সুচেতনা
৭. জীবনানন্দ দাশের জন্মতারিখ কোনটি?
ক. ১৭ ফেব্রম্নয়ারি খ. ১৫ এপ্রিল
গ. ১৫ ফেব্রম্নয়ারি ঘ. ১৭ মার্চ
উত্তর : ক. ১৭ ফেব্রম্নয়ারি
৮. জীবনানন্দ দাশের পিতার নাম কী?
ক. বিপ্রদাস খ. সত্যানন্দ দাশ
গ. জ্ঞানদাস ঘ. জ্ঞানানন্দ দাশ
উত্তর : খ. সত্যানন্দ দাশ
৯. জীবনানন্দ দাশের মায়ের নাম কী?
ক. পার্বতী দাশ খ. কুসুমকুমারী দাশ
গ. মৃণালিনী দাশ ঘ. মৃন্ময়ী দাশ
উত্তর : খ. কুসুমকুমারী দাশ
১০. জীবনানন্দ দাশের মাতা কী ছিলেন?
ক. ছড়াকার খ. বিখ্যাত কবি
গ. আবৃত্তিশিল্পী ঘ. ঔপন্যাসিক
উত্তর : খ. বিখ্যাত কবি
১১. জীবনানন্দ দাশের পিতা কোন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন?
ক. দরিরামপুর স্কুল খ. মদনমোহন স্কুল
গ. রানী ভবানী স্কুল ঘ. ব্রজমোহন স্কুল
উত্তর : ঘ. ব্রজমোহন স্কুল
১২. ব্রজমোহন স্কুল কোথায় অবস্থিত?
ক. খুলনা খ. ফরিদপুর
গ. বরিশাল ঘ. ময়মনসিংহ
উত্তর : গ. বরিশাল
১৩. জীবনানন্দ দাশ কার কাছে কবিতা লেখার অনুপ্রেরণা লাভ করেন?
ক. মায়ের কাছে খ. ভাইয়ের কাছে
গ. বাবার কাছে ঘ. দাদার কাছে
উত্তর : ক. মায়ের কাছে
১৪. জীবনানন্দ দাশ কোন পেশায় নিযুক্ত ছিলেন?
ক. ওকালতি খ. সাংবাদিকতা
গ. ডাক্তারি ঘ. অধ্যাপনা
উত্তর : ঘ. অধ্যাপনা
১৫. জীবনানন্দ দাশ কোন বিষয়ের অধ্যাপক ছিলেন?
ক. বাংলা খ. ইংরেজি
গ. ইতিহাস ঘ. দর্শন
উত্তর : খ. ইংরেজি
১৬. জীবনানন্দ দাশ তাঁর কবিতায় কেমন জগৎ নির্মাণ করেন?
ক. সূক্ষ্ম ও গভীর অনুভবের জগৎ
খ. বেদনা ও হতাশার জগৎ
গ. উচ্চাশা ও উদ্যমের জগৎ
ঘ. জাঁকজমকপূর্ণ মানবিক জগৎ
উত্তর : ক. সূক্ষম ও গভীর অনুভবের জগৎ
১৯. জীবনানন্দ দাশের কবিতাকে 'চিত্ররূপময় ' বলে আখ্যা দিয়েছেন কে?
ক. আব্দুল মান্নান সৈয়দ খ. সঞ্জয় ভট্টাচার্য
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. বুদ্ধদেব বসু
উত্তর : গ. রবীন্দ্রনাথ ঠাকুর
২০. জীবনানন্দের কবিতাকে রবীন্দ্রনাথের 'চিত্ররূপময় ' বলার কারণ কী?
ক. অসাধারণ চিত্রকল্প খ. অসাধারণ কাব্যবৈশিষ্ট্য
গ. অসাধারণ অলংকার ঘ. অসাধারণ কবিভাষা
উত্তর : খ. অসাধারণ কাব্যবৈশিষ্ট্য
২১. বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে কী বলে আখ্যা দিয়ে ছেন?
