সহযোগিতার প্রয়োজন হওয়ায়

১১২. প্রাচীনকালে মানুষ একত্রে বাস করত-

র. দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে

রর. বহিরাগত শত্রম্নর আক্রমণ থেকে বাঁচার জন্য

ররর. জন্য জন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর :খ) র ও ররর

১১৩. গ্রাম থেকে শহরে কোন শ্রেণির লোক বেশি আসে?

ক) নিম্নশ্রেণি খ) মধ্যবিত্ত শ্রেণি

গ) নিম্ন মধ্যবিত্ত শ্রেণি

ঘ) উচ্চবিত্ত শ্রেণি

সঠিক উত্তর :ক) নিম্নশ্রেণি

হ পরবর্তী অংশ

আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে