অষ্টম অধ্যায়
৭৮. পুঞ্জিভূত রৈখিক বসতিতে বসতিগুলোর মাঝখানে কী থাকে?
ক) কিছুটা ফাঁকা থাকে খ) নদী থাকে
গ) রাস্তা থাকে ঘ) চারণভূমি থাকে
সঠিক উত্তর: ক) কিছুটা ফাঁকা থাকে
৭৯. বনের গভীরতার সঙ্গে বসতির সম্পর্ক কী?
ক) বন গভীর হলে বসতি গোষ্ঠীবদ্ধ হবে
খ) বন অগভীর হলে বসতি বিক্ষিপ্ত হবে
গ) বন অগভীর হলে বসতি ছড়ানো হবে
ঘ) বন যত গভীর হবে বসতি তত ছড়ানো হবে
সঠিক উত্তর:ক) বন গভীর হলে বসতি গোষ্ঠীবদ্ধ হবে
৮০. বসতির শ্রেণিবিভাগ করা হয়েছে যার ভিত্তিতে-
র. সামাজিক ভিন্নতা
রর. কাজের প্রকৃতি
ররর. বসতির ধরন
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর:ক) র ও রর
৮১. নিচের কোনটি কৃষি প্রধান গ্রামের দৃশ্য?
র. গোলাবাড়ি
রর. গোয়ালবাড়ি
ররর. ঘরের ভিতরে উঠান
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর :ঘ) র, রর ও ররর
৮২. কী কারণে পৃথিবী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বসতি গড়ে উঠেছে?
ক) অর্থনৈতিক ভিন্নতার কারণে
খ) প্রাকৃতিক ভিন্নতার কারণে
গ) রাজনৈতিক ভিন্নতার কারণে
ঘ) বনভূমির ভিন্নতার কারণে
সঠিক উত্তর : খ) প্রাকৃতিক ভিন্নতার কারণে
৮৩. নিচের কোনটি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ড?
ক) কৃষিকাজ খ) মৎস্য চাষ
গ) ব্যবসায় বাণিজ্য ঘ) হাঁড়িপাতিল তৈরি
সঠিক উত্তর :গ) ব্যবসায় বাণিজ্য
৮৪. জেলেগ্রাম, কুমারপাড়া, কামারপাড়া ইত্যাদি নামে চিহ্নিত করা হয় কিসের ভিত্তিতে?
ক) বসতির ভিত্তিতে
খ) জীবিকার প্রধান উৎস অনুসারে
গ) কাঠামোর বৈশিষ্ট্যের ভিত্তিতে
ঘ) বসবাসের ধরনের ভিত্তিতে
সঠিক উত্তর :খ) জীবিকার প্রধান উৎস অনুসারে
৮৫.লোক আকর্ষণের ক্ষমতা আছে কোন ধরনের শহরে?
ক) যে শহরে যত বেশি আকাশচুম্বী অট্টালিকা আছে
খ) যে শহরে লোকসংখ্যা বেশি
গ) যে শহর যত উন্নত
ঘ) যে শহর অর্থনৈতিক দিক বেশি উন্নত
সঠিক উত্তর :ঘ) যে শহর অর্থনৈতিক দিক বেশি উন্নত
৮৬. নিচের কোন বৈশিষ্ট্যের কারণে গ্রামীণ বসতি সহজে চেনা যায়?
ক) কৃষিকাজ খ) রাস্তাঘাটের স্বল্পতা
গ) দোচালা ঘর ঘ) সব কয়টি
সঠিক উত্তর :ঘ) সব কয়টি
৮৭. বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বসতিতেও একত্রে কয়টি পরিবার বাস করে?
ক) ২টি পরিবার খ) ২ বা ৩টি পরিবার
গ) ৪টি পরিবার ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর :খ) ২ বা ৩টি পরিবার
৮৮. নিচের কোনটি গ্রামীণ বসতির শ্রেণি বিভাগ ?
ক) গোষ্ঠীবদ্ধ খ) ইতস্তত বিক্ষিপ্ত
গ) রৈখিক ঘ) সব কয়টিই
সঠিক উত্তর :ঘ) সব কয়টিই
৮৯. কত শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতার পত্তন হয়?
ক) সপ্তম শতাব্দী খ) অষ্টম শতাব্দী
গ) নবম শতাব্দী ঘ) ১০ শতাব্দী
সঠিক উত্তর :খ) ৮ম শতাব্দী
৯০.গ্রামীণ বসতির সংখ্যাগরিষ্ঠ অধিবাসী জীবিকা অর্জনের জন্য কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত?
ক) প্রথম খ) দ্বিতীয়
গ) তৃতীয় ঘ) চতুর্থ
সঠিক উত্তর : ক) প্রথম
৯১. জার্মানি, পোল্যান্ড, নরওয়েতে কী ধরনের বসতি গড়ে উঠেছে ?
ক) বিক্ষিপ্ত খ) পুঞ্জিভূত
গ) বিচ্ছিন্ন ঘ) গোষ্ঠীবদ্ধ
সঠিক উত্তর :ক) বিক্ষিপ্ত
৯২. নিচের কোনটি গ্রামীণ বসতিতে দেখা যায় না ?
ক) কৃষিকাজ খ) মৎস্য চাষ
গ) পশু পালন ঘ) পোশাক শিল্প
সঠিক উত্তর :ঘ) পোশাক শিল্প
৯৩. বাহ্যিক দিক দিয়ে বিচার করলে শহরে আছে-
র. শোবার ঘর, গোয়াল ঘর দিয়ে ঘেরা উঠান
রর. অনেক রাস্তাঘাট
ররর. আকাশচুম্বী অট্টালিকা
নিচের কোনটি সঠিক ?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর :খ) র ও ররর
৯৪. জীবন ধারণের জন্য মানুষের প্রথম ও প্রধান চাহিদা কী?
ক) পানি খ) অক্সিজেন
গ) খাদ্য ঘ) বিশুদ্ধ পানি
সঠিক উত্তর :ঘ) বিশুদ্ধ পানি
৯৫. প্রথম পর্যায়ের অর্থনীতিক কর্মকান্ড নিচের কোনটি?
ক) শিল্প খ) কৃষি
গ) চিকিৎসা ঘ) শিক্ষকতা
সঠিক উত্তর :খ) কৃষি
৯৬. একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকে কী বলে ?
ক) মানব বসতি খ) জীবনযাত্রা
গ) সমাজ ঘ) পরিবেশ
সঠিক উত্তর :ক) মানব বসতি
৯৭. অনুর্বর মাটিতে কি ধরনের বসতি গড়ে ওঠে?
ক) বিক্ষিপ্ত খ) পুঞ্জিভূত
গ) বিচ্ছিন্ন ঘ) গোষ্ঠীবদ্ধ
সঠিক উত্তর : ক) বিক্ষিপ্ত
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়