অষ্টম অধ্যায়
৫৯. তাইগ্রিস ইউফ্রেটিস অববাহিকায় কোন নগরীর উৎপত্তি হয়েছিল?
ক) মহেঞ্জোদারো খ) হরপ্পা
গ) আর ঘ) মেমফিস
সঠিক উত্তর: গ) আর
৬০. প্রাচীনকালে কোন নগরী শক্তিশালী নগরী হিসেবে পরিচিত ছিল?
ক) রোম খ) পারস্য
গ) মহেঞ্জোদারো ঘ) হরপ্পা
সঠিক উত্তর: ক) রোম
৬১. রৈখিক বসতির জন্য সুবিধাজনক স্থান হলো-
র. বন্যাপ্রবণ এলাকা
রর. বন্যামুক্ত এলাকা
ররর. উচ্চভূমি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর: খ) র ও ররর
৬২. বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্য-
র. বসতির মধ্যে ব্যবধান
রর. ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি
ররর. অধিবাসীদের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর: ঘ) র, রর ও ররর
৬৩. কত শতাব্দীতে ইউরোপীয়গণ সম্রাজ্য বিস্তারের জন্যে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে?
ক) ত্রয়োদশ শতাব্দীর শেষে
খ) দ্বাদশ শতাব্দীর শেষে
গ) চতুর্দশ শতাব্দীর শেষে
ঘ) ষোড়শ শতাব্দীর শেষে
সঠিক উত্তর: ঘ) ষোড়শ শতাব্দীর শেষে
৬৪. বিশ্বের বিভিন্ন শহরে উচ্চ অট্টালিকা তৈরি হচ্ছে-
র. প্রাকৃতিক ভিন্নতাকে প্রয়োগ করে
রর. আধুনিক নকশা প্রয়োগ করে
ররর. আধুনিক নির্মাণ সামগ্রী প্রয়োগ করে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর: খ) র ও ররর
৬৫. নিচের কোনটি খাদ্য উৎপাদক অঞ্চল?
ক) গ্রাম খ) শহর
গ) নগর ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: ক) গ্রাম
৬৬. রৈখিক বসতির উদাহরণ-
র. অপরিণত বদ্বীপ অঞ্চল
রর. পরিণত বদ্বীপের নিম্নাঞ্চল
ররর. সক্রিয় বদ্বীপ অঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর: ঘ) র, রর ও ররর
৬৭. মানব বসতি গড়ে ওঠে-
র. অভিবাসনের জন্য
রর. প্রকৃতির অনুকূল অবস্থাকে কাজে লাগানোর জন্য
ররর. প্রতিকূল অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর: খ) র ও ররর
৬৮. নিচের কোন কোন দেশে ইতস্তত বিক্ষিপ্ত বসতি দেখা যায়?
ক) কানাডা খ) যুক্তরাষ্ট্র
গ) অষ্ট্রেলিয়া ঘ) সবকয়টিই
সঠিক উত্তর: ঘ) সবকয়টিই
৬৯. পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে ওঠা বসতিকে কী বলে?
ক) জলবসতি খ) শীতল বসতি
গ) পানীয় বসতি ঘ) আদ্র বসতি
সঠিক উত্তর: ঘ) আদ্র বসতি
৭০. কখন নগরায়নের কারণে পরিবেশ দূষিত হয়?
ক) অপরিকল্পিত হলে খ) আধুনিক নগরায়ন হলে
গ) জনসংখ্যা বৃদ্ধির ফলে ঘ) প্রাকৃতিক দুর্যোগের ফলে
সঠিক উত্তর: ক) অপরিকল্পিত হলে
৭১. কাজের প্রকৃতি ও ধরন অনুসারে কত কোটি মানুষকে গ্রামীণ ও নগর এ দুটো শ্রেণিতে বিভক্ত করা যায়?
ক) ৪০০ কোটি খ) ৫০০ কোটি
গ) ৬০০ কোটি ঘ) ৭০০ কোটি
সঠিক উত্তর: ঘ) ৭০০ কোটি
৭২. বিক্ষিপ্ত বসতিতে কী ধরনের বসতি দেখা যায়?
ক) বসতিগুলো পরস্পর থেকে অনেক দূরে থাকে
খ) প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত
গ) বসতিগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত
ঘ) এই বসতি কালক্রমে শহর বা নগরে পরিণত হয়
সঠিক উত্তর: ক) বসতিগুলো পরস্পর থেকে অনেক দূরে থাকে
৭৩. পশুচারণ এলাকায় কেমন বসতি দেখা যায়?
ক) সংঘবদ্ধ খ) পুঞ্জিভূত
গ) ছড়ানো ঘ) বিচ্ছিন্ন
সঠিক উত্তর: গ) ছড়ানো
৭৪. সংঘবদ্ধ বসতি শহরে বা নগরে পরিণত হয় কখন?
ক) অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হলে
খ) বাসগৃহগুলোর মধ্যকার যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হলে
গ) একাধিক রাস্তার সংযোগস্থল হলে
ঘ) কালক্রমে
সঠিক উত্তর: গ) একাধিক রাস্তার সংযোগস্থল হলে
৭৫. বাসগৃহগুলো পরস্পরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলেন কারণ-
র. সামাজিক বন্ধন
রর. অর্থনৈতিক কর্মকান্ড
ররর. বিভিন্ন ধর্ম ও বর্ণ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর: ক) র ও রর
৭৬. গ্রামীণ বসতি ও শহুরে বসতির মধ্যে পার্থক্য থাকে-
র. নির্মাণ সামগ্রীর
রর. রান্নাঘর, শোয়ারঘর
ররর. পথঘাটের
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ)রর ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর: ঘ) র, রর ও ররর
৭৭.পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ কোনটি?
ক) বসতি স্থাপন খ) পরিবার গঠন
গ) পেশা নির্বাচন ঘ) শিক্ষা গ্রহণ
সঠিক উত্তর: ক) বসতি স্থাপন
পরবর্তী অংশ আগামী সংখ্যায়