বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ২০ আগস্ট ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বিজ্ঞান

২৫১। সূর্যের নিকটতম গ্রহ বলে বুধের - অত্যধিক।

উত্তর : তাপমাত্রা

২৫২। সূর্য থেকে দূরত্বের দিক থেকে - অবস্থান দ্বিতীয়।

উত্তর : শুক্রের

২৫৩। - খুবই উজ্জ্বল এবং অত্যন্ত উত্তপ্ত।

উত্তর : সূর্য

২৫৪। সূর্যের প্রধান - হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস।

উত্তর : উপাদান

২৫৫। - কেন্দ্র করেই পৃথিবী নানা ধরনের গতিতে আবর্তন করে।

উত্তর : সূর্যকে

২৫৬। সূর্য থেকেই আমরা আমাদের সব - পাই।

উত্তর : শক্তি

২৫৭। পৃথিবীতে জীবের উদ্ভব ও বিকাশ সম্ভব হয়েছে - কারণে।

উত্তর : সূর্যের

২৫৮। সূর্য থেকে দূরত্বের দিক থেকে পৃথিবীর পরেই - অবস্থান।

উত্তর : মঙ্গলের

২৫৯। মঙ্গল গ্রহে - সম্ভব নয়।

উত্তর : জীবনধারণ

২৬০। বিজ্ঞানীরা মঙ্গলে বসবাস নিয়ে এখনো - করছেন।

উত্তর : গবেষণা

২৬১। সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ -।

উত্তর : বৃহস্পতি

২৬২। সূর্য থেকে দূরত্বের দিক থেকে - গ্রহের অবস্থান পঞ্চম।

উত্তর : বৃহস্পতি

২৬৩। - গ্রহে গভীর বায়ুমন্ডল রয়েছে।

উত্তর : বৃহস্পতি

২৬৪। - সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ।

উত্তর : শনি

২৬৫। শুক্র পৃথিবীর - গ্রহ।

উত্তর : নিকটতম

২৬৬। - কোনো উপগ্রহ নেই।

উত্তর : শুক্রের

২৬৭। - সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ।

উত্তর : পৃথিবী

২৬৮। পৃথিবীর একমাত্র উপগ্রহ -।

উত্তর : চাঁদ

২৬৯। জীবজন্তু ও উদ্ভিদের জন্য আদর্শ গ্রহ -।

উত্তর : পৃথিবী

২৭০। চাঁদ পৃথিবীর - দিকে ঘোরে।

উত্তর : চার

২৭১। ঘুরতে ঘুরতে এক সময় - পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে।

উত্তর : চাঁদ

২৭২। - চর্চার নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই।

উত্তর : বিজ্ঞান

২৭৩। বিজ্ঞানচর্চার মূল লক্ষ্য অর্জনে - নানা কৌশল উদ্ভাবন করেছেন।

উত্তর : বিজ্ঞানীরা

২৭৪। - উদ্ভাবনের ফলে বিশ্বজগৎ সম্পর্কে অনেক বেশি তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে।

উত্তর : যন্ত্র

২৭৫। মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে অতি -সম্পর্কে মানুষ জানতে পেরেছে।

উত্তর : ক্ষুদ্র জীব

২৭৬। - অনেক ঘটনার পূর্বাভাস এবং পুরনো ঘটনার ব্যাখ্যা দিতে পারে।

উত্তর : বিজ্ঞান

২৭৭। বিজ্ঞানের চর্চা একটি ধারাবাহিক -।

উত্তর : অভিযান

২৭৮। - উত্থাপনই বিজ্ঞানচর্চার প্রারম্ভিক ও শক্তিশালী হাতিয়ার।

উত্তর : প্রশ্ন

২৭৯। চন্দ্রমাস সাড়ে - দিনে পরিক্রমণ করে।

উত্তর : ২৯

২৮০। মহাবিশ্বের একটি - সৌরজগৎ।

উত্তর : সদস্য

২৮১। - চাঁদ, সূর্য সম্পর্কে তথ্য উদ্ভাবন করেন।

উত্তর : গ্যালিলিও

২৮২। কোপার্নিকাস পৃথিবীর - মডেল ব্যাখ্যা করেন।

উত্তর : ঘূর্ণন

২৮৩। চাঁদ - নিকটতম উপগ্রহ।

উত্তর : পৃথিবীর

২৮৪। - সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ।

উত্তর : সৌরজগতে

২৮৫। সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থানকারী - হচ্ছে নেপচুন।

