জানার আছে অনেক কিছু
প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : সার্কভুক্ত যে দেশের দূতাবাস নেই বাংলাদেশে-
উত্তর :মালদ্বীপের
প্রশ্ন : সার্কভুক্ত যে দেশের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নেই-
উত্তর :মালদ্বীপ
প্রশ্ন :ফিলিপাইনের 'সুবিক বে' থেকে মার্কিন নৌ-ঘাঁটি স্থানান্তরিত করা হয়-
উত্তর :সিঙ্গাপুরে
প্রশ্ন :জাপানের প্রধান চারটি দ্বীপের নাম-
উত্তর :হোক্কাইডো, হনসু, কিউসো, শিকুক্কো
প্রশ্ন :জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়-
উত্তর :১৯৪৫ সালের ৬ আগস্ট ও ৯ আগস্ট
প্রশ্ন :হিরোশিমা ও নাগাসাকি শহরে নিক্ষিপ্ত বোমা দুটির নাম-
উত্তর :লিটলবয় ও ফ্যাটম্যান
প্রশ্ন : ২০১১ সালে মানবোন্নয়ন রিপোর্টে গড় আয়ুতে শীর্ষ দেশ-
উত্তর :জাপান (৮৩.৪ বছর)
প্রশ্ন :দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপান এশিয়ার যে দেশ দখল করে রেখেছিল-
উত্তর :কোরিয়া
প্রশ্ন : জাপান সম্রাটের পদবি-
উত্তর : মিকাডো
প্রশ্ন : তাইওয়ান জাতিসংঘ কর্তৃক বহিষ্কৃৃত হয়-
উত্তর :১৯৭১ সালের ২৫ অক্টোবর
প্রশ্ন :আল-জাজিরা-
উত্তর : কাতারে অবস্থিত একটি স্যাটেলাইট টেলিভিশন কেন্দ্র
প্রশ্ন :পতাকা অর্ধনমিত করা হয় না-
\হউত্তর :সৌদি আরবের ও ইরানের। ['কালেমা' খচিত থাকার কারণে]
প্রশ্ন :সংবিধান ও পার্লামেন্ট নেই-
উত্তর :সৌদি আরবের
প্রশ্ন :খেমাররুজ-
উত্তর :কম্বোডিয়ার রাজনৈতিক দল
প্রশ্ন :দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র দেশ যেটি কোনো দেশের উপনিবেশ ছিল না-
উত্তর :থাইল্যান্ড
প্রশ্ন :এশিয়ার সুইজারল্যান্ড বলা হয়-
উত্তর :কিরঘিস্তানকে
প্রশ্ন :বহুল আলোচিত 'জাফনা' উপদ্বীপ-
উত্তর :শ্রীলঙ্কায়
প্রশ্ন :পৃথিবীর যে নগরী দুই মহাদেশে অবস্থিত-
উত্তর :ইস্তাম্বুল