ক. শুদ্ধতম কবি খ. তিমির হননের কবি
গ. নির্জনতম কবি ঘ. রূপসী বাংলার কবি
উত্তর : গ. নির্জনতম কবি
২২. জীবনানন্দ দাশের কোন ধরনের কবিতা বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. প্রেমবিষয়ক কবিতা খ. নিসর্গবিষয়ক কবিতা
গ. শুভচেতনার কবিতা ঘ. স্বদেশবিষয়ক কবিতা
উত্তর : খ. নিসর্গবিষয়ক কবিতা
২৩. নিচের কোন কবির নিসর্গ বিষয়ক কবিতা ১৯৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংগ্রামী জনতাকে তীব্রভাবে অনুপ্রাণিত করেছিল?
ক. জীবনানন্দ দাশ খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. আহসান হাবীব ঘ. জসীমউদ্দীন
উত্তর : ক. জীবনানন্দ দাশ
২৪. কবি ছাড়াও জীবনানন্দ দাশের পরিচয় রয়েছে কী হিসেবে?
ক. ছড়াকার খ. গল্পকার
গ. প্রাবন্ধিক ঘ. অনুবাদক
উত্তর : গ. প্রাবন্ধিক
২৫. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ?
ক. ধূসর পান্ডুলিপি খ. রৌদ্র করোটিতে
গ. শঙ্খমালা ঘ. সীমান্ত ছাড়িয়ে
উত্তর : ক. ধূসর পান্ডুলিপি
২৬. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
ক. ঝরাপালক খ. বনলতা সেন
গ. মহাপৃথিবী ঘ. কবিতার কথা
উত্তর : ঘ. কবিতার কথা
২৭. 'বেলা অবেলা কালবেলা' জীবনানন্দ দাশের কী ধরনের গ্রন্থ?
ক. কাব্যগ্রন্থ খ. গল্পগ্রন্থ
গ. প্রবন্ধগ্রন্থ ঘ. অনুবাদগ্রন্থ
উত্তর : ক. কাব্যগ্রন্থ
২৮. 'রূপসী বাংলা' জীবনানন্দ দাশের কী ধরনের গ্রন্থ?
ক. কাব্য খ. প্রবন্ধ
গ. গল্প ঘ. উপন্যাস
উত্তর : ক. কাব্য
২৯. 'কবিতার কথা' প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে?
ক. বুদ্ধদেব বসু খ. শামসুর রাহমান
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. জীবনানন্দ দাশ
উত্তর : ঘ. জীবনানন্দ দাশ
৩০. 'মাল্যবান' উপন্যাসটি কে রচনা করেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. জীবনানন্দ দাশ
গ. মানিক বন্দ্যোপাধ্যায় ঘ. আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর : খ. জীবনানন্দ দাশ
৩১. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ?
ক. বলাকা খ. বনলতা সেন
গ. মেঘদল ঘ. পূরবী
উত্তর : খ. বনলতা সেন
৩২. 'সতীর্থ' জীবনানন্দ দাশের কী ধরনের গ্রন্থ?
ক. কবিতা খ. প্রবন্ধ
গ. গল্প ঘ. উপন্যাস
উত্তর : ঘ. উপন্যাস
৩৩. জীবনানন্দ দাশের লেখা উপন্যাসের সংখ্যা কতটি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
উত্তর : ক. ২টি
৩৪. জীবনানন্দ দাশ কোথায় মৃতু্যবরণ করেন?
ক. দিলিস্ন খ. কলকাতা
গ. বরিশাল ঘ. ঢাকা
উত্তর : খ. কলকাতা
৩৫. জীবনানন্দ দাশের মৃতু্যর কারণ কোনটি?
ক. বার্ধক্যজনিত অসুস্থতা খ. ট্রেন দুর্ঘটনা
গ. ট্রাম দুর্ঘটনা ঘ. হৃদরোগে আক্রান্ত হওয়া
উত্তর : গ. ট্রাম দুর্ঘটনা
পরবর্তী অংশ আগামী সংখ্যায়