একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র
প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
পদ্মা
২. 'জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর' ু কাদের কথা বলা হয়েছে?
ক. জলদসু্য খ. সংগ্রামী চাষি
গ. পদ্মা তীরের মানুষ ঘ. নির্ভীক জোয়ান
উত্তর :ক. জলদসু্য
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
ভাঙনপ্রবণ তীরে যাদের আবাস তারা কেউ
সুখে নেই বরং দুঃখেই কাটে তাদের দিনকাল।
৩. উদ্দীপক ও 'পদ্মা' কবিতাটির মধ্যে মিল রয়েছ্তে
র. নদী তীরবর্তী মানুষের দুর্ভোগ
রর. নদীর জীবন প্রবাহ
ররর. কৃষিতে নদীর প্রভাব
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ক. র
৪. 'বরং দুঃখেই কাটে তাদের দিনকাল' -চরণটির ভাবের সাথে 'পদ্মা' কবিতার নিচের কোন চরণের ভাবের সাদৃশ্য রয়েছে?
ক. তোমার তরঙ্গভঙ্গে বর্ণ তার হয়েছে পান্ডুর
খ. সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল
গ. বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান
ঘ. মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার
উত্তর :গ. বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান
৫. ফররুখ আহমদের জন্ম কত সালে?
ক. ১৯১৮ খ. ১৯৯৯
গ. ১৯৮৮ ঘ. ১৯৭৭
উত্তর :ক. ১৯১৮
৬. ফররুখ আহমদের জন্ম কত তারিখে?
ক. ৮ জুন খ. ৯ জুন
গ. ১০ জুন ঘ. ১১ জুন
উত্তর :গ. ১০ জুন
৭. ফরুখ আহমদের জন্ম কোন জেলায়?
ক. ফরিদপুর খ. মাগুরা
গ. বরিশাল ঘ. কুমিলস্না
উত্তর :খ. মাগুরা
৮. ফররুখ আহমদের জন্ম কোন গ্রামে?
ক. কাঁঠালপাড়া খ. আমতলী
গ. তাম্বুলখানা ঘ. মাঝআইল
উত্তর :ঘ. মাঝআইল
৯. ফররুখ আহমদের পিতার নাম কী?
ক. সৈয়দ হাতেম আলী খ. সৈয়দ নিসার আলী
গ. সৈয়দ আমির আলী ঘ. সৈয়দ হাশেম আলী
উত্তর :ক. সৈয়দ হাতেম আলী
১০. ফররুখ আহমদ দীর্ঘকাল কোন বেতারে কাজ করেছেন?
ক. খুলনা বেতার খ. চট্টগ্রাম বেতার
গ. ঢাকা বেতার ঘ. বাংলাদেশ বেতার
উত্তর :গ. ঢাকা বেতার
১১. ফররুখ আহমদ ঢাকা বেতারে কোন পদে নিযুক্ত ছিলেন?
ক. স্টাফ রিপোর্টার খ. স্টাফ রাইটার
গ. স্টাফ রিডার ঘ. স্টাফ অফিসার
উত্তর :খ. স্টাফ রাইটার
১২. ফররুখ আহমদ কবি হিসেবে কোন দশকে অভির্ভূত হন?
ক. চলিস্নশের দশক খ. পঞ্চাশের দশক
গ. ষাটের দশক ঘ. সত্তরের দশক
উত্তর :ক. চলিস্নশের দশক
১৩. ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
ক. নৌফেল ও হাতেম খ. সাত সাগরের মাঝি
গ. সিরাজাম মুনীরা ঘ. হাতেম তায়ী
উত্তর :খ. সাত সাগরের মাঝি
১৪. 'সাত সাগরের মাঝি' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৯৪২ খ. ১৯৪৪
গ. ১৯৪৬ ঘ. ১৯৪৮
উত্তর :খ. ১৯৪৪
১৫. ফররুখ আহমদ কীসে বিশ্বাসী ছিলেন?
ক. ইসলামি ঐতিহ্যের পুনরুজ্জীবনে
খ. আরবি সাহিত্যের পুনরুজ্জীবনে
গ. বাঙালি মিথের পুনরুজ্জীবনে
ঘ. বাঙালি সংস্কৃতির পুনরুজ্জীবনে
উত্তর : ক. ইসলামি ঐতিহ্যের পুনরুজ্জীবনে
১৬. ফররুখ আহমদের কবিতায় প্রধানত কোন বিষয়টির প্রকাশ ঘটেছে?
ক. বাঙালি আদর্শ ও জীবনবোধ
খ সংস্কৃত আদর্শ ও জীবনবোধ
গ. ইসলামি আদর্শ ও জীবনবোধ
ঘ. প্রাকৃত আদর্শ ও জীবনবোধ
উত্তর : গ. ইসলামি আদর্শ ও জীবনবোধ
১৭. নিচের কোনটি ফররুখ আহমদের কাব্যগ্রন্থ?
ক. নৌফেল ও হাতেম খ. সাত সাগরের মাঝি
গ. সিরাজাম মুনীরা ঘ. হাতেম তায়ী
উত্তর : গ. সিরাজাম মুনীরা
১৮. 'নৌফেল ও হাতেম' কী ধরনের রচনা?
ক. নাট্যকাব্য খ. কাব্যনাট্য
গ. কাহিনীকাব্য ঘ. দীর্ঘকাব্য
উত্তর : খ. কাব্যনাট্য
১৯. নিচের কোনটি ফররুখ আহমদের সনেট সংকলন?
ক. মুহূর্তের কবিতা খ. সাত সাগরের মাঝি
গ. সিরাজাম মুনীরা ঘ. হাতেম তায়ী
উত্তর : ক. মুহূর্তের কবিতা
২০. 'মুহূর্তের কবিতা' কী ধরনের গ্রন্থ?
ক. নাট্যকাব্য খ. কাব্যনাট্য
গ. সনেট সংকলন ঘ. দীর্ঘকাব্য
উত্তর : গ. সনেট সংকলন
২১. নিচের কোনটি ফররুখ আহমদের কাহিনীকাব্য?
ক. মুহূর্তের কবিতা খ. সাত সাগরের মাঝি
গ. সিরাজাম মুনীরা ঘ. হাতেম তায়ী
উত্তর :ঘ. হাতেম তায়ী
২২. 'হাতেম তায়ী' কী ধরনের গ্রন্থ?
ক. নাট্যকাব্য খ. কাব্যনাট্য
গ. কাহিনীকাব্য ঘ. দীর্ঘকাব্য
উত্তর :গ. কাহিনীকাব্য
২৩. ফররুখ আহমদ ছোটোদের জন্য কী কী লিখেছেন?
ক. কবিতা ও গান খ. ছড়া ও কবিতা
গ. ছড়া ও গান ঘ. ছড়া ও নাটক
উত্তর :খ. ছড়া ও কবিতা
২৪. সাহিত্যকৃতির স্বীকৃতিস্বরূপ ফররুখ আহমদ কোন পুরস্কারটি পান?
ক. ইউনেস্কো পুরস্কার খ. পুলিৎজার পুরস্কার
গ. নোবেল পুরস্কার ঘ. বুকার পুরস্কার
উত্তর :ক. ইউনেস্কো পুরস্কার
২৫. ফররুখ আহমদ মরণোত্তর কোন পুরস্কার লাভ করেন?
ক. বাংলা একাডেমি পুরস্কার
খ. স্বাধীনতা পুরস্কার
গ. একুশে পদক
ঘ. ইউনেস্কো পুরস্কার
উত্তর : গ. একুশে পদক
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়