উত্তর : গ্রহ

২৮৭। বিশাল সৌরজগৎ - একটি সদস্যমাত্র।

উত্তর : মহাবিশ্বের

২৮৮। বিজ্ঞানের লক্ষ্য হলো নানা ঘটনার মধ্যে - উদ্ঘাটন।

উত্তর : সম্পর্ক

২৮৯। পৃথিবী - অক্ষের ওপর দিনে একবার পাক খায়।

উত্তর : আপন

২৯০। পৃথিবী - চারপাশে ৩৬৫ দিন ৬ ঘণ্টায় একবার চক্রাকারে ঘুরে আসে।

উত্তর : সূর্যের

২৯১। পৃথিবীর মেরুরেখাটি কক্ষের সঙ্গে - ডিগ্রি কোণ করে আছে।

উত্তর : ৬৬

২৯২। - গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন দিন ছোট রাত্রি বড়।

উত্তর : উত্তর

২৯৩। প্রযুক্তির লক্ষ্য - নিয়ন্ত্রণ করা।

উত্তর : পরিবেশে

২৯৪। সময় মেনে চলতে যে প্রযুক্তি অবদান রেখেছে তা হলো -।

উত্তর : ঘড়ি

২৯৫। নতুন প্রযুক্তি উদ্ভাবনের মূল উৎস হলো -।

উত্তর : অনুসন্ধিৎসা

২৯৬। প্রযুক্তির বিকাশে - আবিষ্কার একটি উলেস্নখযোগ্য ঘটনা।

উত্তর : কম্পিউটার

২৯৭। প্রযুক্তির যথাযথ ব্যবহারে - এর জ্ঞান প্রয়োজন।

উত্তর : দক্ষতা ও

২৯৮। বিজ্ঞান ও প্রযুক্তি -।

উত্তর : সম্পর্কযুক্ত

২৯৯। সৌরজগতে হাজার হাজার গ্রহাণুপুঞ্জ ও শত শত - রয়েছে।

উত্তর : ধূমকেতু

৩০০। সুবিশাল মহাবিশ্বের একটি অতি ক্ষুদ্র অংশ -।

উত্তর : সৌরজগৎ

৩০১। একসময় পস্নুটোকে - বলা হতো।

উত্তর : গ্রহ

৩০২। অন্য প্রাণী থেকে মানুষ ভিন্ন কারণ মানুষ - ব্যবহার করে।

উত্তর : কলাকৌশল

৩০৩। সভ্যতার অগ্রগতির সাথে সাথে - বিকাশ ঘটে।

উত্তর :প্রযুক্তির

৩০৪। - পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনযাত্রার পদ্ধতির পরিবর্তন ঘটে।

উত্তর : সময়ের

৩০৫। নিত্য-নতুন প্রয়োজনীয়তার ফলে - বিকাশ ঘটে।

উত্তর : প্রযুক্তির

৩০৬। কৃষিপ্রযুক্তির - যুগ।

উত্তর : তিনটি

৩০৭। প্রযুক্তির উদ্ভভাবনে - প্রয়োজন।

উত্তর : বিজ্ঞানের জ্ঞান

৩০৮। দিন ও রাত্রির দৈর্ঘ্য- দ্বারা প্রভাবিত নয়।

উত্তর : প্রযুক্তি

৩০৯। প্রযুক্তি সবসময় কল্যাণকর অথবা ক্ষতিকর তা - উপর নির্ভরশীল।

উত্তর : প্রয়োগের

৩১০। প্রযুক্তির লক্ষ্য - নিয়ন্ত্রণ করা।

উত্তর : পরিবেশ

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে