বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
মাদার তেরেসা

প্রশ্ন : এশিয়া ও ইউরোপ মহাদেশকে একত্রে বলা হয়-

উত্তর : ইউরেশিয়া

প্রশ্ন :এশিয়ার বৌদ্ধ রাষ্ট্র-

উত্তর : শ্রীলংকা

প্রশ্ন :মুসলিম অধু্যষিত মান্নার দ্বীপ অবস্থিত-

উত্তর :শ্রীলংকায়

প্রশ্ন : ভারত ও শ্রীলংকার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে-

উত্তর :রামেশ্বর দ্বীপ ও মান্নার দ্বীপ

প্রশ্ন : মাদার তেরেসা ভারতের নাগরিকত্ব লাভ করেন-

উত্তর :১৯৪৮ সালে

প্রশ্ন :মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পান-

উত্তর :১৯৭৯ সালে

প্রশ্ন :ভারতের সিকিম রাজ্যের রাজধানী-

উত্তর :গ্যাংকট

প্রশ্ন :হিমালয়ের উদ্যান বলা হয়-

উত্তর :সিকিম

প্রশ্ন :মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীকে বলা হয়-

উত্তর :নাসাকা

প্রশ্ন :মিয়ানমারে চলমান সামরিক শাসন শুরু হয়-

উত্তর :১৯৬২ সালে

প্রশ্ন : কারেন গেরিলা সংগঠন মিয়ানমারে তৎপরতা চালায় রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা-

উত্তর :মিয়ানমারের অধিবাসী

প্রশ্ন :অং সান সু চি শান্তিতে নোবেল পুরস্কার পান-

উত্তর :১৯৯১ সালে

প্রশ্ন :বৌদ্ধ সভ্যতার বিখ্যাত নিদর্শন তক্ষশীলা অবস্থিত-

উত্তর :পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে

প্রশ্ন :সিন্ধু সভ্যতা অবস্থিত-

উত্তর :পাকিস্তানের মহেঞ্জদারো ও হরপ্পাতে (১৯২২ সালে)

প্রশ্ন :নেপাল রাজতন্ত্রে বিলুপ্ত হয়ে প্রজাতন্ত্রে পরিণত হয়-

উত্তর :২৮ মে, ২০০৮ সালে

প্রশ্ন :মালদ্বীপ গঠিত-

উত্তর :১২০০ ক্ষুদ্র প্রবাল দ্বীপ নিয়ে

প্রশ্ন :সার্কভুক্ত দেশের মধ্যে মাথাপিছু আয় সবচেয়ে বেশি-

উত্তর :মালদ্বীপের

প্রশ্ন :ভুটানের রাষ্ট্রীয় ভাষা-

উত্তর :জোংখা

প্রশ্ন :সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষার হার সবচেয়ে বেশি-

উত্তর :মালদ্বীপের

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে